বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
মনে রয়ে গেল মনের কথা
পাঠ ও পাঠভেদ:
মনে রয়ে গেল মনের কথা―
শুধু চোখের জল, প্রাণের ব্যথা॥
মনে করি দুটি কথা ব'লে যাই, কেন মুখের পানে চেয়ে চলে যাই।
সে যদি চাহে মরি যে তাহে, কেন মুদে আসে আঁখির পাতা॥
ম্লানমুখে, সখী, সে যে চলে যায়― ও তারে ফিরায়ে ডেকে নিয়ে আয়।
বুঝিল না সে যে কেঁদে গেল― ধুলায় লুটাইল হৃদয়লতা॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি MS. NO 021: তে গানটি পাওয়া যায়।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১২৯০ খ্রিষ্টাব্দের [মার্চ ১৮৮৪ খ্রিষ্টাব্দ] ফাল্গুন মাসের শেষ সপ্তাহে, স্বর্ণকুমারী দেবীর জ্যেষ্ঠা কন্যা হিরন্ময়ী দেবীর সাথে ফণিভূষণ মুখোপাধ্যায়ের বিবাহ হয়। এই বিবাহ উপলক্ষে রবীন্দ্রনাথ এবং অন্যান্যরা মিলে বাসর ঘরের আমোদের জন্য 'বিবাহ উৎসব ' নামে একটি নাটিকা রচনা করেন। নাটিকাটির চতুর্থ দৃশ্যের প্রথম গান এবং নায়িকার গান হিসেবে উল্লিখিত গানটি রয়েছে। এই সময় রবীন্দ্রনাথে বয়স ছিল ২২ বৎসর ১০ মাস। এই গানটির একটি সংশোধিত পাঠ তৈরি করেন ১৩৩৮ বঙ্গাব্দের ১৩ই চৈত্র। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৭০ বৎসর ১২ মাস।
স্বরবিতান বিংশ (২০) খণ্ডের (ফাল্গুন ১৪১১ বঙ্গাব্দ) সুরভেদ/ছন্দভেদ অংশে এই গানটির স্বরলিপি-গীতিমালায় (১৩০৪ বঙ্গাব্দ) মুদ্রিত জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্বরলিপিটির সুরান্তর দেখানো হয়েছে। স্বরবিতান বিংশ (২০) খণ্ডে (ফাল্গুন ১৪১১ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপির সাথে রাগ ও তালের নাম হিসেবে উল্লেখ রয়েছে যথাক্রমে বেহাগড়া এবং ঝাঁপতাল।
রাগ : বেহাগড়া [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৪]
রাগ: বেহাগ, অঙ্গ: কীর্তন। তাল- ঝাঁপতাল। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)] । পৃষ্ঠা: ৭২।
রাগ: বেহাগড়া। তাল: ঝাঁপতাল [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১২৫।
গ্রহস্বর :
গা।
লয় : মধ্য।