বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম:
 
		মধুর মিলন।
হাসিতে মিলেছে হাসি, নয়নে নয়ন
পাঠ 
ও পাঠভেদ:  
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ:  
নাট্যগীতি পর্যায়ের ৪৩ 
	সংখ্যক গান।
 
	
	
		
		
		
		            মধুর মিলন।
		
		      
		
হাসিতে মিলেছে হাসি, নয়নে নয়ন॥
        মরমর মৃদু বাণী মরমর মরমে,
  কপোলে মিলায় হাসি সুমধুর শরমে- নয়নে স্বপন॥
		
			
তারাগুলি চেয়ে আছে, কুসুম গাছে গাছে-
		
		
বাতাস 
		চুপিচুপি ফিরিছে কাছে কাছে।
		
		
মালাগুলি গেঁথে নিয়ে, আড়ালে লুকাইয়ে
		
		
সখীরা 
		নেহারিছে দোঁহার আনন-
		
		
হেসে 
		আকুল হল বকুলকানন,   আ  মরি মরি॥
		
	
	- 
	
	পাণ্ডুলিপির পাঠ: 
	পাওয়া যায়নি।
	 
- 
পাঠভেদ:
- 
তথ্যানুসন্ধান
	- 
	ক. রচনাকাল ও স্থান:  ১২৯০ বঙ্গাব্দের ফাল্গুন মাসের শেষ সপ্তাহে (মার্চ 
	১৮৮৪ খ্রিষ্টাব্দ) স্বর্ণকুমারী দেবীর জ্যেষ্ঠা কন্যা হিরন্ময়ী দেবীর সঙ্গে 
	ফণিভূষণ মুখোপাধ্যায়ের বিবাহ হয়। এই বিবাহ উপলক্ষে রবীন্দ্রনাথ, 
	জ্যোতিরিন্দ্রনাথ, অক্ষয় চৌধুরী এবং স্বর্ণকুমারী দেবী সম্মিলিতভাবে বিবাহ-উৎসব 
	নামক একটি গীতিনাট্য রচনা করেন। গীতিনাট্যটিতে মোট ৪৫টি গান ছিল। এর ভিতর 
	রবীন্দ্রনাথের গান ছিল ২৮টি। এই ২৮টি গানের ভিতর এই গানটি ছিল। এই বিচারে ধারণা 
	করা যায়, গানটি রবীন্দ্রনাথের ২২ বৎসর বয়সের রচনা।
 
- 
	খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি:
	 
	
	
- 
		
	গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		- 
		স্বরলিপিকার: 
- সুর ও তাল
		- 
রাগ : মিশ্র বেহাগ।   [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান 
।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮৫]
- 
	রাগ: মিশ্র বেহাগ। 
	তাল: কাহারবা-দাদরা। 
[রবীন্দ্রসংগীত 
			: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)] । পৃষ্ঠা: ৭২।
- 
			
		
	রাগ: বেহাগ। 
			তাল: কাহারবা-দাদরা।
			
			[রাগরাগিণীর 
			এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা: 
			১২৪।]