বিষয়: 
		রবীন্দ্রসঙ্গীত। 
		গান সংখ্যা: 
		
		শিরোনাম: 
		হল না লো, হল না, সই হায়
		পাঠ ও পাঠভেদ: 
	- গীতবিতান 
	(বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: 
	প্রেম
	: 
	৩৯০
      
		হল না লো, হল না, সই হায়-
			মরমে মরমে লুকানো রহিল,
			বলা হল না।
			বলি বলি বলি তারে কত মনে করিনু-
			হল না লো, হল না সই॥ 
						না কিছু কহিল, চাহিয়া রহিল,
						গেল সে চলিয়া, আর সে ফিরিল না।
						ফিরাব ফিরাব ব'লে কত মনে করিনু-
			হল না লো, হল না সই॥
	
	- 
	
	পাণ্ডুলিপির পাঠ: 
	পাওয়া যায়নি।
- 
	
	পাঠভেদ: 
	 
- 
	
	
	তথ্যানুসন্ধান
	
		- 
		
		ক. রচনাকাল ও স্থান:  
- 
		
		খ. 
		প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- 
			
			গ্রন্থ: 
			
				- 
				
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। গান।  হাম্বীর-কাওয়ালি। পৃষ্ঠা: ৪৪২] 
	[নমুনা]
- 
	
	
				গীতবিতান
			
									
	
		- 
		
		অখণ্ড, 
					
		তৃতীয়
					সংস্করণ 
		(বিশ্বভারতী,
					
		কার্তিক ১৪১২), 
					পর্যায়:
		
		প্রেম
		
		৩৯০,
		উপবিভাগ: 
					
		 প্রেম 
					বৈচিত্র্য-৩৬০,
					পৃষ্ঠা: । [নমুনা]
 
- 
				
				
				
				রবিচ্ছায়া 
				 [সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। 
				বিবিধ ৬৯। হাম্বীর-কাওয়ালি। পৃষ্ঠা: ৬২] [নমুনা]
- 
				
				
				
				
				স্বরবিতান দ্বাত্রিংশ 
				(৩২) খণ্ডের ২৮ সংখ্যক গান। পৃষ্ঠা : 
				৫৭-৫৮।
 
- 
			
			রেকর্ডসূত্র:
- 
			
			প্রকাশের 
			কালানুক্রম: 
 
 
- 
		
		গ.
		
		সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
		
		
			- 
			
			সুরকার:
			
			
			
			জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।
			
- 
			
			স্বরলিপি:
			
			
			[স্বরলিপি]
- 
			
			
			স্বরলিপিকার:
			
- 
			
			সুর 
			ও 
			তাল:
				- 
				
				
				
				
				
				স্বরবিতান দ্বাত্রিংশ (৩২)
				
				খণ্ডে (বিশ্বভারতী,
					) 
				গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি 
				৪।৪।৪।৪ মাত্রা ছন্দে 'ত্রিতাল' তালে নিবদ্ধ। 
- 
				
				রাগ : মিশ্র  হাম্বীর।
				 [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. 
				ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। 
				বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮০]
- 
				
				রাগ : 
				মিশ্র  
				হাম্বীর-কীর্তন। তাল : 
				ত্রিতাল। [রবীন্দ্রসংগীত: 
				রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], 
				
				
				
				পৃষ্ঠা: ৮৩।
- 
				
				
				রাগ: 
				হাম্বীর। 
				তাল: 
				
				ত্রিতাল।
				[রাগরাগিণীর 
				এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ 
				রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], 
				পৃষ্ঠা: 
				১৪৪।
 
- 
	
			বিষয়াঙ্গ:
- 
	
			সুরাঙ্গ:
			
- 
			
			
			গ্রহস্বর: 
			
- 
			
			
			লয়: