বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা:
শিরোনাম: 
এত ফুল 
		কে ফোটালে কাননে!
পাঠ ও পাঠভেদ:
এত ফুল কে ফোটালে কাননে!
লতাপাতায় এত হাসি -তরঙ্গ মরি কে ওঠালে॥
সজনীর বিয়ে হবে ফুলেরা শুনেছে সবে-
সে কথা কে রটালে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায় নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
			খ. 
			
			প্রকাশ ও 
	গ্রন্থভুক্তি: 
			
			 
				গ্রন্থ: 
			 
কাব্যগ্রন্থ, দশম খণ্ড, (ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ), বিবিধ সঙ্গীত। 
পৃষ্ঠা: ১৪৭। [নমুনা] 
	 
			
	
			
	কাব্যগ্রন্থাবলী 
				[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।  
	গান। 
মিশ্র কালাংড়া-খেম্টা।
	পৃষ্ঠা  
				৪৩৫][নমুনা] 
		
		
		গান 
		
		 
				
				গীতবিতানের 
				নাট্যগীতি পর্যায়ের ৩৯ সংখ্যক গান।  
				
				বিবাহ 
উৎসব 
				 [১২৯০ 
বঙ্গাব্দ, ষষ্ঠ দৃশ্য, সখিগণ'-এর গান, মিশ্র 
				কালাংড়া-খেমটা 
				] 
				
				
				রবিচ্ছায়া
				 (সাধারণ 
				ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। বিবিধ ৭৯। মিশ্র 
				কালাংড়া-খেমটা। পৃষ্ঠা: ৬৭। [নমুনা: 
				
				৬৭] 
				
				
				স্বরবিতান পঞ্চত্রিংশ 
				(৩৫) খণ্ডের 
ষষ্ঠ (৬ সংখ্যক) গান। পৃষ্ঠা ১৯-২০।
				
				
			
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
			
			সুর ও তাল:
			
		
			
		রাগ: কালেংড়া। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। 
		প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। 
		পৃষ্ঠা: ৬৯]