মাঘোৎসব পঞ্চচত্বারিংশ (৪৫)
মঙ্গলবার, ১১মাঘ ১২৮১ বঙ্গাব্দ [২৫ জানুয়ারি ১৮৭৫ খ্রিষ্টাব্দ]

এই উৎসবের সকালের অনুষ্ঠানটি হয়েছিল ব্রাহ্মসমাজ মন্দিরে। এই অনুষ্ঠানে বক্তৃতা করেছিলেন আনন্দচন্দ্র বেদান্তবাগীশ। সন্ধ্যায় দেবেন্দ্রনাথ ঠাকুরের বাসভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তৃতা করেছিলেন ভৈরবচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বেচারাম চট্টোপাধ্যায় ও রাজনারায়ণ বসু।

উভয় বেলার অনুষ্ঠানে পরিবেশিত ১০টি গানের ভিতর ৭টি গান রচনা করেছিলেন দেবেন্দ্রনাথের তিন পুত্র। এর ভিতরে ৪টি দ্বিজেন্দ্রনাথ, ২টি জ্যোতিরিন্দ্রনাথ এবং ১টি রবীন্দ্রনাথের রচিত বা অনূদিত। বাকি তিনটি গানের রচয়িতার নাম পাওয়া যায় নাই। নিচে গানগুলোর তালিকা দেওয়া হলো।

পঞ্চমবাহার-ধামাল। প্রথম সমাজে আজু মহোৎসব [রচয়িতা অজ্ঞাত]
ভৈরব-সুরফাঁকতাল। সব দুঃখ দূর হইল তোমারে দেখি [দ্বিজেন্দ্রনাথ ঠাকুর]
ভৈরবী-কাওয়ালি। অকূল ভব সাগরে তারহে [দ্বিজেন্দ্রনাথ ঠাকুর]
জয়জয়ন্তী-ঝাঁপতাল।  
গগনের থালে রবি চন্দ্র দীপক জ্বলে [রবীন্দ্রনাথ ঠাকুর] [পূজা ও প্রার্থনা-১] [তথ্য]

গারা-কাওয়ালি। কি মধুর তব করুণা প্রভো [জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর]
দেশ-কাওয়ালি। পরমেশ্বর একতুহি ভ্রে প্রাণ [রচয়িতা অজ্ঞাত]
নারায়ণী-জৎ। ভজোরে, ভজরে ভব-খণ্ডন
[দ্বিজেন্দ্রনাথ ঠাকুর]
রাজবিজয়ী-সুরফাঁকতাল। নিখিল-ভুবন-পতি, পরম-গতি ব্রহ্ম
[রচয়িতা অজ্ঞাত]
কেদারা-চৌতাল। এক প্রথম জ্যোতি, অতি শুভ্র পরম [দ্বিজেন্দ্রনাথ ঠাকুর]
বেহাগ-চৌতাল। ওহে দীনবন্ধু, প্রেমসিন্ধু, তুমি প্রাণেশ্বর
[জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর]

    সূত্র: রবিজীবনী। প্রথম খণ্ড। প্রশান্তকুমার পাল। ভূর্জপত্র, কলিকাতা। ১৩৮৯, ১ বৈশাখ। পৃষ্ঠা: ২৪৯-৫০।

উল্লেখ্য উপরের তালিকায় নির্দেশিত ' গগনের থালে রবি চন্দ্র দীপক জ্বলে' [পূজা ও প্রার্থনা-১] [তথ্য] গানটি ছিল রবীন্দ্রনাথ-কৃত একটি শিখভজন। গানটি সন্ধ্যাবেলার উপাসনায় পরিবেশিত হয়েছিল।