মায়ারখেলা প্রথম সংস্করণের (১২৯৫)
বর্ণানুক্রমিক সূচি
এই গ্রন্থের আষাঢ় ১৪১৩ মুদ্রণের ১৪৯ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো।
মায়ার খেলা স্বরলিপি-গ্রন্থ আষাঢ় ১৩৩২ সালে প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থের অন্তর্ভুক্ত গানগুলির স্বরলিপি ইন্দিরাদেবী চৌধুরানী –কৃত। তাঁরই সম্পাদনায় মুদ্রিত পরবর্তী সংস্করণে (ভাদ্র ১৩৬০) ‘আজি আঁখি জুড়াল হেরিয়ে’ ও ‘একি স্বপ্ন, একি মায়া’ গান দুইটির স্বরলিপি গ্রন্থভুক্ত হয়। এই দুইটি গানের স্বরলিপি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর –কৃত ও যথাক্রমে ‘স্বরলিপি-গীতি-মালা’গ্রন্থ ও বিশ্বভারতী পত্রিকার ১৩৫৭, শ্রাবণ-আশ্বিন সংখ্যা হইতে সংকলিত।
এই গ্রন্থের অন্তর্ভুক্ত গানের সুরভেদ, ছন্দোভেদ, পাঠভেদ ও রচনাকাল-প্রকাশকাল সম্পর্কে এ যাবৎ সংগৃহীত তথ্য বর্তমান সংস্করণে (জ্যৈষ্ঠ ১৩৭৬) সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যাদি সংগ্রহ ও সংকলন করিয়াছেন শ্রীপ্রফুল্লকুমার দাস।
ভাদ্র ১৩৮৩