যদি এ আমার হৃদয়দুয়ার বন্ধ রহে গো কভু
দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে,ফিরিয়া যেয়ো না প্রভু ॥
যদি কোনো দিন এ বীণার তারে তব প্রিয়নাম নাহি ঝঙ্কারে
দয়া ক'রে তবু রহিয়ো দাঁড়ায়ে, ফিরিয়া যেয়ো না প্রভু ॥
যদি কোনো দিন তোমার আহ্বানে সুপ্তি আমার চেতনা না মানে
বজ্রবেদনে জাগায়ো আমারে, ফিরিয়া যেয়ো না প্রভু।
যদি কোনো দিন তোমার আসনে আর-কাহারেও বসাই যতনে,
চিরদিবসের হে রাজা আমার, ফিরিয়া যেয়ো না প্রভু॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপিতে গানটি পাওয়া যায় নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও
স্থান:
১৩০৮
বঙ্গাব্দের আষাঢ় মাসে, 'আদি
ব্রহ্মসমাজ যন্ত্র'
থেকে
রবীন্দ্রনাথের নৈবেদ্য প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থের ৫ম গান হিসাবে অন্তর্ভুক্ত
হয়েছিল। গ্রন্থটি প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথের ৪০ বৎসর ২ মাস বয়সে।
[রবীন্দ্রনাথের
৪০ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
বিচিত্রা, যাদবপুর বিশ্ববিদ্যালয়।