বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান
(বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ: ভানুসিংহ
ঠাকুরের পদাবলী ৫
সজনি সজনি রাধিকা লো
দেখ অবহুঁ চাহিয়া
মৃদুলগমন শ্যাম আওয়ে মৃদুল গান গাহিয়া॥
পিনহ ঝটিত কুসুমহার, পিনহ নীল আঙিয়া।
সুন্দরি সিন্দূর দেকে সীঁথি করহ রাঙিয়া॥
সহচরি সব, নাচ নাচ মিলনগীত গাও রে,
চঞ্চল মঞ্জীররাব কুঞ্জগগনে ছাও রে
।
সজনি অব উজার মঁদির কনকদীপ জ্বালিয়া,
সুরভি করহ কুঞ্জভবন
গন্ধসলিল ঢালিয়া॥
মল্লিকা চমেলী বেলি কুসুম তুলহ বালিকা,
গাঁথ যূথি, গাঁথ জাতি,
গাঁথ বকুলমালিকা;
তৃষিতনয়ন ভানুসিংহ কুঞ্জপথম চাহিয়া—
মৃদুলগমন শ্যাম আওয়ে মৃদুল গান গাহিয়া॥
-
পাণ্ডুলিপির পাঠ:
পাওয়া যায়নি।
-
পাঠভেদ:
গীতবিতানে
গৃহীত পাঠের সাথে
রবীন্দ্ররচনাবলী
দ্বিতীয় খণ্ডে গৃহীত পাঠের
পার্থক্য রয়েছে।
-
সরলার্থ:
সখি রাধিকা এখন
চেয়ে দেখ। মৃদু পায়ে মিষ্টিমধুর গান গেয়ে শ্যাম আসছে। এবার দ্রুত পুষ্পমালা পর,
নীল আঙিয়া অঙ্গে ধারণ কর, আর সুন্দর সিঁদুর দিয়ে সীঁথি রঙিন কর। সখিরা সকলে
মিলনের গীত-নৃত্য পরিবেশন কর। তোমাদের চঞ্চল নূপুরের ধ্বনি কুঞ্জগগন আচ্ছন্ন
করুক।
সখি এখন স্বর্ণ প্রদীপ জ্বালিয়ে এই মিলনমন্দিরকে আলোকিত কর। গন্ধবারি ছড়িয়ে
দিয়ে এই কুঞ্জভবনকে সুরিভিত কর। যাও বাগান থেকে মাল্লিকা, চামেলি, বেলি তুলে
আনো। যূথি, জাতি, বকুল ফুলের মালা গাঁথ। মৃদু পায়ে মিষ্টিমধুর গান গেয়ে শ্যাম
আসছে, ভানুসিংহ আকাঙ্ক্ষিত নয়নে কৃষ্ণের আগমনের দৃশ্য দেখার জন্য বনপথের দিকে
চেয়ে আছে।
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১২৯১ বঙ্গাব্দের ১৮ আষাঢ় তারিখে প্রকাশিত হয় ভানুসিংহ ঠাকুরের পদাবলী গ্রন্থটি। ভারতী পত্রিকার বিভিন্ন সংখ্যায় প্রকাশিত ১৩টি কবিতা ও নতুন ৮টি কবিতা নিয়ে- ১২৯১ বঙ্গাব্দের আষাঢ় মাসে যে গ্রন্থটি প্রকাশিত হয়েছিল, তার নাম দেওয়া হয়েছিল ভানুসিংহ ঠাকুরের পদাবলী। এই গ্রন্থটির প্রকাশকালে রবীন্দ্রনাথের বয়স ছিল- ২৩ বৎসর ২ মাস।
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
- কাব্যগ্রন্থ প্রথম খণ্ড
(ইন্ডিয়ান প্রেস ১৯১৫ খ্রিষ্টাব্দ)। ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৫।
পৃষ্ঠা: ৩৩৪-৩৩৫।
- কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড
(মজুমদার লাইব্রেরি)
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। কৈশোরক।
ভানুসিংহ ঠাকুরের পদাবলী।
শিরোনাম 'মিলন সজ্জা'। পৃষ্ঠা: ২০-২১] [নমুনা
প্রথমাংশ,
শেষাংশ]
-
গান
-
গীতবিতান
-
প্রথম খণ্ড (প্রথম সংস্করণ)
[বিশ্বভারতী, মাঘ ১৩৩৮ বঙ্গাব্দ।
কৈশোরক
(১৩০৩ বঙ্গাব্দ)
