বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
ভালোবাসিলে যদি সে ভালো না বাসে

পাঠ ও পাঠভেদ:

ভালোবাসিলে যদি সে ভালো না বাসে  কেন সে দেখা দিল

মধু অধরের মধুর হাসি   প্রাণে কেন বরষিল।

দাঁড়িয়ে ছিলেম পথের ধারে, সহসা দেখিলেম তারে-

নয়ন দুটি তুলে কেন মুখের পানে চেয়ে গেল

হা, কে বলে দেবে   সে ভালোবাসে কি মোরে।

কভু বা সে হেসে চায়,           কভু মুখ ফিরায়ে লয়,

কভু বা সে লাজে সারা,         কভু বা বিষাদময়ী-

যাব কি কাছে তার।  শুধাব চরণ ধ’রে?।