তত্ত্ববোধিনী পত্রিকা

 

তত্ত্ববোধিনী সভার মুখপত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্মের মুখপত্র হিসাবে এই পত্রিকা প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর তাঁর আত্মজীবনীতে এই পত্রিকার উদ্দেশ্য সম্পর্কে লিখেছেন
 

  "আমি, ভাবিলাম তত্ত্ববোধিনী সভার অনেক সভ্য কার্য্যসূত্রে পরস্পর বিচ্ছিন্নভাবে আছেন। তাঁহারা সভার কোন সংবাদই পান না, অনেক সময় উপস্থিত হইতেও পারেন না। সভায় কি হয় অনেকেই তাহা অবগত নহেন। বিশেষতঃ ব্রাহ্মসমাজে বিদ্যাবাগীশের ব্যাখ্যান অনেকেই শুনিতে পান; তাহার প্রচার হওয়া আবশ্যক। আর রামমোহন রায় জীবদ্দশায় ব্রহ্মজ্ঞান বিস্তার উদ্দেশ্যে যে সকল গ্রন্থ প্রণয়ন করেন, তাহারও প্রচার আবশ্যক। এতদ্ব্যতীত, যে সকল  বিষয়ে লোকের জ্ঞান বৃদ্ধি ও চরিত্র শোধনের সহায়তা করিতে পারে, এমন সকল বিষয়ও প্রকাশ হওয়া আবশ্যক। আমি এইরূপ চিন্তা করিয়া ১৭৬৫ শকে তত্ত্ববোধিনী পত্রিকা প্রচারের সংকল্প করি"

১৮৪৩ খ্রিষ্টাব্দের ১৬ আগষ্ট (১৭৬৫ শকাব্দ, ১ ভাদ্র)-এ এই পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল। এর চারমাস পরে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্মে দীক্ষা গ্রহণ করেন।

পত্রিকাটি ছিল মাসিক, এবং এর প্রথম সম্পাদক ছিলেন অক্ষয়কুমার দত্ত। ১৮৫৫ খ্রিষ্টাব্দে ইনি এই পত্রিকার সম্পাদক পদ থেকে ইস্তফা দেন। এরপর বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সম্পাদনায় পত্রিকাটি প্রকাশিত হয়েছে। পরবর্তীকালের সম্পাদকরা ছিলেন- সত্যেনন্দ্র্রনাথ ঠাকুর, অযোধ্যানাথ পাকড়াশী, হেমচন্দ্রবিদ্যারত্ন, দিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ও ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকার সম্পাদক ছিলেন ১৯১০ খ্রিষ্টাব্দ থেকে ১৯১৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত।

 

সূত্র :
 ব্রাহ্মসমাজ ও তত্ত্ববোধিনী পত্রিকা। বিনয় ঘোষ। বিশ্বভারতী পত্রিকা, বর্ষ ২০ সংখ্যা ১। শ্রাবণ- আশ্বিন ১৩৭০।