থেকে গৃহীত হয়েছিল। পঞ্চম গান। পৃষ্ঠা:
৪] [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- অখণ্ড সংস্করণ,
তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। ভানুসিংহ
ঠাকুরের পদাবলী ৫।
- গানের বহি ও
বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১৩০০)
-
বাঙালির
গান,
রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৫, মাজ-কাওয়ালি।
দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত
(১৩১২)
।
-
ভানুসিংহ ঠাকুরের পদাবলী
- প্রকাশক রবীন্দ্রনাথ, আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯১
বঙ্গাব্দ)। শঙ্করা। পৃষ্ঠা: ১২-১৩। [নমুনা
১২,
১৩]
- রবীন্দ্ররচনাবলী দ্বিতীয় খণ্ড।
বিশ্বভারতী (শ্রাবণ ১৩৪৬)।
৫ সংখ্যক পদ।
পৃষ্ঠা ৯-১০।]
-
রবিচ্ছায়া
[সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২।
বিবিধ ২৯। মাজ-একতালা। পৃষ্ঠা: ২৪-২৫।
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- রবীন্দ্র গ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১)
-
শতগান, ৩০ সংখ্যক গান, ভৈরবী-একতালা (১৩০৭ বঙ্গাব্দ)।
সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
সুবর্ণ সংস্করণ, ১৪১৮। পৃষ্ঠা: ১০২-১০৫।
-
সঙ্গীত প্রকাশিকা
(মাঘ ১৩১১)। স্বরলিপিকারে নাম ছাড়াই এ গানটির স্বরলিপি প্রকাশিত
হয়েছিল। মাঝ-একতালা।
-
স্বরবিতান একবিংশ
খণ্ডের (২১, ভানুসিংহের পদাবলী, মুদ্রণ : মাঘ ১৪১৫)
দ্বিতীয় গান। পৃষ্ঠা ৮-১০।
[নমুনা]
-
প্রকাশের
কালানুক্রম:
-
গ.
সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
-
স্বরলিপি:
-
স্বরলিপিকার:
সরলা
দেবী।
-
সুর
ও
তাল:
-
স্বরবিতান
একবিংশ (২১, ভানুসিংহ ঠাকুরের পদাবলী) খণ্ড (শ্রাবণ ১৪০৬) এই
গানটির স্বরলিপির সাথে রাগ-তালের উল্লেখ নেই। গানটি ৩।৩।৩।৩।
মাত্রা ছন্দে
একতাল-এ
নিবদ্ধ।
-
শঙ্করা।
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
প্রকাশক রবীন্দ্রনাথ, আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯১ বঙ্গাব্দ। ]
-
রাগ : বেহাগরা।
[রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়, ভি.ভি. ওয়াঝলওয়ার,
রবীন্দ্রনাথের প্রেমের গান, সংগীত-শিক্ষায়তন, বৈশাখ ১৩৯০]
পৃষ্ঠা :
৮১।
-
রাগ :
বেহাগ,
কীর্তন। তাল :
একতাল। [রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬],
পৃষ্ঠা: ৮০।
-
রাগ:
বেহাগ, খাম্বাজ।
তাল :
একতাল।
[রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ
রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১],
পৃষ্ঠা: ১৪০।
-
বিষয়াঙ্গ:
-
সুরাঙ্গ:
-
গ্রহস্বর:
গা।
-
লয়: মধ্য।