বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
বনে এমন ফুল ফুটেছে
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
প্রেম : ৩৭২
বনে এমন ফুল ফুটেছে,
মান ক'রে থাকা আজ কি সাজে।
মান অভিমান ভাসিয়ে দিয়ে
চলো চলো কুঞ্জবনে॥
আজ কোকিলে গেয়েছে কুহু মুহু্র্মুহু,
কাননে ওই বাঁশি বাজে।
মান ক'রে থাকা আজ কি সাজে॥
আজ মধুরে মিশাবি মধু, পরানবঁধু
চাঁদের আলোয় ওই বিরাজে।
মান ক'রে থাকা আজ কি সাজে॥
-
পাণ্ডুলিপির
পাঠ:
পাওয়া যায়নি।
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: ১২৯০ বঙ্গাব্দের এই গানটি রচিত হয়। এই বিচারে গানটি রবীন্দ্রনাথের ২২ বৎসর বয়সের রচনা। [সূত্র: গীতবিতান কালানুক্রমিক সূচী। প্রভাতকুমার মুখোপাধ্যায়]
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
প্রকৃতির প্রতিশোধ। সপ্তম
দৃশ্য। দুই জন স্ত্রীলোকের গান। পৃষ্ঠা: ১০১]
[নমুনা]
-
গান
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা [আদি-ব্রহ্মসমাজ যন্ত্র, ১৩০০
বঙ্গাব্দ।] মূলতান তাল-আড়খেমটা। গানটি দুইবার ছাপা হয়েছে।
- প্রথম ভুক্তি: গান সংখ্যা ৫৮। খাম্বাজ-আড়খেমটা। পৃষ্ঠা: ৫৯-৪০
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
- দ্বিতীয় ভুক্তি: গান সংখ্যা ৮১। ঝিঁঝিট খাম্বাজ-আড়খেমটা। পৃষ্ঠা: ৮৬।
নমুনা]
- গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, প্রকৃতির প্রতিশোধ (১২৯১ বঙ্গাব্দ)
থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ৩৯] [নমুনা]
- অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়: প্রেম ৩৭২ পৃষ্ঠা: ৪১৬।
- প্রকৃতির প্রতিশোধ
- প্রথম সংস্করণ (বৈশাখ ১২৯১)। দ্বিতীয় দৃশ্য। মালিনীর
গান। খাম্বাজ পৃষ্ঠা ৪১।
[নমুনা]
- রবীন্দ্ররচনাবলী প্রথম খণ্ড, বিশ্বভারতী, জ্যৈষ্ঠ ১৩৯৬।
প্রকৃতির প্রতিশোধ। সপ্তম দৃশ্য।
দুইজন স্ত্রীলোকের গান। পৃষ্ঠা : ১৮৩]
-
বিবাহ উৎসব [১২৯০ বঙ্গাব্দ] তৃতীয় দৃশ্য, সখিগণ'-এর
গান,খাম্বাজ-আড়খেমটা ]
-
রবিচ্ছায়া
(সাধারণ
ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। বিবিধ ৯০। খাম্বাজ-আড়খেমটা।
পৃষ্ঠা: ৭৪। [
নমুনা]
-
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১)। গান সংখ্যা ৬২। খাম্বাজ-আড়খেমটা।
পৃষ্ঠা: ৯৮০
[প্রথমাংশ,
শেষাংশ]
-
স্বরবিতান
বিংশ (২০) খণ্ডের (ফাল্গুন ১৪১১ বঙ্গাব্দ) ২২
সংখ্যক গান। পৃষ্ঠা :
৭১-৭২। [নমুনা]
-
স্বরলিপি-গীতিমালা
- প্রথম সংস্করণ ১৩০৩
বঙ্গাব্দ
-
দ্বিতীয় খণ্ড। ডোয়ার্কিন এণ্ড সন্স লিমিটেড।
১৩৪৮ বঙ্গাব্দ। মুলতান-আড়ঠেকা পৃষ্ঠা ২-৩।
[নমুনা]
- পূনর্বসন্ত (১৮৯৯
খ্রিষ্টাব্দ)। জ্যোতিরিন্দ্রনাথের নাট্য নাট্য
সংগ্রহ। বিশ্বভারতী, অগ্রহায়ণ ১৩৭৬। দ্বিতীয় অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক।
সখীগণের গান। পৃষ্ঠা: ৬২৫
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপি ও স্বরলিপিকার:
-
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। [স্বরলিপি-গীতিমালা দ্বিতীয় খণ্ড (তৃতীয় সংস্করণ
১৩৪৩ বঙ্গাব্দ) ] [নমুনা]
- সুর ও তাল:
-
স্বরবিতান
বিংশ (২০) খণ্ডের (ফাল্গুন ১৪১১ বঙ্গাব্দ)
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের
নাম হিসেবে
উল্লেখ রয়েছে
যথাক্রমে মুলতান ও আড়খেমটা।
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
-
রাগ : পট বেহাগ। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি.
ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা
: ৭২]
-
রাগ: খাম্বাজ।
তাল:
দাদরা।
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস,
ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬৭
-
রাগ: খাম্বাজ। তাল:
আড়খেমটা।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত।
প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।
পৃষ্ঠা: ১১৬]
-
গ্রহস্বর:
গা।
-
লয়: মধ্য।