ক. রচনাকাল ও স্থান: ১২৯০ বঙ্গাব্দের ফাল্গুন মাসের শেষ সপ্তাহে
(মার্চ ১৮৮৪ খ্রিষ্টাব্দ) স্বর্ণকুমারী দেবীর জ্যেষ্ঠা কন্যা হিরন্ময়ী দেবীর
সঙ্গে ফণিভূষণ মুখোপাধ্যায়ের বিবাহ হয়। এই বিবাহ উপলক্ষে রবীন্দ্রনাথ,
জ্যোতিরিন্দ্রনাথ, অক্ষয় চৌধুরী এবং স্বর্ণকুমারী দেবী সম্মিলিতভাবে বিবাহ-উৎসব
নামক একটি গীতিনাট্য রচনা করেন। গীতিনাট্যটিতে মোট ৪৫টি গান ছিল। এর ভিতর
রবীন্দ্রনাথের গান ছিল ২৮টি। এই ২৮টি গানের ভিতর এই গানটি ছিল।
উল্লেখ্য,
নাটকটি অভিনয়ের জন্য রচিত হলেও কাদম্বরী দেবীর আকস্মিক মৃত্যুর জন্য
তা সম্ভব হয় নি। ববীন্দ্রভারতী সংগ্রহশালায় রক্ষিত নাটকটির একটি মুদ্রিত কপিতে*
রবীন্দ্রনাথ-কৃত সংযোজন-পরিবর্ধন দেখে মনে হয়,
পরবর্তীকালে এটি আর-একবার অভিনয়ের কথা ভাবা হয়েছিল।
পাণ্ডুলিপির শেষ পৃষ্ঠায় কিছু অতিরিক্ত সংলাপ
যোগ করা ছাড়াও রবীন্দ্রনাথ এতে কয়েকটি গান সংযোজিত
করেন। এই তথ্য পাওয়া যায় প্রশান্তকুমার পালের রবিজীবনী
দ্বিতীয় খণ্ডে। এই বিচারে ধারণা করা যায়, গানটি রবীন্দ্রনাথের ২২ বৎসর
বয়সের রচনা।খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
গান।
গৌড় মল্লার-কাওয়ালি।
পৃষ্ঠা: ৪৪২] [নমুনা]
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা
(আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১৩০০)। গান সংখ্যা:
১৮১।
গৌড়
মল্লার-
কাওয়ালি। পৃষ্ঠা:
১৮১। [নমুনা]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, মাঘ ১৩৩৮ বঙ্গাব্দ।
কৈশোরক (১৩০৩ বঙ্গাব্দ) থেকে গৃহীত হয়েছিল। ১৫ গান।
পৃষ্ঠা: ১২]
[নমুনা]
-
অখণ্ড তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)।
প্রেম
(প্রেম
বৈচিত্র্য-৩৬৪)
পর্যায়ের
৩৯৩
সংখ্যক গান।
-
নলিনী [প্রথম দৃশ্যে নীরদের গান]
ববীন্দ্রভারতী সংগ্রহশালায় রক্ষিত নাটকটির একটি মুদ্রিত কপিতে*
রবীন্দ্রনাথ-কৃত সংযোজন-পরিবর্ধন দেখে মনে হয়,
পরবর্তীকালে এটি আর-একবার অভিনয়ের কথা ভাবা হয়েছিল।
পাণ্ডুলিপির শেষ পৃষ্ঠায় কিছু অতিরিক্ত সংলাপ
যোগ করা ছাড়াও রবীন্দ্রনাথ এতে কয়েকটি গান সংযোজিত
করেন। এই গানটি এই সংযোজন-পরিবর্ধনে যুক্ত হয়েছিল।
-
রবিচ্ছায়া
[সাধারণ
ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২। বিবিধ ৬৮। গৌড় মল্লার-কাওয়ালি।
পৃষ্ঠা ৬১] [নমুনা]
-
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১)। গৌড় মল্লার- কাওয়ালি। ১৮১
সংখ্যক গান। পৃষ্ঠা: ১০০৬। [নমুনা]
-
স্বরবিতান দ্বাত্রিংশ
(৩২) খণ্ডের (অগ্রহায়ণ ১৪১২ বঙ্গাব্দ)
১০
সংখ্যক গান। পৃষ্ঠা : ২৬।
[নমুনা]
- স্বরলিপি-গীতিমালা (১৩০৪ বঙ্গাব্দ)।
গৌড়মল্লার- -কাওয়ালি।
- গান
১৯১৪ খ্রিষ্টাব্দ।
পত্রিকা
- বিশ্বভারতী পত্রিকা,
নলিনী, নীরদের গান, ১৮৫ (কার্তিক-পৌষ ১৩৭৫ বঙ্গাব্দ)।