বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: কেন রে চাস ফিরে ফির
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ: নাট্যগীতি
পর্যায়ের ৩৬ সংখ্যক গান।
কেন রে চাস ফিরে ফিরে, চলে আয় রে চলে আয়॥
এরা প্রাণের কথা বোঝে না যে, হৃদয়কুসুম দলে যায়॥
হেসে হেসে গেয়ে গান দিতে এসেছিলি প্রাণ,
নয়নের জল সাথে নিয়ে চলে আয় রে চলে আয়॥
-
পাণ্ডুলিপির
পাঠ:
পাওয়া যায় নি।
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
১২৯০ বঙ্গাব্দের ফাল্গুন মাসের শেষ সপ্তাহে
(মার্চ ১৮৮৪ খ্রিষ্টাব্দ) স্বর্ণকুমারী দেবীর জ্যেষ্ঠা কন্যা হিরন্ময়ী দেবীর
সঙ্গে ফণিভূষণ মুখোপাধ্যায়ের বিবাহ হয়। এই বিবাহ উপলক্ষে রবীন্দ্রনাথ,
জ্যোতিরিন্দ্রনাথ, অক্ষয় চৌধুরী এবং স্বর্ণকুমারী দেবী সম্মিলিতভাবে বিবাহ-উৎসব
নামক একটি গীতিনাট্য রচনা করেন। গীতিনাট্যটিতে মোট ৪৫টি গান ছিল। এর ভিতর
রবীন্দ্রনাথের গান ছিল ২৮টি। এই ২৮টি গানের ভিতর এই গানটি ছিল।
উল্লেখ্য,
নাটকটি অভিনয়ের জন্য রচিত হলেও কাদম্বরী দেবীর আকস্মিক মৃত্যুর জন্য
তা সম্ভব হয় নি। ববীন্দ্রভারতী সংগ্রহশালায় রক্ষিত নাটকটির একটি মুদ্রিত কপিতে*
রবীন্দ্রনাথ-কৃত সংযোজন-পরিবর্ধন দেখে মনে হয়,
পরবর্তীকালে এটি আর-একবার অভিনয়ের কথা ভাবা হয়েছিল।
পাণ্ডুলিপির শেষ পৃষ্ঠায় কিছু অতিরিক্ত সংলাপ
যোগ করা ছাড়াও রবীন্দ্রনাথ এতে কয়েকটি গান সংযোজিত
করেন। এই তথ্য পাওয়া যায় প্রশান্তকুমার পালের রবিজীবনী
দ্বিতীয় খণ্ডে। এই বিচারে ধারণা করা যায়, গানটি রবীন্দ্রনাথের ২২ বৎসর
বয়সের রচনা।
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ, দশম খণ্ড, (ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ), বিবিধ সঙ্গীত।
পৃষ্ঠা: ১৪৯। [নমুনা]
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
গান।
ভৈরবী-আড়াঠেকা।
পৃষ্ঠা
৪৩৪-৪৩৫] [নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
-
গান
-
গীতবিতান
- অখণ্ড তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। নাট্যগীতি পর্যায়ের ৩৬ সংখ্যক গান।
-
নলিনী [প্রথম দৃশ্যে নীরদের গান]
ববীন্দ্রভারতী সংগ্রহশালায় রক্ষিত নাটকটির একটি মুদ্রিত কপিতে*
রবীন্দ্রনাথ-কৃত সংযোজন-পরিবর্ধন দেখে মনে হয়,
পরবর্তীকালে এটি আর-একবার অভিনয়ের কথা ভাবা হয়েছিল।
পাণ্ডুলিপির শেষ পৃষ্ঠায় কিছু অতিরিক্ত সংলাপ
যোগ করা ছাড়াও রবীন্দ্রনাথ এতে কয়েকটি গান সংযোজিত
করেন। এই গানটি এই সংযোজন-পরিবর্ধনে যুক্ত হয়েছিল।
-
বিবাহ
উৎসব
[১২৯০
বঙ্গাব্দ,
তৃতীয় দৃশ্য, কবি'-র গান,
ভৈরবী-আড়খেমটা]
-
রবিচ্ছায়া
[সাধারণ
ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২।
বিবিধ ৬৩। ভৈরবী-আড়খেমটা। পৃষ্ঠা ৫৭-৫৮]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
স্বরবিতান দ্বাত্রিংশ (৩২) খণ্ডের
সপ্তম (৭ সংখ্যক) গান। পৃষ্ঠা ২০-২১।
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপি:
- রাগ : ভৈরবী। [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮৪]
-
রাগ:
ভৈরবী। তাল: খেমটা।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৭]
-
রাগ:
ভৈরবী। তাল: খেমটা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮৪।]