বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা: ২৯
শিরোনাম:
ওই কথা
বলো সখী, বলো আর বার
পাঠ ও পাঠভেদ:
ভালো যদি বাস, সখী, কী দিব গো আর-
কবির হৃদয় এই দিব উপহার॥
এত ভালোবাসা, সখী, কোন্ হৃদে বলো দেখি-
কোন্ হৃদে ফুটে এত ভাবের কুসুমভার॥
তা হলে এ হৃদিধামে তোমারি তোমারি নামে
বাজিবে মধুর স্বরে মরমবীণার তার।
যা-কিছু গাহিব গান ধ্বনিবে তোমারি নাম-
কী আছে কবির বলো, কী তোমারে দিব আর॥
পাণ্ডুলিপির পাঠ: '
পাঠভেদ: পাঠভেদ আছে।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
মালতি পুঁথির
পাণ্ডুলিপিতে দেখা যায়,
ওই কথা
বলো সখী গানটির উপরে নিচে লেখা হয়েছে 'ভালো
যদি বাস, সখী',
কত দিন
'একসাথে ছিনু ঘুমঘোর',
কি হবে বল গো সখি'। এই সূত্রে ধারণা করা যায়, এই গানগুলি বিলেতে অবস্থানকালেই
রচিত হয়েছিল। এর ভিতর 'ওই
কথা বলো সখী' গানটি
ভারতী পত্রিকার 'আষাঢ় ১২৮৬ সংখ্যা'তে। মালতি পুঁথিতে লেখার সূত্রে এই তিনটি
গানকে,
'ওই
কথা বলো সখী' -এর সময়ে অর্থাৎ
রবীন্দ্রনাথে ১৮ বৎসর বয়সের
রচিত বলে
অনুমান করা যায়।
বিবাহ উৎসব [১২৯০ বঙ্গাব্দ, তৃতীয় দৃশ্য, কবি'-র গান, পিলু-ঝাঁপতাল]