মায়ারখেলা প্রথম সংস্করণের (১২৯৫)
বর্ণানুক্রমিক সূচি

মায়ারখেলা প্রথম সংস্করণের (১২৯৫) বর্ণানুক্রমিক সূচি। উল্লেখ্য মায়ার খেলার প্রথম সংস্করণের গানগুলো গীতবিতান প্রথম খণ্ডের প্রথম সংস্করণে (১৩৩৮) অনত্র্ভুক্ত  হয়েছিল।

সূচীপত্র
  1. অলি বার বার ফিরে যায় [তথ্য][নমুনা:  প্রথমাংশ, শেষাংশ]
  2. আজি আঁখি জুড়ালো হেরিয়ে  [তথ্য] [নমুনা:  প্রথমাংশ, শেষাংশ]
  3. আমার পরান যাহা চায়  [তথ্য] [নমুনা:  প্রথমাংশ, শেষাংশ]
  4. আমি কারেও বুঝি নে [তথ্য] [নমুনা]
  5. আমি জেনে শুনে বিষ করেছি [তথ্য] [নমুনা:  প্রথমাংশ, শেষাংশ]
  6. আমি তো বুঝেছি সব  [তথ্য] [নমুনা]
  7. আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল[তথ্য] [নমুনা:  প্রথমাংশ, শেষাংশ]
  8. আর কেন আর কেন [তথ্য][নমুনা:  প্রথমাংশ, শেষাংশ]
  9. আহা আজি এ বসন্তে [তথ্য] [নমুনা]
  10. এ কি স্বপ্ন একি মায়া [তথ্য] [নমুনা:  প্রথমাংশ, দ্বিতীয়াংশ, শেষাংশ]
  11. এ তো খেলা নয় [তথ্য] [নমুনা:  প্রথমাংশ, শেষাংশ]
  12. এ ভাঙা সুখের মাঝে নয়নজলে [তথ্য] [নমুনা]
  13. এতদিন বুঝি নাই, বুঝেছি ধীরে [তথ্য] [নমুনা]
  14. এরা সুখের লাগি চাহে প্রেম  [তথ্য] [নমুনা:  প্রথমাংশ, শেষাংশ]
  15. এসেছি গো এসেছি [তথ্য] [নমুনা]
  16. এসো এসো বসন্ত ধরাতলে [তথ্য] [নমুনা:  প্রথমাংশ, শেষাংশ]
  17. ওই কে আমায় ডাকে [তথ্য][নমুনা:  প্রথমাংশ, শেষাংশ]
  18. ওই কে গো হেসে চায় [তথ্য]  [নমুনা]
  19. ওই মধুর মুখ জাগে মনে [তথ্য] [নমুনা]
  20. ওকে বল, সখী, বল [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  21. ওকে বোঝা গেল না [তথ্য] [নমুনা]
  22. ওগো দেখি আঁখি মেলি চাও [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  23. ওগো সখী, দেখি দেখি [তথ্য][নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  24. ওলো রেখে দে সখী, রেখে দে [তথ্য] [নমুনা:  প্রথমাংশ, শেষাংশ]
  25. কাছে আছে দেখিতে না পাও [তথ্য]  [নমুনা: স্থায়ীপ্রথমাংশ দ্বিতীয়াংশ]
  26. কাছে ছিলে, দূরে গেলে [তথ্য] [নমুনা]
  27. কে ডাকে। আমি কভু ফিরে নাহি চাই [তথ্য]  [নমুনা]
  28. কেন এলি রে, ভালোবাসিলি  [তথ্য] [নমুনা:  প্রথমাংশ, দ্বিতীয়াংশ শেষাংশ]
  29. চাঁদ হাসো, হাসো  [তথ্য] [নমুনা]
  30. জীবনে আজ কি প্রথম এল বসন্ত [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
  31. তবে সুখে থাকো সুখে থাকো [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
  32. তারে কেমনে ধরিবে, সখী [তথ্য]  [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  33. তারে দেখাতে পারি নে [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  34. তুমি কে গো সখী [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  35. দিবস রজনী আমি যেন কার [তথ্য] [নমুনা]
  36. দুঃখের মিলন টুটিবার নয় [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  37. দূরে দাঁড়ায়ে আছে [মায়ার খেলা] [তথ্য]  [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
  38. দে লো সখি দে  [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  39. দেখো চেয়ে দেখো ওই [তথ্য]  [নমুনা]
  40. দেখো সখা ভুল করে ভালবেসো না [তথ্য] [নমুনা]
  41. না বুঝে কারে তুমি ভাসালে [তথ্য][নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
  42. নিমেষের তরে শরমে বাধিল [তথ্য]  [নমুনা-১] [নমুনা-২]
  43. পথহারা তুমি পথিক যেন [তথ্য] [নমুনা]
  44. প্রভাত হইল নিশি কানন ঘুরে [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  45. প্রেমপাশে ধরা পড়েছে [তথ্য]  [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
  46. প্রেমের ফাঁদ পাতা ভুবনে [তথ্য] [নমুনা]
  47. বিদায় করেছ যারে নয়নজলে [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  48. ভালোবেসে দুখ সেও সুখ  [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  49. ভালোবেসে যদি সুখ নাহি [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  50. ভুল করেছিনু, ভুল ভেঙেছে [তথ্য] [নমুনা]
  51. মধুর বসন্ত এসেছে [তথ্য][নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  52. মিছে ঘুরি এ জগত (আমি মিছে ঘুরি এ জগতে) [তথ্য] [নমুনা]
  53. মোরা জলেস্থলে কত [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ শেষাংশ]
  54. যদি কেহ নাহি চায় আমি লইব [তথ্য] [নমুনা]
  55. যেয়ো না, যেয়ো না ফিরে [তথ্য]  [নমুনা : প্রথমাংশ, শেষাংশ]
  56. সকল হৃদয় দিয়ে ভালোবেসেছি [তথ্য]  [নমুনা : প্রথমাংশ, শেষাংশ]
  57. সখা, আপন মন নিয়ে কাঁদিয়ে মরি  [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  58. সখী, বহে গেল বেলা [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  59. সখী, সাধ করে যাহা দেবে [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  60. সখী, সে গেল কোথায় [তথ্য] [নমুনা]
  61. সুখে আছি, সুখে আছি  [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  62. সে জন কে, সখী, বোঝা গেছে [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  63. সেই শান্তিভবন ভুবন কোথা গেল [তথ্য][নমুনা]

