বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
মিছে ঘুরি এ
জগতে কিসের পাকে
পাঠ ও পাঠভেদ:
অমর। মিছে ঘুরি এ জগতে কিসের পাকে,
মনের বাসনা যত মনেই থাকে।
বুঝিয়াছি এ নিখিলে, চাহিলে কিছু না মিলে,
এরা, চাহিলে আপন মন গোপনে রাখে।
এত লোক আছে কেহ কাছে না ডাকে ॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১ বঙ্গাব্দ)। গানের বহি। বেলাবলী। ঢিমেতেতালা। পৃষ্ঠা: ৯৭০। [নমুনা:
৯৭০ ]
প্রকাশের
কালানুক্রম:
রাগ ও তাল: