আজি শুভ শুভ্র প্রাতে কিবা শোভা দেখালে
শান্তিলোক জ্যোতির্লোক প্রকাশি।
নিখিল নীল অম্বর বিদারিয়া দিক্দিগন্তে
আবরিয়া রবি শশী তারা
পূণ্যমহিমা উঠে বিভাসি॥
পত্রিকা:
পরিবেশনা: ১১ মাঘ ১৩০৬ বঙ্গাব্দের সপ্ততিতম সাংবাৎসরিক মাঘোৎসবের প্রাতঃকালীন উপাসনায় গানটি পরিবেশিত হয়।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: গানটির স্বরলিপি পাওয়া যায় নি
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুর ও তাল:
রাগ: দেওগান্ধার (স্বরলিপি নেই)। [ [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৭]।
রাগ: দেওগান্ধার। তাল: চৌতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫১]