বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: আঁধার শাখা উজল 
করি পাঠ 
ও পাঠভেদ: 
	
		
			
			আঁধার 
		শাখা উজল করি         হরিত-পাতা-ঘোমটা পরি
		
			
			
    বিজন 
		বনে, মালতীবালা, আছিস কেন ফুটিয়া॥
			
			
						শোনাতে 
		তোরে মনের ব্যথা    শুনিতে তোর মনের কথা।
			
			
    পাগল 
		হয়ে মধুপ কভু আসে না হেথা ছুটিয়া॥
			
			
						মলয় তব 
		প্রণয়-আশে  ভ্রমে না হেথা আকুল শ্বাসে,
    
			
			পায় না 
		চাঁদ দেখিতে তোর শরমে-মাখা মুখানি।
			
			
						শিয়রে 
		তোর বসিয়া থাকি     মধুর স্বরে বনের পাখি
			
			
    লভিয়া 
		তোর সুরভীশ্বাস যায় না তোরে বাখানি॥
		
	
	- 
	
	পাণ্ডুলিপির 
	পাঠ: 
	পাওয়া যায়নি। 
- 
	
	পাঠভেদ: 
 হরিত পাতা ঘোমটা পরি        : রবিচ্ছায়া 
	(সাধারণ ব্রাহ্মসমাজ 
	যন্ত্র, ১২৯২)।
 স্বরলিপি-গীতিমালা (১৩০৪)
 শ্যামল পাতা ঘোমটা পর        : গীতবিতান 
	প্রথম খণ্ড (বিশ্বভারতী, ১৩৩৮)
 
- 
তথ্যানুসন্ধান
	- 
	
	ক. রচনাকাল ও স্থান: 
	
আহমেদাবাদে বসবাসকালে রবীন্দ্রনাথ 
মালতীপুঁতির যে খসড়া করেছিলেন, তাতে কয়েকটি গান পাওয়া যায়। এ প্রসঙ্গে 
প্রশান্তকুমার পাল তাঁর রবিজীবনী দ্বিতীয় খণ্ডে (আনন্দ পাবলিশার্স লিমিটেড, ১৩৯১ 
শ্রাবণ ২২। পৃষ্ঠা ১০২) লিখেছেন- '... রুদ্রচণ্ড আহমেদাবাদ বাসের সময় রচিত হলে এর 
মধ্যে গাথার লক্ষণ থাকা অস্বাভাবিক নয়। তাছাড়া একথাও মনে রাখা দরকার, নাটিকার তৃতীয় 
দৃশ্যের অন্তর্গত 'বসন্তপ্রভাতে 
এক মালতীর ফুল' ও 'তরুতলে ছিন্নবৃন্ত মালতীর ফুল' গান দুটির পাণ্ডুলিপি মালতীপুঁথির 
	
15/৮ক,
16/৮খ এবং 
13/৭ক পৃষ্ঠায় পাওয়া যায়; ...'।
 
 এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ১৭ বৎসর।
 
- 
	খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি:
	
		- গ্রন্থ:
- গান
		
- 
		গানের বহি ও বাল্মীকি প্রতিভা 
		[আদি-ব্রহ্মসমাজ যন্ত্র, ১৩০০ বঙ্গাব্দ।] 
		গৌড় সারং-যৎ। গান ১৪৮। পৃষ্ঠা: ১৪৯-১৫০ [নমুনা: 
	প্রথমাংশ,
	শেষাংশ]
- 
		গীতবিতান
			- 
		
			
			
			প্রথম খণ্ড (প্রথম সংস্করণ) [বিশ্বভারতী, মাঘ ১৩৩৮ বঙ্গাব্দ। 
			
	কৈশোরক (১৩০৩ বঙ্গাব্দ) থেকে গৃহীত হয়েছিল। তৃতীয় গান। 
			পৃষ্ঠা: ৩] 
			 [নমুনা
			
			
      		
- অখণ্ড 
			সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী,
পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)।
			
			নাট্যগীতি পর্যায়ের দশম গান।
 
- 
		ভগ্নহৃদয় (১২৮৮ বঙ্গাব্দ, ১৮৮১ খ্রিষ্টাব্দ)।
[পঞ্চম 
		সর্গ। প্রমোদের গান]
- 
			
				
			রবিচ্ছায়া
			[সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২। বিবিধ ২৩। গৌড় সারং- যৎ। 
				পৃষ্ঠা: ১৭-১৮] 
		[নমুনা: 
	প্রথমাংশ,
	শেষাংশ]
- 
		
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১)।  গৌড় সারং- যৎ। 
		গান সংখ্যা ১৪৮। পৃষ্ঠা:  ৯৯৯
		 [নমুনা]
- 
			স্বপ্নময়ী 
		
			- প্রথম প্রকাশ: ১২ চৈত্র ১২৮৮, ২৪ মার্চ ১৮৮২ খ্রিষ্টাব্দ। 
			আদি ব্রাহ্মসমাজ যন্ত্র)।দ্বিতীয় অঙ্ক, 
			প্রথম গর্ভাঙ্ক, মালতির প্রতি গান 
	[স্বপ্নময়ীর গান]। গৌড়সারং। কাওয়াল। পৃষ্ঠা: ৩৯-৪০
 
- 
		স্বরলিপি-গীতিমালা
		
			- প্রথম সংস্করণ ১৩০৪ বঙ্গাব্দ
- 
			চতুর্থ খণ্ড। ডোয়ার্কিন এণ্ড সন্স লিমিটেড। ১৩৪৯ বঙ্গাব্দ। 
			গৌড়সারং-ঝাঁপতাল। পৃষ্ঠা ২-৪। 
			[নমুনা] 
			
 
- 
		
		স্বরবিতান বিংশ  (২০) খণ্ডের (বিশ্বভারতী, 
		ফাল্গুন ১৪১১) খণ্ডের 
পঞ্চম গান। 
		গৌড়সারং-ঝাঁপতাল। পৃষ্ঠা:
		২৩-২৪।
		
		[নমুনা]
 
- 
		পত্রিকা:
		- ভারতী [মাঘ ১২৮৭ (জানুয়ারি-ফেব্রুয়ারি ৭৯)]। ভগ্নহৃদয়, পঞ্চম সর্গ। প্রমোদার গান। পৃষ্ঠা: ৪৭৬-৪৭৭। 
		[নমুনা]
 
 
 
- 
	গ. 
	সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		
	
		- স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
- সুর ও 
			তাল: 
	
		- রাগ: গৌড়সারং। তাল: ঝাঁপতাল
 
- গ্রহস্বর: সা