এই গ্রন্থের আষাঢ় ১৪১৩ মুদ্রণের ১৪৯ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো।

মায়ার খেলা স্বরলিপি-গ্রন্থ আষাঢ় ১৩৩২ সালে প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থের অন্তর্ভুক্ত গানগুলির স্বরলিপি ইন্দিরাদেবী চৌধুরানী –কৃত। তাঁরই সম্পাদনায় মুদ্রিত পরবর্তী সংস্করণে (ভাদ্র ১৩৬০) ‘আজি আঁখি জুড়াল হেরিয়ে’ ও ‘একি স্বপ্ন, একি মায়া’ গান দুইটির স্বরলিপি গ্রন্থভুক্ত হয়। এই দুইটি গানের স্বরলিপি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর –কৃত ও যথাক্রমে ‘স্বরলিপি-গীতি-মালা’গ্রন্থ ও বিশ্বভারতী পত্রিকার ১৩৫৭, শ্রাবণ-আশ্বিন সংখ্যা হইতে সংকলিত।

এই গ্রন্থের অন্তর্ভুক্ত গানের সুরভেদ, ছন্দোভেদ, পাঠভেদ ও রচনাকাল-প্রকাশকাল সম্পর্কে এ যাবৎ সংগৃহীত তথ্য বর্তমান সংস্করণে (জ্যৈষ্ঠ ১৩৭৬) সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যাদি সংগ্রহ ও সংকলন করিয়াছেন শ্রীপ্রফুল্লকুমার দাস।
ভাদ্র ১৩৮৩