বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: প্রমোদে
ঢালিয়া দিনু মন
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
নাট্যগীতি পর্যায়ের ৩৭ সংখ্যক গান।
প্রমোদে ঢালিয়া দিনু মন, তবু প্রাণ কেন কাঁদে রে।
চারি দিকে হাসিরাশি, তবু প্রাণ কেন কাঁদে রে॥
আন্ সখী, বীণা আন্ , প্রাণ খুলে কর্ গান,
নাচ্ সবে মিলে ঘিরি ঘিরি ঘিরিয়ে-
তবু প্রাণ কেন কাঁদে রে॥
বীণা তবে রেখে দে, গান আর গাস নে-
কেমনে যাবে বেদনা।
কাননে কাটাই রাতি, তুলি ফুল মালা গাঁথি,
জোছনা কেমন ফুটেছে-
তবু প্রাণ কেন কাঁদে রে॥
- পাণ্ডুলিপির
পাঠঠ:
পাওয়া যায় নি।
- পাঠভেদ:
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
- খ. প্রকাশ ও
গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
কাব্যগ্রন্থাবলী[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
গান। বেহাগ-কাওয়ালি। পৃষ্ঠা ৪৩৫]
[নমুনা]
-
গীতবিতানের নাট্যগীতি পর্যায়ের ৩৭ সংখ্যক গান।
-
বিবাহ
উৎসব
[১২৯০ বঙ্গাব্দ, চতুর্থ দৃশ্য, নায়িকা'-র গান,বেহাগ-কাওয়ালি]
- রবিচ্ছায়া (সাধারণব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। বিবিধ ৭৭। বেহাগ-কাওয়ালী।
[নমুনা:
৬৬]
- স্বরবিতান দ্বাত্রিংশ (৩২) খণ্ডের ১৭
সংখ্যক গান। পৃষ্ঠা ৩৯-৪০।
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।
- রাগ ও তাল:
- রাগ:বেহাগ খাম্বাজ। তাল:ত্রিতাল। [রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬
]। পৃষ্ঠা:৬৬।]
- রাগ:বেহাগখাম্বাজ। তাল: ত্রিতাল।[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই২০০১, পৃষ্ঠা: ১১৪।]