গগনের থালে রবি চন্দ্র দীপক জ্বলে,
তারকামণ্ডল চমকে মোতি রে॥
ধূপ মলয়ানিল, পবন চামর করে,
সকল বনরাজি ফুলন্ত জ্যোতি রে॥
কেমন আরতি, হে ভবখণ্ডন, তব আরতি–
অনাহত শব্দ বাজন্ত ভেরী রে॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
পাঠভেদ:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
ভাঙাগান (অনূদিত
গান): এই গানটি অনুবাদকৃত শিখভজন।
মূল ভজনটির বেশ কয়েকটি পাঠ আছে। স্বরবিতান-৬৪-তে মুদ্রিত পাঠ অনুসারে- নিচে এই
পাঠগুলো তুলে ধরা হলো।
শতগান (১৩০৭) গ্রন্থে সরলাদেবী চৌধুরানী-কৃত স্বরলিপির সাথে
মুদ্রিত পাঠ নিচে দেওয়া হলো—
গান-৭২
শিখ্ভজন-ঝাঁপতাল
গগনোমে থাল, রবি চন্দ্র দীপক বনি,
তারকামণ্ডল জনক মোতিরে!
ধূপ মলয়ানিল পবন চঙর করে,
সগল বনরাজি ফুলন্ত জ্যোতিরে!
ক্যায়সি আরতি হরি হো ভবখণ্ডম
তেরি আরতি!
অনাহত শবদ বাজন্ত
ভেরী রে॥
[
শতগান,
১৩০৭ বঙ্গাব্দ।
সুবর্ণ সংস্করণ, ১৪১৮। পৃষ্ঠা: ২৫৯-২৬০]
ব্রহ্মসঙ্গীত [(দ্বাদশ সংস্করণ)। কলিকাতা; ব্রাহ্মসমাজ, মাঘ ১৩৫৬। পৃ. ৫৮৮]-এ
মুদ্রিত পাঠ—
গগনময়্ থাল, রবি চন্দ্র দীপক বনে,
তারকা-মণ্ডল জনক মোতি ।
ধূপ মলয়ানিলো, পৱন চৱঁরো করে,
সকল বনরাই ফুলন্ত জ্যোতি
॥
ক্যায়্সী আরতি হোৱে ভৱখণ্ডনা তেরী আরতি,
অনাহত শব্দ বাজন্ত
ভেরী
॥
রূপান্তর [রবীন্দ্ররচনাবলী ষোড়শ খণ্ড, সুলভ সংস্করণ। কলিকাতা; বিশ্বভারতী, ১৪০৭।
পৃ. ১৯৫]-এ মুদ্রিত পাঠ-
গগন মৈ থালু, রবি চন্দু দীপক বনে,
তারিকামণ্ডল জনক মোতী
॥
ধূপু মলআনলো, পৱণু চৱরো করে,
সগল বনরাই ফুলন্ত জ্যোতী॥
কৈসী তেরী আরতী।
অনাহত সবদ বাজন্ত
ভেরী
॥
—নানক
: গুরুগ্রন্থসাহেব
শতগান (১৩০৭) গ্রন্থে ঈষৎ ভিন্ন পাঠ ও সরলাদেবী চৌধুরানী-কৃত সংখ্যামাত্রিক মূল স্বরলিপি উদ্ধৃত করা হলো-
গগনোমে থাল রবিচন্দ্র দীপক বনি,
তারকামণ্ডল জনক মোতিরে!
ধূপ মলয়ানিল পবন চঙর করে,
সগল বনরাজি ফুলন্ত জ্যোতিরে!
ক্যায়সি আরতি হুয়ি হে ভবখণ্ডন
তেরী আরতি!
অনাহত শবদ বাজন্ত
ভেরীরে!
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন।
সুর ও তাল:
রাগ:
জয়জয়ন্তী।
[স্বরবিতান চতুঃষষ্টিতম
খণ্ড]
[জয়জয়ন্তী
রাগে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
তাল:
ঝাঁপতাল।
[স্বরবিতান চতুঃষষ্টিতম
খণ্ড]
[ঝাঁপতালে
নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
রাগ ও অঙ্গ : পাঞ্জাবী (জয়জয়ন্তী)। তাল: ঝাঁপতাল [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।] পৃষ্ঠা: ৪৮।
রাগ: দেশ। তাল: ঝাঁপতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৮৭।
বিষয়াঙ্গ: ভক্তি (ব্রহ্মসঙ্গীত)।
[রবীন্দ্রনাথের
রচিত ব্রহ্মসঙ্গীতের তালিকা]
সুরাঙ্গ:
ধ্রুপদাঙ্গ
[রবীন্দ্রনাথের
ধ্রুপদাঙ্গের গানের তালিকা]
গ্রহস্বর: রা।
লয়: মধ্যলয়।