নৈবেদ্য
রবীন্দ্রনাথের রচিত কাব্যগ্রন্থ। এটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল ১৩০৮ বঙ্গাব্দে (১৯০১ খ্রিষ্টাব্দ)। কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন তাঁর পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরকে।  গ্রন্থটির মূল্য ছিল ১ টাকা। প্রচ্ছদ

নাম ও প্রকাশনা
উৎসর্গ

অমল কমল সহজে জলের কোলে [পূজা-৩২৫] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
অল্প লইয়া থাকি, তা [পূজা-৫৯৫] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
আঁধারে আবৃত ঘন সংশয়  [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
আঁধার আসিতে রজনীর দীপ [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
আজি হেমন্তের শান্তি ব্যাপ্ত [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
আবার আমার হাতে বীণা দাও [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
আমার এ ঘরে আপনার করে  [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
এ আমার শরীরের শিরায় শিরায় [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
কাব্যের কথা বাধা পড়ে যথা [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
কারে দূর নাহি কর [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
কালি হাস্যে পরিহাস গানে আলোচনে [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
ক্রমে ম্লান হয়ে আসে [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
ঘাটে বসে আছি আনমনা [পূজা-১৭৪] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
জীবনে আমার যত আনন্দে [পূজা-৪৯৮] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
তখন করিনি নাথ কোন আয়োজন [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
তুমি তবে এস নাথ [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
তোমার অসীমে প্রাণমন লয়ে [পূজা-৫৯৬] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
তোমার পতাকা যারে দাও  [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
তোমার ভুবনমাঝে ফিরি মুগ্ধসম [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
তোমারি রাগিণী জীবনকুঞ্জে  [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
দেহে আর মনে প্রাণে [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
নির্জ্জন শয়ন মাঝে কালি রাত্রিবেলা [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
নিশীথশয়নে ভেবে রাখি মনে, ওগো অন্তরযামী [তথ্য] [নমুনা প্রথমাংশ, শেষাংশ]
পাঠাইলে আজি মৃত্যুর দূত [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
প্রতিদিন আমি, হে জীবনস্বামী [তথ্য] [নমুনা প্রথমাংশ, শেষাংশ]
প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর [পূজা-১৭৭] [তথ্য] [নমুনা প্রথমাংশ, শেষাংশ]
বুঝেও আমি বুঝেছি তোমারে [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয় [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
ভক্ত করিছে প্রভুর চরণে জীবনসমর্পণ [পূজা-৩০১] [তথ্য] [নমুনা প্রথমাংশ, শেষাংশ]
মধ্যাহ্ন নগর মাঝে পথ হতে [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
মাঝে মাঝে কতবার ভাবি [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
যদি এ আমার হৃদয়দুয়ার [পূজা-১০২] [তথ্য] [নমুনা প্রথমাংশ, শেষাংশ]
যারা কাছে আছে তারা কাছে থাক্ [পূজা-৩৬৯] [তথ্য] [নমুনা প্রথমাংশ, শেষাংশ]
সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে [পূজা-১০৭] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
সংসার যবে মন কেড়ে লয় [পূজা-৪৭৯] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
সকল গর্ব দূর করি দিব [পূজা-৫১৫] [তথ্য]  [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

এই গ্রন্থটির ১৭টি কবিতাকে রবীন্দ্রনাথ সুরারোপ করে গানে রূপান্তর করেন। এই গানগুলো হলো-

  1. অমল কমল সহজে জলের কোলে [পূজা-৩২৫] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  2. অল্প লইয়া থাকি, তা [পূজা-৫৯৫] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  3. আমার এ ঘরে আপনার করে  [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  4. ঘাটে বসে আছি আনমনা [পূজা-১৭৪] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  5. জীবনে আমার যত আনন্দে [পূজা-৪৯৮] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  6. তোমার অসীমে প্রাণমন লয়ে [পূজা-৫৯৬] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  7. তোমার পতাকা যারে দাও  [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  8. তোমারি রাগিণী জীবনকুঞ্জে [পূজা-১০৩] [তথ্য] নমুনা প্রথমাংশ] [শেষাংশ]
  9. নিশীথশয়নে ভেবে রাখি মনে, ওগো অন্তরযামী [তথ্য] [নমুনা প্রথমাংশ, শেষাংশ]
  10. প্রতিদিন আমি, হে জীবনস্বামী [পূজা-১৭৯] [তথ্য][নমুনা প্রথমাংশ] [শেষাংশ]
  11. প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর [পূজা-১৭৭] [তথ্য] [নমুনা প্রথমাংশ, শেষাংশ]
  12. ভক্ত করিছে প্রভুর চরণে জীবনসমর্পণ [পূজা-৩০১] [তথ্য] [নমুনা প্রথমাংশ, শেষাংশ]
  13. যদি এ আমার হৃদয়দুয়ার [পূজা-১০২] [তথ্য] [নমুনা প্রথমাংশ, শেষাংশ]
  14. যারা কাছে আছে তারা কাছে থাক্ [পূজা-৩৬৯] [তথ্য] [নমুনা প্রথমাংশ, শেষাংশ]
  15. সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে [পূজা-১০৭] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  16. সংসার যবে মন কেড়ে লয় [পূজা-৪৭৯] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  17. সকল গর্ব দূর করি দিব [পূজা-৫১৫] [তথ্য]  [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]

পৃথক গ্রন্থাকারে প্রকাশের পর এটি বেশ কয়েকটি গ্রন্থসংকলনের অন্তরভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। যেমন-