বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: দে লো, সখী, দে পরাইয়ে গলে

পাঠ ও পাঠভেদ:
প্রমদা।      দে লো, সখী, দে পরাইয়ে গলে
                    সাধের বকুলফুলহার।
               আধফুট জুঁইগুলি  যতনে আনিয়ে তুলি
               গাঁথি গাঁথি সাজায়ে দে মোরে
                    কবরী ভরিয়ে ফুলভার।
               তুলে দে লো চঞ্চল কুন্তল,
                    কপোলে পড়িছে বারেবার।
প্রথমা।      আজি এত শোভা কেন,
               আনন্দে বিবশা যেন―
দ্বিতীয়া।     বিম্বাধরে হাসি নাহি ধরে,
               লাবণ্য ঝরিয়া পড়ে ধরাতলে!
প্রথমা।      সখী, তোরা দেখে যা, দেখে যা―
               তরুণ তনু এত রূপরাশি বহিতে পারে না বুঝি আর॥
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: