বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমাদের
সখীরে কে নিয়ে যাবে রে
পাঠ ও পাঠভেদ:
আমাদের সখীরে কে নিয়ে যাবে রে-
তারে কেড়ে নেব, ছেড়ে দেব না-না-না।
কে জানে কোথা হতে কে এসেছে।
কেন সে মোদের সখী নিতে আসে- দেব’ না॥
সখীরা পথে গিয়ে দাঁড়াব, হাতে তার ফুলের বাঁধন জড়াব,
বেঁধে তায় রেখে দেব’ কুসুমবনে- সখীরে নিয়ে যেতে দেব’ না॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায় নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ.
প্রকাশ ও
গ্রন্থভুক্তি:
ইন্ডিয়ান প্রেস ১৩১৬ ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩২১
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১৩০০)
গীতবিতান
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। নাট্যগীতি পর্যায়ের ৪০ সংখ্যক গান।
বিবাহ উৎসব [১২৯০ বঙ্গাব্দ, ষষ্ঠ দৃশ্য, প্রথম সখি'-র গান, মিশ্র জয়জয়ন্তি- খেমটা]
রবিচ্ছায়া (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। বিবিধ ৮০। মিশ্র জয়জয়ন্তি- খেমটা। পৃষ্ঠা: ৬৭-৬৮। [নমুনা: ৬৭, ৬৮]
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১)
স্বরবিতান একপঞ্চাশত্তম (৫১)খণ্ডের চতুর্থ (৪ সংখ্যক) গান। পৃষ্ঠা ১৩-১৪ ।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
সুর ও তাল:
রাগ : মিশ্র খাম্বাজ। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান । সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮৫]
রাগ: দেশ। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ২৮]
রাগ: জয়জয়ন্তী। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৪।]