বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: ওলো রেখে দে, সখী
পাঠ ও পাঠভেদ:
        ওলো রেখে দে, সখী, রেখে দে, মিছে কথা ভালোবাসা।
        সুখের বেদনা, সোহাগযাতনা,     বুঝিতে পারি না ভাষা॥
        ফুলের বাঁধন, সাধের কাঁদন,      পরান সঁপিতে প্রাণের সাধন,
        লহো-লহো ব'লে পরে আরাধন― পরের চরণে আশা॥
        তিলেক দরশ পরশ মাগিয়া বরষ বরষ কাতরে জাগিয়া
        পরের মুখের হাসির লাগিয়া অশ্রুসাগরে ভাসা―
        জীবনের সুখ খুঁজিবারে গিয়া জীবনের সুখ নাশা॥