বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
দিবস রজনী আমি যেন কার
পাঠ ও পাঠভেদ:
দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি।
তাই চমকিত মন, চমকিত শ্রবণ, তৃষিত আকুল আঁখি॥
চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই, সদা মনে হয় যদি দেখা পাই-
'কে আসিছে' বলে চমকিয়ে চাই কাননে ডাকিলে পাখি॥
জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে-
ঘুমের আড়ালে যদি ধরা দেয় বাঁধিব স্বপনপাশে।
এত ভালোবাসি, এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই-
যেন এ বাসনা ব্যাকুল আবেগে তাহারে আনিবে ডাকি॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১২৯৪ খ্রিষ্টাব্দে দার্জিলিং-এ থাকার সময় রবীন্দ্রনাথ মায়ারখেলা রচনায় হাত দেন। বেঙ্গল লাইব্রেরির তালিকা অনুসারে এই গ্রন্থটি প্রকাশিত হয় ২২ ডিসেম্বর ১৮৮৮ খ্রিষ্টাব্দ [৮ পৌষ ১২৯৫ বঙ্গাব্দ]। এই বিচারে মায়ার খেলার প্রথম সংস্করণের গানগুলো ২৬-২৭ বৎসর বয়সের রচনা বলে অনুমান করা যায়।
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। মায়ার খেলা। পঞ্চম দৃশ্য। অমরের গান। সিন্ধু। পৃষ্ঠা: ১৪৫] [নমুনা]
গীতবিতানের প্রেম (প্রেম বৈচিত্র্য-২৮৯) পর্যায়ের ৩১৬ সংখ্যক গান।
বাঙালীর গান (১৩১২)। রবীন্দ্রনাথ ঠাকুর-১১।
মায়ারখেলা (৮ পৌষ ১২৯৫ বঙ্গাব্দ)
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১ বঙ্গাব্দ)। গানের বহি। মিশ্র সিন্ধু। একতালা। পৃষ্ঠা: ৯৭২। [নমুনা: ৯৭২ ]
স্বরবিতান অষ্টচত্বারিংশ (৪৮, মায়ার খেলা) খণ্ডের গান। বাণী অংশ : ১৯। স্বরলিপি অংশ : ৮২-৮৪।
স্বরলিপি-গীতিমালা। ১৩০৪ বঙ্গাব্দের ৩০ জ্যৈষ্ঠে [২০ জুন ১৮৯৭ খ্রিষ্টাব্দ]। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।