বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
বুঝি বেলা বহে যায়
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রেম : ৩৭১
বুঝি বেলা বহে যায়,
কাননে আয় তোরা আয়।আলোতে ফুল উঠল ফুটে, ছায়ায় ঝরে পড়ে যায়॥
সাধ ছিল রে পরিয়ে দেব মনের মতন মালা
গেঁথে―কই সে হল মালা গাঁথা, কই সে এল হায়। যমুনার ঢেউ যাচ্ছে বয়ে,
বেলা চলে যায়॥
-
পাণ্ডুলিপির পাঠ:
পাওয়া যায়নি।
- পাঠভেদ:
বুঝি বেলা বহে যায়
বেলা
চ'লে যায়
: গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
স্বরলিপি-গীতিমালায়
(১৩০৪) অনুল্লিখিত।
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান: ১২৯০
বঙ্গাব্দের এই গানটি রচিত হয়। এই বিচারে
গানটি রবীন্দ্রনাথের
২২ বৎসর বয়সের রচনা
- খ.প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
কাব্যগ্রন্থ
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। প্রকৃতির প্রতিশোধ।
দ্বিতীয় দৃশ্য। মালিনীদের গান। পৃষ্ঠা: ৯৫]
[নমুনা]
- গান
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা
[আদি-ব্রহ্মসমাজ যন্ত্র, ১৩০০ বঙ্গাব্দ।] মূলতান তাল-আড়খেমটা। গান ৬২।
পৃষ্ঠা: ৬২-৬৩ [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, প্রকৃতির প্রতিশোধ (১২৯১ বঙ্গাব্দ) থেকে
গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ৩৮] [নমুনা]
-
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়: প্রেম ৩৭১ পৃষ্ঠা: ৪১৬।
- প্রকৃতির প্রতিশোধ
- প্রথম সংস্করণ (বৈশাখ ১২৯১)। দ্বিতীয় দৃশ্য। মালিনীর
গান। মুলতান- তাল আড়া খেমটা। পৃষ্ঠা ১৩।
[নমুনা]
- রবীন্দ্ররচনাবলী প্রথম খণ্ড, বিশ্বভারতী, জ্যৈষ্ঠ ১৩৯৬।
প্রকৃতির প্রতিশোধ। দ্বিতীয় দৃশ্য। মালিনীর গান। পৃষ্ঠা : ১৭০]
-
বিবাহ উৎসব [১২৯০
বঙ্গাব্দ] চতুর্থ দৃশ্য, নায়িকা'র গান, মুলতান-আড়খেমটা
-
রবিচ্ছায়া
(সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। বিবিধ ১১৫।
মূলতান তাল-আড়খেমটা। পৃষ্ঠা: ৯৯-১০০। [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১)। গান সংখ্যা ৬২। মূলতান-আড়খেমটা। পৃষ্ঠা: ৯৮১
[নমুনা]
-
স্বরবিতান
বিংশ (২০) খণ্ডের (বিশ্বভারতী, ফাল্গুন ১৪১১) গান ১৯।
মুলতান- আড়ঠেকা পৃষ্ঠা: ৬৭-৬৮
[নমুনা]
-
স্বরলিপি-গীতিমালা
- প্রথম সংস্করণ ১৩০৩
বঙ্গাব্দ
-
দ্বিতীয় খণ্ড। ডোয়ার্কিন এণ্ড সন্স লিমিটেড।
১৩৪৮ বঙ্গাব্দ। মুলতান-আড়ঠেকা পৃষ্ঠা ৭-৮।
[নমুনা]
- গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।
[স্বরলিপি-গীতিমালা দ্বিতীয় খণ্ড (তৃতীয়
সংস্করণ ১৩৪৩
বঙ্গাব্দ) ] [নমুনা]
- সুর ও তাল:
-
স্বরবিতান
বিংশ (২০) খণ্ডের (ফাল্গুন ১৪১১ বঙ্গাব্দ),
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের নাম হিসেবে উল্লেখ রয়েছে
যথাক্রমে মুলতান ও আড়খেমটা।
- রাগ : মিশ্র ধানেশ্রী।
এই গানের রাগ পিলু বলা যেতে পারে। [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৮]
- ভীমপলশ্রী মুলতান-দাদরা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, জানুয়ারি
১৯৯৩)]।
- গ্রহস্বর:
সা।
- লয়: মধ্য।