বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
এসেছি গো এসেছি

পাঠ ও পাঠভেদ:

এসেছি গো এসেছি,   মন দিতে এসেছি    যারে ভালো বেসেছি।

ফুলদলে ঢাকি মন   যাব রাখি চরণে,

পাছে   কঠিন ধরণী পায়ে বাজে।

রেখো  রেখো চরণ হৃদি-মাঝে।

নাহয়   দ'লে যাবে, প্রাণ ব্যথা পাবে

আমি তো  ভেসেছি, অকূলে ভেসেছি 

 

তথ্যানুসন্ধান