বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
জীবনে আজ কি প্রথম এল বসন্ত
পাঠ ও পাঠভেদ:
জীবনে আজ কি প্রথম এল বসন্ত।
নবীনবাসনাভরে হৃদয় কেমন করে,
নবীন জীবনে হল জীবন্ত॥
সুখভরা এ ধরায় মন বাহিরিতে চায়,
কাহারে বসাতে চায় হৃদয়ে।
তাহারে খুঁজিব দিকদিগন্ত॥
যেমন দখিনে বায়ু ছুটেছে, না জানি কোথায় ফুল ফুটেছে,
তেমনি আমিও, সখী, যাব― না জানি কোথায় দেখা পাব।
কার সুধাস্বর-মাঝে জগতের গীত বাজে,
প্রভাত জাগিছে কার নয়নে,
কাহার প্রাণের প্রেম অনন্ত
তাহারে খুঁজিব দিকদিগন্ত॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
জীবনে আজ কি প্রথম এল বসন্ত
কে জানে কোথায় ফুল ফুটেছে :
মায়ার খেলা
(অগ্রহায়ণ
১২৯৫)
গানের বহি ও বাল্মিকী প্রতিভা (১৩০০)
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
না জানি কোথায় ফুল ফুটেছে :
মায়ার খেলা
স্বরলিপি -গ্রন্থ
(আষাঢ়
১৩৩২)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথ
১২৯৪ বঙ্গাব্দের শেষের দিকে মায়ারখেলা রচনা শুরু করে শেষ করেছিলেন ১২৯৫
বঙ্গাব্দে। ১২৯৫ বঙ্গাব্দের ১৫ পৌষ তারিখে 'মায়ারখেলা' 'সখিসমিতি'র
উদ্যোগে বেথুন স্কুলে অভিনীত হয়। 'মায়ার খেলা'র এই আদিরূপে এই গানটি ছিল। এই
বিচারে ধারণা করা যায় গানটি
রবীন্দ্রনাথের
২৭ বৎসর বয়সের রচনা।
রাগ: বাহার। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১, পৃষ্ঠা: ৯৩।]