বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
ওলো রেখে দে, সখী
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
প্রেম : ৩১৩
ওলো রেখে দে, সখী, রেখে দে, মিছে কথা ভালোবাসা।
সুখের বেদনা, সোহাগযাতনা,
বুঝিতে পারি না ভাষা॥
ফুলের বাঁধন, সাধের কাঁদন,
পরান সঁপিতে প্রাণের সাধন,
লহো-লহো ব'লে পরে আরাধন― পরের চরণে আশা॥
তিলেক দরশ পরশ মাগিয়া বরষ বরষ কাতরে জাগিয়া
পরের মুখের হাসির লাগিয়া অশ্রুসাগরে ভাসা―
জীবনের সুখ খুঁজিবারে গিয়া জীবনের সুখ নাশা॥
-
পাণ্ডুলিপির
পাঠ:
পাওয়া যায়নি।
-
পাঠভেদ:
সখী, বহে গেল বেলা
আকুল তিয়াষ প্রেমের পিয়াস :
মায়ার খেলা
(অগ্রহায়ণ ১২৯৫)
গানের বহি ও বাল্মীকি-প্রতিভা (১৩০০)
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
আকুল তিয়াষা প্রেমের পিয়াসা : স্বরলিপি-গীতিমালা
(১৩০৪)
-
তথ্যানুসন্ধান
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
মায়ার খেলা।
তৃতীয়
দৃশ্য।
প্রমদার গান। খাম্বাজ।
পৃষ্ঠা: ১৪২]
[নমুনা]
-
গান
-
গীতবিতান
-এর
প্রেম
(প্রেম
বৈচিত্র্য-৩৮৬)
পর্যায়ের
৩১৩
সংখ্যক গান।
-
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১
বঙ্গাব্দ)। গানের বহি। খাম্বাজ। একতালা। পৃষ্ঠা: ৯৬৯। [নমুনা:
৯৬৯ ]
-
স্বরবিতান অষ্টচত্বারিংশ
(৪৮, মায়ার খেলা)
খণ্ডের (আষাঢ়
১৪১৩
বঙ্গাব্দ)
বাণী অংশ :
১১-১২। স্বরলিপি অংশ :
৪৮-৪৯।
-
সঙ্গীতকোষ (১৩০৩
বঙ্গাব্দ)।
-
স্বরলিপি-গীতিমালা
(১৩০৪ বঙ্গাব্দ)।
খাম্বাজ-একতালা।
- প্রীতিগীতি (১৩০৫
বঙ্গাব্দ)।
- সঙ্গীতসার সংগ্রহ দ্বিতীয় ভাগ (১৩০৬ বঙ্গাব্দ)।
- বাঙ্গালীর গান (১৩১২ বঙ্গাব্দ)।
- গানের
বহি (বিবিধ) ৫।
খাম্বাজ-একতালা।
- ভারতীয়
সঙ্গীতমুক্তাবলী দ্বিতীয় ভাগ (১৮৮৪ খ্রিষ্টাব্দ)।
- গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপি ও স্বরলিপিকার:
- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।
[স্বরলিপি-গীতিমালা
(১৩০৪ বঙ্গাব্দ)]
[ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[স্বরলিপি]
- সুর ও তাল:
-
স্বরবিতান অষ্টচত্বারিংশ
(৪৮, মায়ার খেলা)
খণ্ডের (আষাঢ়
১৪১৩
বঙ্গাব্দ)
গৃহীত গানটির
স্বরলিপিতে রাগ-তালের কোন উল্লেখ নেই। গানটি ৩।৩ মাত্রা ছন্দে
দাদরা তালে নিবদ্ধ।
[দাদরা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- রাগ : খাম্বাজ। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি.
ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা
: ৭১]
- রাগ: খাম্বাজ।
তাল:
দাদরা
[রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।]। পৃষ্ঠা: ৪৩
- রাগ: খাম্বাজ।
তাল: একতাল
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই
২০০১], পৃষ্ঠা: ৭৮।
-
গ্রহস্বর:
পা।
-
লয়: মধ্য।