এই পত্রিকায় প্রকাশিত গানের তালিকা
  1. অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক'রে [পূজা-১৫৮] [তথ্য] [ফাল্গুন ১৩২২ বঙ্গাব্দ] [নমুনা]
  2. অন্ধজনে দেহো আলো মৃতজনে দেহো প্রাণ [পূজা-১১৪] [তথ্য] [ফাল্গুন ১২৯২ বঙ্গাব্দ] [নমুনা]
  3. অসীম ধন তো আছে তোমার [পূজা-৭৯] [তথ্য] [ফাল্গুন ১৩২০ বঙ্গাব্দ] [নমুনা]
  4. আজি যত তারা তব আকাশে[পূজা-৬৬] [তথ্য] [ফাল্গুন ১৩১১ বঙ্গাব্দ] [নমুনা]
  5. আনন্দ তুমি স্বামি, মঙ্গল তুমি [পূজা-২৪০] [তথ্য] [ফাল্গুন, ১৩০৯ বঙ্গাব্দ] [নমুনা]
  6. আমার কণ্ঠ তারে ডাকে [পূজা-১৫৫] [তথ্য]  [চৈত্র ১৩২৫ বঙ্গাব্দ, ১৮৪০ শকাব্দ]  [নমুনা]
  7. আমার বিচার তুমি করো তব আপন করে [পূজা-১১২] [তথ্য] [ফাল্গুন ১৩০৮ বঙ্গাব্দ] [নমুনা]
  8. আমার মিলন লাগি তুমি [পূজা-১২৮] [তথ্য] [ফাল্গুন ১৩১৬]। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  9. আমার মুখের কথা তোমার [পূজা-১০৮] [তথ্য] [ফাল্গুন ১৩২০ বঙ্গাব্দ] [নমুনা]
  10. আমার সকল রসের ধারা [পূজা-৬২] [তথ্য] [অগ্রহায়ণ ১৩২১ বঙ্গাব্দ ]
  11. আমি কেমন করিয়া জানাব [পূজা-৬৭] [তথ্য] [ফাল্গুন ১৩১৪ বঙ্গাব্দ]
  12. আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও [পূজা-৯২] [তথ্য ] [ফাল্গুন ১৩২২ বঙ্গাব্দ]।  [নমুনা]
    পুনরায় প্রকাশ [
    বৈশাখ ১৩২৯ বঙ্গাব্দ]
    । [নমুনা]
  13. এত আলো জ্বালিয়েছ এই গগনে [পূজা-৪২] [তথ্য] [বৈশাখ ১৩২১ বঙ্গাব্দ]। [নমুনা
    পুনরায় প্রকাশ [ফাল্গুন ১৮৪২ শকাব্দ (১৩২৭ বঙ্গাব্দ)]
  14. এবার আমায় ডাকলে দূরে[পূজা-৪৭] [তথ্য] [ফাল্গুন ১৩২১ বঙ্গাব্দ]
  15. কী করিলি মোহের ছলনে [পূজা ও প্রার্থনা-৭] [তথ্য] [ফাল্গুন ১২৮৯ বঙ্গাব্দ ]
  16. কোন্‌ শুভখনে উদিবে নয়নে [পূজা-১৪৫] [তথ্য] [ফাল্গুন ১৩১৫ বঙ্গাব্দ] [নমুনা]
  17. গগনের থালে রবি চন্দ্র দীপক জ্বলে [পূজা ও প্রার্থনা-১] [তথ্য [ফাল্গুন ১২৮১ বঙ্গাব্দ]
  18. গাব তোমার সুরে [পূজা-৯৭] [তথ্য] [ফাল্গুন ১৩২০ বঙ্গাব্দ] [নমুনা]
  19. চরণ ধরিতে দিয়ো গো আমার [পূজা-১০৪] [তথ্য] [ফাল্গুন ১৩২২ বঙ্গাব্দ, নমুনা] [ফাল্গুন ১৩২৮ বঙ্গাব্দ। নমুনা]
  20. জগত জুড়ে ঊদার সুরে [পূজা-১৪৪] [তথ্য] [ফাল্গুন ১৩১৬]  [নমুনা]
  21. জাগ’ জাগ’ রে জাগ’ সঙ্গীত[পূজা-২১] [তথ্য] [ফাল্গুন ১৩১৬ বঙ্গাব্দ]
  22. জীবনমরণের সীমানা ছাড়ায়ে [পূজা-১৩] [তথ্য] [ফাল্গুন ১৩৩০ বঙ্গাব্দ]
  23. তুমি বন্ধু ,তুমি নাথ, নিশিদিন তুমি আমার [পূজা-৬৯] [তথ্য][আশ্বিন ১২৯৩ বঙ্গাব্দ]
  24. তুমি যত ভার দিয়েছ সে ভার [পূজা-১০০] [তথ্য] [নমুনা]
  25. তুমি যে এসেছ মোর ভবনে [পূজা-৭৬] [তথ্য][ফাল্গুন ১৩২১ বঙ্গাব্দ]
  26. তুমি যে চেয়ে আছ আকাশ ভ'রে। [পূজা-৭৭] [তথ্য][মাঘ ১৩২১ বঙ্গাব্দ]
  27. তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে [পূজা-৭৩] [তথ্য] [ফাল্গুন ১৩২১ বঙ্গাব্দ ]
  28. তোমার দেখা পাব বলে এসেছি-যে সখা[পূজা-৪৩৩] [তথ্য][চৈত্র ১২৯২ বঙ্গাব্দ। নমুনা]
  29. তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী [পূজা-১১৩] [তথ্য] [ফাল্গুন ১২৯৪ বঙ্গাব্দ] [নমুনা]
  30. তোমারি নাম বলব নানা ছলে [পূজা-১০৫] [তথ্য] [চৈত্র ১৩২০ বঙ্গাব্দ] [নমুনা]
