বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
দেখে যা, দেখে যা, দেখে যা
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
প্রেম : ৩৭৭
দেখে যা, দেখে যা, দেখে যা লো তোরা সাধের
কাননে মোর
আমার সাধের কুসুম উঠেছে ফুটিয়া, মলয় বহিছে
সুরভি লুটিয়া রে―
হেথায় জোছনা ফুটে, তটিনী ছুটে, প্রমোদে কানন
ভোর॥
আয় আয় সখী, আয় লো হেথা,
দুজনে কহিব মনের কথা।
তুলিব কুসুম দুজনে মিলি রে―
সুখে গাঁথিব মালা, গণিব
তারা, করিব রজনী ভোর॥
এ কাননে বসি গাহিব গান, সুখের স্বপনে কাটাব
প্রাণ,
খেলিব দুজনে মনের খেলা রে―
প্রাণে রহিবে মিশি দিবসনিশি
আধো-আধো ঘুমঘোর॥
-
পাণ্ডুলিপির
পাঠ:
নলিনী র পাণ্ডুলিপি। নীরদের গান। পাণ্ডুলিপি 93A। পৃষ্ঠা: ৯।
[নমুনা]
উল্লেখ্য, নলিনী গ্রন্থাকারে প্রকাশের সময় গানটি বর্জিত
হয়েছেল।
-
পাঠভেদ: দেখে যা, দেখে যা, দেখে যা লো
তোরা
প্রাণে রহিবে মিশি
দিবস-নিশি :
রবিচ্ছায়া (বৈশাখ ১২৯২)
স্বরলিপি-গীতিমালা (১৩০৪)
প্রাণে রহিবে মিলি'
দিবস-নিশি : গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল
সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। গানটি প্রথম প্রকাশিত হয়েছিল ভারতী
পত্রিকার 'কার্তিক ১২৮৫ '
সংখ্যায় 'ফুলবালা'র দ্বিতীয় ভাগে।
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
বিবাহ-উৎসব
[১২৯০
বঙ্গাব্দ,
ষষ্ঠ দৃশ্য, কবি'-র গান,
কালাংড়া-আড়াখেমটা]
-
রবিচ্ছায়া[সাধারণ
ব্রাহ্মসমাজ যন্ত্র,
১২৯২ বঙ্গাব্দ। বিবিধ ২। কালাংড়া-খেমটা। পৃষ্ঠা: ২]
[নমুনা]
-
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১)
কালাংড়া-আড়াখেমটা।
পৃষ্ঠা: ৯৮২ [নমুনা
প্রথমাংশ,
শেষাংশ)]
-
স্বপ্নময়ী
- প্রথম প্রকাশ: ১২ চৈত্র ১২৮৮, ২৪ মার্চ ১৮৮২ খ্রিষ্টাব্দ।
আদি ব্রাহ্মসমাজ যন্ত্র)
[পঞ্চম অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক।
জেহেনার গান। কালাংড়া। আড়খেমটা]। পৃষ্ঠা: ১৪৭।
-
স্বরবিতান
বিংশ (২০)
খণ্ডের (ফাল্গুন ১৪১১ বঙ্গাব্দ) ৭ সংখ্যক গান।
পৃষ্ঠা :
২৭-২৯।
[নমুনা]
- মালতী পুঁথি।
- শৈশব সংগীত , গান।
(রবীন্দ্র রচনাবলী, অচলিত সংগ্রহ, প্রথম খণ্ড, বিশ্বভারতী, মাঘ ১৩৯২
বঙ্গাব্দ, পৃষ্ঠা ৪৪৯)
- চৈতালী
(১৩০৩ বঙ্গাব্দ)। ১৩০৩ বঙ্গাব্দের
কাব্যগ্রন্থাবলীর
'গান' অংশ হতে।
- স্বরলিপি-গীতিমালা (১৩০৪ বঙ্গাব্দ)।
ভারতীয় সঙ্গীতমুক্তাবলী,
দ্বিতীয় ভাগ (১৮৮৪ খ্রিষ্টাব্দ)।
- পত্রিকা
- ভারতী (কার্তিক
১২৮৫ বঙ্গাব্দ)।
ফুলবালা। গান। পৃষ্ঠা: ৩০৬।
[নমুনা]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
- জ্যোতিরিন্দ্রনাথ
ঠাকুর
[স্বরলিপি-গীতিমালা
(১৩০৪ বঙ্গাব্দ)]
- সুর
ও তাল:
-
স্বরবিতান
বিংশ(২০) খণ্ডের (ফাল্গুন ১৪১১ বঙ্গাব্দ)
সুরভেদ/ছন্দভেদ
অংশে আরেকটি
স্বরলিপি সংযুক্ত করে উল্লেখ করা আছে যে,গানটির
স্বরলিপি-গীতিমালায় (১৩০৪ বঙ্গাব্দ) মুদ্রিত
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের
স্বরলিপিটির ক্ষেত্রে
দাদরা
স্থলে একতালা উল্লিখিত
হয়েছে (পৃষ্ঠা ৯৫)।
-
স্বরবিতান
বিংশ (২০) খণ্ডের (ফাল্গুন ১৪১১ বঙ্গাব্দ)
গৃহীত গানটির
স্বরলিপিতে রাগ-তালের নাম হিসেবে
উল্লেখ রয়েছে
যথাক্রমে কালাংড়া-সোহিনী ও দাদরা।
[দাদরা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
-
রাগ : হেমন্ত। [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৬]
- কালাংড়া-সোহিনী-দাদরা।
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর
চন্দ। (প্যাপিরাস, জানুয়ারি ১৯৯৩)]।
কালাংড়া-সোহিনী
সুরে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- গ্রহস্বর:
গা।
- লয়: মধ্য।