সুখে আছি, সুখে আছি সখা, আপনমনে।
কিছু চেয়ো না, দূরে যেয়ো না,
শুধু চেয়ে দেখো, শুধু ঘিরে থাকো কাছাকাছি॥
সখা, নয়নে শুধু জানাবে প্রেম, নীরবে দিবে প্রাণ,
রচিয়া ললিতমধুর বাণী আড়ালে গাবে গান।
গোপনে তুলিয়া কুসুম গাঁথিয়া রেখে যাবে মালাগাছি॥
মন চেয়ো না, শুধু চেয়ে থাকো, শুধু ঘিরে থাকো কাছাকাছি॥
মধুর জীবন, মধুর রজনী, মধুর মলয়বায়।
এই মাধুরীধারা বহিছে আপনি কেহ কিছু নাহি চায়।
আমি আপনার মাঝে আপনি হারা, আপন সৌরভে সারা―
যেন আপনার মন আপনার প্রাণ আপনারে সঁপিয়াছি॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ২০ বৈশাখ ১২৯৬ বঙ্গাব্দে (পুনায়) খিরকিতে এই গানটি রচিত হয়। এই বিচারে গানটি রবীন্দ্রনাথের ২৭ বৎসর বয়সের রচনা।
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। মায়ার খেলা। চতুর্থ দৃশ্য। প্রমদা ও সখীগণের গান। মিশ্র ঝিঁঝিট। পৃষ্ঠা: ১৪৪] [নমুনা]
গান
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮ বঙ্গাব্দ)।
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। প্রেম (প্রেম বৈচিত্র্য-৩২৫) পর্যায়ের ৩৫৪ সংখ্যক গান।
মায়ার খেলা (গীতনাট্য)
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১ বঙ্গাব্দ)। গানের বহি। মিশ্র ঝিঁঝিট। কাওয়ালি। পৃষ্ঠা: ৯৭১। [নমুনা: ৯৭১ ]
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম:
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: পা।
লয়: মধ্য।