বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: আজি আঁখি জুড়ালো হেরিয়ে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রেম : ৩৫০
আজি আঁখি জুড়ালো হেরিয়ে
আহা আঁখি জুড়ালো হেরিয়ে
মনোমোহন মিলনমাধুরী, যুগলমুরতি॥
ফুলগন্ধে আকুল করে, বাজে বাঁশরি উদাস স্বরে,
নিকুঞ্জ প্লাবিত চন্দ্রকরে-
তারি মাঝে মনোমোহন মিলনমাধুরী, যুগলমুরতি॥
আনো আনো ফুলমালা, দাও দোঁহে বাঁধিয়ে।
হৃদয় পশিবে ফুলপাশ, অক্ষয় হবে প্রেমবন্ধন,
চিরদিন হেরিব হে মনোমোহন
মিলনমাধুরী, যুগলমুরতি॥
-
পাণ্ডুলিপির
পাঠ: পাওয়া যায়নি।
-
পাঠভেদ:
- তথ্যানুসন্ধান :
- ক. রচনাকাল ও স্থান
রবীন্দ্রনাথ ১২৯৪ বঙ্গাব্দের শেষের দিকে 'মায়ারখেলা' গীতিনাট্য' রচনা শুরু করে শেষ করেছিলেন ১২৯৫ বঙ্গাব্দে। ১২৯৫ বঙ্গাব্দের ১৫ পৌষ তারিখে 'মায়ারখেলা' 'সখিসমিতি'র উদ্যোগে বেথুন স্কুলে অভিনীত হয়। 'মায়ার খেলা'র এই আদিরূপে এই গানটি ছিল। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৭ বৎসর ৮ মাস।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
- গানের
বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১৩০০)। বিবিধ ৩৪। মিশ্র মূলতান-কাওয়ালি।
-
গীতবিতান
-
গীতবিতান প্রথম খণ্ড (প্রথম সংস্করণ)
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮], মায়ার খেলা প্রথম সংস্করণ (১২৯৫
বঙ্গাব্দ)] থেকে গৃহীত হয়েছিল। সপ্তম দৃশ্য।
মিশ্র মুলতান-কাওয়ালি। স্ত্রী ও পুরুষগণের গান। পৃষ্ঠা: ৭৫
[নমুনা]
- দ্বিতীয় খণ্ড,
দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)।
- প্রেম (প্রেম বৈচিত্র্য-৩২১) পর্যায়ের ৩৫০ সংখ্যক গান। ৪০৯ সপ্তম দৃশ্য। মিশ্র মুলতান-কাওয়ালি। স্ত্রী ও পুরুষগণের গান।
-
মায়ার খেলা
(গীতিনাট্য)
-
প্রথম সংস্করণ
[অগ্রহায়ণ ১২৯৫] সপ্তম দৃশ্য।
মিশ্র মুলতান-কাওয়ালি। স্ত্রী ও পুরুষগণের গান।পৃষ্ঠা:
৫৪-৫৫।
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- রবীন্দ্ররচনাবলী
প্রথম খণ্ড (বিশ্বভারতী), জ্যৈষ্ঠ ১৩৯৬] মায়ার খেলা। সপ্তম দৃশ্য।
স্ত্রী ও পুরুষগণের গান। পৃষ্ঠা:
২৫৩।
- রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী
১৩১১)
-
স্বরবিতান অষ্টচত্বারিংশ (৪৮, মায়ার খেলা) খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) বাণী অংশ : ২৮। স্বরলিপি অংশ : ১২৫-১২৭।
- স্বরলিপি-গীতিমালা (১৩০৪ বঙ্গাব্দ)। মিশ্র মূলতান-ঢিমেতেতালা।
- পরিবেশনা
- যোগাযোগ,
নাট্যরূপ (২৩ ডিসেম্বর ১৯৩৬ খ্রিষ্টাব্দ)।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপি ও স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। [স্বরলিপি-গীতিমালা (১৩০৪ বঙ্গাব্দ)]
[ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর -কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[স্বরলিপি]
- সুর ও তাল:
-
স্বরবিতান অষ্টচত্বারিংশ
(৪৮, মায়ার খেলা)
খণ্ডের (আষাঢ়
১৪১৩
বঙ্গাব্দ)
গৃহীত গানটির
স্বরলিপিতে তাল হিসেবে বিলম্বিত ত্রিতালের নাম উল্লেখ করা হলেও এতে কোন
রাগপরিচয়ের উল্লেখ নেই।
[বিলম্বিত ত্রিতাল
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- রাগ : পিলু। [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান।
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭২]
- রাগ:
ভীমপলশ্রী-মূলতান। তাল:
ত্রিতাল
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা
। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৬]।
- রাগ:
ভীমপলশ্রী-মূলতান। তাল:
ত্রিতাল
। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫০।]
-
গ্রহস্বর: জ্ঞা।
-
লয়: মধ্য।