বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
কী হল আমার!
পাঠ ও পাঠভেদ:
কী হল আমার! বুঝি বা সখী, হৃদয় আমার হারিয়েছি।
পথের মাঝেতে খেলাতে গিয়ে হৃদয় আমার হারিয়েছি॥
প্রভাতকিরণে সকালবেলাতে ম
ন লয়ে, সখী, গেছিনু খেলাতে―
মন কুড়াইতে, মন ছড়াইতে, মনের মাঝারে খেলি বেড়াইতে,
মনোফুল দলি চলি বেড়াইতে―
সহসা, সজনী, চেতনা পেয়ে
সহসা, রজনী, দেখিনু চেয়ে
রাশি রাশি ভাঙা হৃদয়-মাঝে হৃদয় আমার হারিয়েছি॥
যদি কেহ, সখী, দলিয়া যায়,
তার 'পর দিয়া চলিয়া যায়―
শুকায়ে পড়িবে, ছিঁড়িয়া পড়িবে, দলগুলি তার ঝরিয়া পড়িবে―
ৰযদি কেহ, সখী, দলিয়া যায়।
আমার কুসুমকোমল হৃদয় কখনো সহে নি রবির কর,
আমার মনের কামিনীপাপড়ি সহে নি ভ্রমরচরণভর।
চিরদিন, সখী, হাসিত খেলিত,
জোছনা-আলোকে নয়ন মেলিত―
সহসা আজ সে হৃদয় আমার কোথায়, সজনী, হারিয়েছি॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ: কী হল আমার বুঝি-বা সখী
কী হ'লো আমার, বুঝি বা সজনী,
হৃদয়
হারিয়েছি।
প্রভাত-কিরণে সকাল বেলাতে,...
সহসা সজনী, চেতনা পাইয়া,
সহসা, রজনী, দেখিনু চাহিয়া
রাশি রাশি ভাঙা হৃদয় মাঝারে
হৃদয় হারিয়েছি।
পথের মাঝেতে খেলাতে খেলাতে
হৃদয় হারিয়েছি॥...
চিরদিন সখী, বাতাসে খেলিত,
জোৎস্না আলোকে নয়ন মেলিত,
সুধা-পরিমলে অধর ভরিয়া,
লোলিত রেণুর সিঁদুর পরিয়া,
ভ্রমরে ডাকিত হাসিতে হাসিতে,
কাছে এলে তা'রে দিতনা বসিতে,
সহসা আজ সে হৃদয় আমার
কোথায় হারিয়েছি॥ : গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় নাই। রবীন্দ্রনাথের ভগ্নহৃদয় নামক প্রকাশিত হয় ১২৮৮ বঙ্গাব্দের বৈশাখ মাসে। এই গ্রন্থের চারটি পূর্বে কোথাও প্রকাশিত হয় নাই। এর ভিতরে এই গানটিও ছিল। গ্রন্থটির প্রকাশকালের সময় রবীন্দ্রনাথের বয়স ছিল- ১৯ বৎসর ১২ মাস।
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড। (মজুমদার লাইব্রেরি, ১৩১০ বঙ্গাব্দ)। বিবিধ সঙ্গীত। পিলু-খেমটা। পৃষ্ঠা: ৬-৭ [নমুনা: ৬, ৭, ৮,]
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। 'কৈশোরক' অংশ। শিরোনাম 'হারা হৃদয়ের গান'। পৃষ্ঠা: ৯] [নমুনা]
ইন্ডিয়ান প্রেস, ১৩১৬ বঙ্গাব্দ।
ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১ বঙ্গাব্দ।
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১৩০০)। [নমুনা: ১৯৪, ১৯৫]
গীতবিতান
দ্বিতীয় খণ্ড (বিশ্বভারতী, ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রেম (প্রেম বৈচিত্র্য-৩৬৫) পর্যায়ের ৩৯৪ সংখ্যক গান।
রবিচ্ছায়া (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। বিবিধ ১০০। মিশ্র সিন্ধু-একতালা। পৃষ্ঠা: ৮২-৮৩। [নমুনা: ৮২, ৮৩]
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১ বঙ্গাব্দ)। গানের বহি। মিশ্র কানাড়া কাওয়ালি। পৃষ্ঠা: ৯৬৮-৯৬৯। [নমুনা: ৯৬৮, ৯৬৯ ]