  31. তোমারি রাগিণী জীবনকুঞ্জে [পূজা-১০৩] [তথ্য]ফাল্গুন ১৩০৭ বঙ্গাব্দ। নমুনা]
  32. তোমারি সেবক করো হে [পূজা-১১৯] [তথ্য] [ফাল্গুন ১৩০৬ বঙ্গাব্দ] [নমুনা]
  33. তোমায় আমায় মিলন হবে ব'লে [পূজা-৩৪] [তথ্য] [ফাল্গুন ১৩২০ বঙ্গাব্দ]
  34. দাঁড়াও আমার আঁখির আগে [পূজা-১০১] [তথ্য] [ফাল্গুন ১৩১১ বঙ্গাব্দ] [নমুনা]
  35. দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে [পূজা-১৯] [তথ্য] [বৈশাখ ১৩২১ বঙ্গাব্দ]
  36. দুঃখের বরষায় চক্ষের জ্বল যেই  নামল। [পূজা-৪৮] [তথ্য] [অগ্রহায়ণ ১৩২১ বঙ্গাব্দ]
  37. দুয়ারে দাও মোরে রাখিয়া [পূজা-১১৭] [তথ্য]  [ফাল্গুন ১৩০৯ বঙ্গাব্দ] [নমুনা]
  38. ধায় যেন মোর সকল ভালোবাসা [পূজা-৯৪] [তথ্য] [ফাল্গুন ১৩২৭ বঙ্গাব্দ ১৮৪২ শকাব্দ]
  39. বরিষ ধরা-মাঝে শান্তির বারি [পূজা-১২৬] [তথ্য] [জ্যৈষ্ঠ ১২৯১ বঙ্গাব্দ] [নমুনা]
  40. বল দাও মোরে বল দাও, প্রাণে [পূজা ১১০] [তথ্য]
    • ফাল্গুন ১৩০৯। রাগিণী ভৈরবী - তাল একতালা। পৃষ্ঠা ১৬৩। [নমুনা]
    • চৈত্র ১৩১৪। পৃষ্ঠা ১৯৭-১৯৮। [নমুনা
  41. পাদপ্রান্তে রাখ সেবক [পূজা-১২৫] [তথ্য] [ফাল্গুন ১৩০২ বঙ্গাব্দ] [নমুনা]
  42. প্রভু আমার প্রিয় আমার [পূজা-৬৮] [তথ্য][চৈত্র ১৩১৭ বঙ্গাব্দ]
  43. প্রভু, তোমার বীণা যেমনি বাজে। [পূজা-৩৫] [তথ্য] [ফাল্গুন ১৩২০ বঙ্গাব্দ] [নমুনা]
  44. প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে [পূজা-১০৯] [তথ্য] [শ্রাবণ ১৩১৯ বঙ্গাব্দ] [নমুনা]
  45. বরিষ ধরা-মাঝে শান্তির বারি [পূজা-১২৬] [তথ্য]
  46. বাজাও আমারে বাজাও [পূজা-৯৯] [তথ্য] [ফাল্গুন ১৩২০ বঙ্গাব্দ] [নমুনা]
  47. বীণা বাজাও হে মম অন্তরে [পূজা-৪০৯] [তথ্য] [নমুনা]
  48. ভয় হতে তব অভয়মাঝে [পূজা-১২৪] [তথ্য] [নমুনা]
  49. ভুবনেশ্বর হে মোচন কর’ বন্ধন সব মোচন কর’ হে [পূজা-১২২] [তথ্য] [ইমন ভূপালী-একতালা] [নমুনা]
  50. মোর প্রভাতের এই প্রথম খনের কুসুমখানি [পূজা-৪০] [তথ্য] [ফাল্গুন ১৩২২ বঙ্গাব্দ]
  51. মোর হৃদয়ের গোপন বিজন ঘরে। [পূজা-৩৯] [তথ্য] [ফাল্গুন ১৩২১ বঙ্গাব্দ] [নমুনা]
  52. যদি আমায় তুমি বাঁচাও [পূজা-৮০] [তথ্য] [চৈত্র ১৩১৭ বঙ্গাব্দ, ১৮৩২ শকাব্দ]
  53. যদি এ আমার হৃদয়দুয়ার [পূজা-১০২] [তথ্য] (ফাল্গুন ১৩০৯ বঙ্গাব্দ, ১৮২৪ শকাব্দ) [নমুনা]
  54. লুকিয়ে আস আঁধার রাতে [পূজা-৯০] [তথ্য]
    • ফাল্গুন ১৮৩৫ শকাব্দ, ১৩২০ বঙ্গাব্দ] [নমুনা]
    • চৈত্র ১৩২০ সংখ্যা। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল। পৃষ্ঠা: ২৫৮।
  55. শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়। [পূজা-৩৭] [তথ্য] [পৌষ ১৩২১ বঙ্গাব্দ]
  56. সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে [পূজা-১০৭] [তথ্য] [ফাল্গুন ১৩০৯ বঙ্গাব্দ]
  57. সন্ধ্যা হল গো- ও মা, সন্ধ্যা হল [পূজা-১৬০] [তথ্য] [ফাল্গুন ১৩২৮। পৃষ্ঠা: ২৭৩] [নমুনা]
  58. সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর [পূজা-৬৫] [তথ্য] [চৈত্র ১৩১৭ বঙ্গাব্দ] [নমুনা]
  59. হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ [পূজা-৮৫] [তথ্য] [চৈত্র ১৩১৭ বঙ্গাব্দ ] [নমুনা]