মাঘোৎসব
সপ্তপঞ্চাশ
(৫৭)
শনিবার, ১১ মাঘ ১২৯৩
বঙ্গাব্দ।
এর আগে
আদি ব্রাহ্মসমাজের প্রাতঃকালীন অনুষ্ঠানটি
মহর্ষি দেবেন্দ্রনাথের পরিবারের অন্তর্ভুক্ত
স্ত্রী-পুরুষ ও আদি ব্রাহ্মসমাজের মুষ্টিমেয় সদস্যদের মধ্যে সীমাবদ্ধ ছিল। এবং
এই অনুষ্ঠান হতো মহর্ষিভবনের ভিতরে। এইবার প্রথম বাড়ীর বহিঃপ্রাঙ্গণে প্রাতঃকালীন
অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে গীত ২৭টি গানের মধ্যে রবীন্দ্রনাথের
রচিত গানের সংখ্যা ছিল ২৬টি। প্রভাতের অনুষ্ঠানে পরিবেশিত হয়েছিল ১৩টি গান। এর
মধ্যে রবীন্দ্রনাথের গানের সংখ্যা ছিল ১২টি। সন্ধ্যাকালীন অনুষ্ঠানে পরিবেশিত
হয়েছিল ১৪টি গান। এর সবগুলোই ছিল রবীন্দ্রনাথের রচিত। নিচে গানগুলির তালিকা
দেওয়া হলো।
প্রাতঃকালীন অধিবেশনে গীত রবীন্দ্রনাথের ১২টি গান:
১. তোমারি নামে নয়ন মেলিনু [পূজা-৫০৫] [তথ্য]
২. আজি শুভ শুভ্র প্রাতে কিবা শোভা দেখালে [পূজা-৪৬৭] [তথ্য]
৩. সবে মিলি গাও রে [পূজা ও প্রার্থনা-৪৬] [তথ্য]
৪. অনেক দিয়েছ নাথ [পূজা-৪০৭] [তথ্য]
৫. পেয়েছি সন্ধান তব অন্তর্যামী [পূজা-৪৬২] [তথ্য]
৬. নয়ন তোমারে পায় না দেখিতে [পূজা-৪৮৭, পূজা ও প্রার্থনা-৬৭] [তথ্য]
৭. তোমারে জানি নে হে [পূজা ও প্রার্থনা-৪৮] [তথ্য]
৮. কেন বাণী তব নাহি শুনি নাথ হে [পূজা-৩৯৬] [তথ্য]
৯. দেবাধিদেব মহাদেব [পূজা-৫১১] [তথ্য]
১০. ভয় হয় পাছে তব নামে [পূজা-৪৯৪] [তথ্য]
১১. এবার বুঝেছি সখা, এ খেলা কেবলই খেলা [পূজা ও প্রার্থনা ৪৯] [তথ্য]
১২. বসে আছি হে কবে শুনিব তোমার বাণী [পূজা-১৬৯] [তথ্য]
সায়ংকালীন অধিবেশনে গীত রবীন্দ্রনাথ রচিত ১৪টি গান:
১. সত্য মঙ্গল প্রেমময় তুমি [পূজা-৪৫২] [তথ্য]
২. স্বরূপ তাঁর কে জানে [পূজা ও প্রার্থনা-৪৭] [তথ্য]
৩. আনন্দ রয়েছে জাগি ভুবনে তোমার [পূজা-৪৮৫] [তথ্য]
৪. কী ভয় অভয়ধামে, তুমি মহারাজা [পূজা-৪৮৪] [তথ্য]
৫. আমরা মিলেছি আজ মায়ের ডাকে [স্বদেশ-৯] [তথ্য]
৬. তুমি জাগিছ কে [পূজা-৪৬৬] [তথ্য]
৭. আমায় ছ জনায় মিলে পথ দেখায় [পূজা ও প্রার্থনা ৩৮] [তথ্য]
৮. তোমা লাগি, নাথ, জাগি জাগি হে [পূজা-৪২৯] [তথ্য]
৯. স্বামী, তুমি এসো আজ অন্ধকার হৃদয়মাঝ [পূজা-৪১৪] [তথ্য]
১০. চাহি না সুখে থাকিতে হে [পূজা ও প্রার্থনা-৫০] [তথ্য]
১১. চিরদিবস নব মাধুরী, নব শোভা তব বিশ্বে [পূজা-৫৩৮] [তথ্য]
১২. আমার যা আছে আমি সকলই [পূজা-১৮১] [তথ্য]
১৩. আজ বুঝি আইল প্রিয়তম [পূজা ও প্রার্থনা-৫১] [তথ্য]
১৪. তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার [পূজা-৬৯] [তথ্য]