বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: জানালার কাছে বসে আছে  করতলে রাখি মাথা
পাঠ 
ও পাঠভেদ: 
 
	- গীতবিতান  (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: নাট্যগীতি: ২৭
	
		
			
			ওই        
জানালার কাছে বসে আছে      করতলে রাখি মাথা-
			
			তার       কোলে 
ফুল পড়ে রয়েছে,      সে যে ভুলে গেছে মালা গাঁথা
॥
			
			শুধু        
ঝুরু ঝুরু বায়ু বহে যায় তার  কানে কানে কী যে কহে যায়-
			
			তাই       আধো 
শুয়ে আধো বসিয়ে   ভাবিতেছে কত কথা॥
			
			            
চোখের উপরে মেঘ ভেসে যায়,  উড়ে উড়ে যায় পাখি-
			
			            
সারা দিন ধ’রে বকুলের ফুল   ঝ’রে পড়ে থাকি থাকি।
			
			            
মধুর আলস, মধুর আবেশ,     মধুর মুখের হাসিটি-
			
			            
মধুর স্বপনে প্রাণের মাঝারে    বাজিছে মধুর বাঁশিটি॥
	
	- 
	
	পাণ্ডুলিপির 
	পাঠ: 
	পাওয়া যায়নি। 
- 
	
	পাঠভেদ: 
	 
	
- 
	
	তথ্যানুসন্ধান
 
		- 
		
		ক. 
		রচনাকাল ও স্থান:  ১২৯০  বঙ্গাব্দের 
		ফাল্গুন মাসে স্বরণকুমারি দেবীর জ্যেষ্ঠা কন্যা হিরন্ময়ী দেবীর সাথে 
		ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বিবাহ হয়। এই বিবাহ উপলক্ষে রবীন্দ্রনাথ, 
		জ্যোতিরিন্দ্রনাথ এবং অক্ষয় চৌধুরী
		বিবাহ উৎসব
		নামক একটি গীতিনাট্য রচনা করেন। এই নাটকে এই গানটি ছিল। আবার
					ছবি ও গান
				প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১২৯০ বঙ্গাব্দের ফাল্গু্ন মাসে। 
		সম্ভবত রবীন্দ্রনাথ 'ছবি ও গান' গ্রন্থের আগেই রচনা করেছিলেন এবং তা যন্ত্রস্থ ছিল। বিবাহ-উৎসবে রবীন্দ্রনাথ এই গানটি ব্যবহার করেছিলেন।
		এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২২ বৎসর ১১ মাস।
 
 
- খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি:
		
			- গ্রন্থ:			  
- 
			গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১৩০০)। 
				মিশ্র কালাংড়া। গান সংখ্যা ৯২।  পৃষ্ঠা: ৫৬-৫৭। 
				[নমুনা: 
	প্রথমাংশ,
	শেষাংশ]
- গীতবিতান	 
	- 
	
	প্রথম খণ্ড, প্রথম সংস্করণবিশ্বভারতী ১৩৩৮)। 
	[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, 
		ছবি ও গান
		(১২৯১ বঙ্গাব্দ) থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ৩৭]
 [নমুনা]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ 
		(বিশ্বভারতী ১৩৮০)।
					নাট্যগীতি পর্যায়ের ২৭ সংখ্যক গান। 
 
- 
ছবি ও গান
				
					- প্রথম সংস্করণ। [আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ফাল্গু্ন ১২৯০
					বঙ্গাব্দ। 
					সুখ স্বপ্ন, মিশ্র খাম্বাজ। পৃষ্ঠা: ৪-৫ ]। ৪-৫ ]।
				[নমুনা: 
	প্রথমাংশ,
	শেষাংশ]
- দ্বিতীয় সংস্করণ। [ইন্ডিয়ান পাবলিশিং যন্ত্র ১৩১৮]
					সুখ স্বপ্ন, মিশ্র খাম্বাজ। পৃষ্ঠা: ২-৩	]
[নমুনা:
		প্রথমাংশ,
		শেষাংশ]
 
- 
বিবাহ উৎসব
১২৯০  বঙ্গাব্দ,
দ্বিতীয় দৃশ্য, কবি'র গান, 
				মিশ্র খাম্বাজ-একতালা]
- রবিচ্ছায়া
	(সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। বিবিধ ৯৬। মিশ্র খাম্বাজ-একতালা। পৃষ্ঠা: ৭৮-৭৯।[নমুনা:
	প্রথমাশ, 
	শেষাংশ]
- 
	
	রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১)। 
- গান ৫২। মিশ্র খাম্বাজ-একতালা। পৃষ্ঠা-৭৯৭-৭৯৮। [নমুনা:
প্রথমাংশ, 
	শেষাংশ]
- গান১৯৮  মিশ্র খাম্বাজ-একতালা। পৃষ্ঠা-১০০৮।
	[নমুনা]
 
- 
স্বরবিতান বিংশ খণ্ড
 (২০) খণ্ডের (ফাল্গুন ১৪১১ বঙ্গাব্দ) ১৭ সংখ্যক গান। পৃষ্ঠা : 
৬২-৬৩। [
নমুনা]
 
- পত্রিকা: ভারতী [বৈশাখ, ১৩০০]
 
 
- গ.
		
		সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:  
		
			- 
			স্বরলিপিকার:
- সুর ও 
			তাল:  
		
			- রাগ : মিশ্র খাম্বাজ। এই গানে 
তারসপ্তকে কোমল গান্ধারের প্রয়োগ     করা হয়েছে। সে কারণে রাগ-নাম মিশ্র খাম্বাজ। 
কিন্তু বিবাদীস্বর হিসাবে খাম্বাজ রাগে তার সপ্তকে কোমল গান্ধারের অল্প প্রয়োগ করা 
চলে। [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮৫]
- 				
				
				রাগ: মিশ্র খাম্বাজ। 
				তাল: একতাল
				
				[রবীন্দ্রসংগীত 
			: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। 
			পৃষ্ঠা: ৪০।]
- 
	রাগ: খাম্বাজ। তাল: 
	একতাল
	[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। 
				প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই 
				২০০১। পৃষ্ঠা: ৭৪]
 
- গ্রহস্বর: গমা