বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
কী হল আমার!
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
প্রেম
৩৪৯
কী হল আমার! বুঝি বা সখী, হৃদয় আমার হারিয়েছি।
পথের মাঝেতে খেলাতে গিয়ে হৃদয় আমার হারিয়েছি॥
প্রভাতকিরণে সকালবেলাতে
ম
ন লয়ে, সখী, গেছিনু খেলাতে―
মন কুড়াইতে, মন ছড়াইতে, মনের মাঝারে খেলি বেড়াইতে,
মনোফুল দলি চলি বেড়াইতে―
সহসা, সজনী, চেতনা পেয়ে
সহসা, রজনী, দেখিনু চেয়ে
রাশি রাশি ভাঙা হৃদয়-মাঝে হৃদয় আমার হারিয়েছি॥
যদি কেহ, সখী, দলিয়া যায়,
তার 'পর দিয়া চলিয়া যায়―
শুকায়ে পড়িবে, ছিঁড়িয়া পড়িবে, দলগুলি তার ঝরিয়া পড়িবে―
ৰযদি কেহ, সখী, দলিয়া যায়।
আমার কুসুমকোমল হৃদয় কখনো সহে নি রবির কর,
আমার মনের কামিনীপাপড়ি সহে নি ভ্রমরচরণভর।
চিরদিন, সখী, হাসিত খেলিত,
জোছনা-আলোকে নয়ন মেলিত―
সহসা আজ সে হৃদয় আমার কোথায়, সজনী, হারিয়েছি॥
-
পাণ্ডুলিপির
পাঠ:
পাওয়া যায়নি।
- পাঠভেদ:
কী হল আমার বুঝি-বা সখী
কী হ'লো আমার, বুঝি বা সজনী,
হৃদয়
হারিয়েছি।
প্রভাত-কিরণে সকাল বেলাতে,...
সহসা সজনী, চেতনা পাইয়া,
সহসা, রজনী, দেখিনু চাহিয়া
রাশি রাশি ভাঙা হৃদয় মাঝারে
হৃদয় হারিয়েছি।
পথের মাঝেতে খেলাতে খেলাতে
হৃদয় হারিয়েছি॥...
চিরদিন সখী, বাতাসে খেলিত,
জোৎস্না আলোকে নয়ন মেলিত,
সুধা-পরিমলে অধর ভরিয়া,
লোলিত রেণুর সিঁদুর পরিয়া,
ভ্রমরে ডাকিত হাসিতে হাসিতে,
কাছে এলে তা'রে দিতনা বসিতে,
সহসা আজ সে হৃদয় আমার
কোথায় হারিয়েছি॥
: গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল
সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় নাই। রবীন্দ্রনাথের ভগ্নহৃদয় নামক
প্রকাশিত হয় ১২৮৮ বঙ্গাব্দের বৈশাখ মাসে। এই গ্রন্থের চারটি পূর্বে কোথাও
প্রকাশিত হয় নাই। এর ভিতরে এই গানটিও ছিল। গ্রন্থটির প্রকাশকালের সময়
রবীন্দ্রনাথের বয়স ছিল- ১৯ বৎসর ১২ মাস।
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
কাব্যগ্রন্থ
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। 'কৈশোরক' অংশ। শিরোনাম 'হারা হৃদয়ের
গান'। পৃষ্ঠা: ৯]
[নমুনা]
-
গান
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১৩০০)। [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮
বঙ্গাব্দ। ১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত সেন সম্পাদিত কাব্যগ্রন্থের
৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ২১৬-২১৭]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
দ্বিতীয় খণ্ড (বিশ্বভারতী, ১৩৪৮)
-
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)।
প্রেম
(প্রেম
বৈচিত্র্য-৩৬৫)
পর্যায়ের ৩৯৪ সংখ্যক গান।
-
রবিচ্ছায়া (সাধারণ
ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। বিবিধ ১০০। মিশ্র সিন্ধু-একতালা।
পৃষ্ঠা: ৮২-৮৩। [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১
বঙ্গাব্দ)।
গানের বহি। মিশ্র কানাড়া কাওয়ালি। পৃষ্ঠা: ৯৬৮-৯৬৯। [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ ]
-
স্বরবিতান বিংশ (২০) খণ্ডের (ফাল্গুন ১৪১১ বঙ্গাব্দ)
১০ সংখ্যক গান। পৃষ্ঠা :
৩৬-৪১।
[নমুনা]
- ভগ্ন
হৃদয় (১২৮৮
বঙ্গাব্দ)।
- ভগ্ন
হৃদয়, নলিনীর গান, নবম সর্গ
(রবীন্দ্র রচনাবলী,অপ্রচলিত
সংগ্রহ প্রথম খণ্ড, বিশ্বভারতী,মাঘ ১৩৯২,পৃষ্ঠা ১৯১)
-
বাঙ্গালীর গান (১৩১২
বঙ্গাব্দ)।
- পত্রিকা
- ভারতী
১২৯৯ বঙ্গাব্দ)।
-
বীণাবাদিনী চৈত্র ১৩০৪ বঙ্গাব্দ)। সরলাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
(
- গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপি ও স্বরলিপিকার:
-
সরলাদেবী।
[ভারতী
১২৯৯ বঙ্গাব্দ) ও
বীণাবাদিনী
(চৈত্র ১৩০৪ বঙ্গাব্দ)]
[সরলাদেবী
-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[স্বরলিপি]
- সুর ও তাল:
-
স্বরবিতান বিংশ
(২০) খণ্ডের (ফাল্গুন ১৪১১ বঙ্গাব্দ) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের
নাম হিসেবে
উল্লেখ রয়েছে
যথাক্রমে মিশ্র ও একতাল।
[একতাল
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- রাগ : মিশ্র। এই গানের সুর
কোনো গির্জার সুরে অথবা দাক্ষিণাত্যের কোনো সুরে রচিত হওয়া সম্ভব। [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৬]
- পাশ্চত্য প্রভাব। তাল: একতাল
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৫]
- তাল:
একতাল
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮১।]
- গ্রহস্বর:
সা।
- লয়: মধ্য।