বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
মা, একবার দাঁড়া গো হেরি চন্দ্রানন।
পাঠ ও পাঠভেদ:
মা, একবার দাঁড়া গো হেরি চন্দ্রানন।
আঁধার ক’রে কোথায় যাবি শূন্যভবন॥
মধুর মুখ হাসি-হাসি অমিয়া রাশি-রাশি, মা-
ও হাসি কোথায় নিয়ে যাস রে।
আমরা কী নিয়ে জুড়াব জীবন॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। গান। ভৈরবী -তাল আড়াঠেকা। পৃষ্ঠা: ৭৭। [নমুনা]
বিবাহ উৎসব [১২৯০ বঙ্গাব্দ, সপ্তম দৃশ্য, সখিগণ ও নায়িকা'-র গান, ভৈরবী-আড়াঠেকা]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
সুর ও তাল:
রাগ: ভৈরবী। তাল: মধ্যমান। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৭৩]
রাগ: ভৈরবী। তাল: মধ্যমান। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১২৬।]