বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
নিশীথশয়নে ভেবে রাখি মনে, ওগো অন্তরযামী
পাঠ ও পাঠভেদ:
নিশীথশয়নে ভেবে রাখি মনে, ওগো অন্তরযামী,
প্রভাতে প্রথম নয়ন মেলিয়া তোমারে হেরিব আমি
ওগো অন্তরযামী ॥
জাগিয়া বসিয়া শুভ্র আলোকে তোমার চরণে নমিয়া পুলকে
মনে ভেবে রাখি দিনের কর্ম তোমারে সঁপিব স্বামী
ওগো অন্তরযামী ॥
দিনের কর্ম সাধিতে সাধিতে ভেবে রাখি মনে মনে
কর্ম-অন্তে সন্ধ্যাবেলায় বসিব তোমারি সনে।
দিন-অবসানে ভাবি ব'সে ঘরে তোমার নিশীথবিরামসাগরে
শ্রান্ত প্রাণের ভাবনা বেদনা নীরবে যাইবে নামি
ওগো অন্তরযামী ॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি দেখা সম্ভব হয় নি।
পাঠভেদ: স্বরবিতান-২২ এর ৮৪ পৃষ্ঠায় মুদ্রিত পাঠভেদ অনুসারে নিচের পাঠভেদটি দেখানো হলো।
ভেবে রাখি
মনে মনে......
দিন-অবসানে
ভাবি ব'সে : ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি
২ (মাঘ ১৩১২)
ক্ষণে ক্ষণে
ভাবি মনে ....
দিন-অবসানে
ভাবি ব'সে : গীতবিতান (আশ্বিন
১৩৩৮)
তথ্যানুসন্ধান
ক.
রচনাকাল ও স্থান:
১৩০৮
বঙ্গাব্দের আষাঢ় মাসে, 'আদি
ব্রহ্মসমাজ যন্ত্র'
থেকে রবীন্দ্রনাথের নৈবেদ্য
প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থের তৃতীয় গান হিসাবে অন্তর্ভুক্ত
হয়েছিল। গ্রন্থটি প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথের ৪০ বৎসর ২ মাস বয়সে।
[রবীন্দ্রনাথের
৪০ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। বাগেশ্রী-তেওরা। পৃষ্ঠা: ৩৮৪-৩৮৫] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, নৈবেদ্য (১৩০৮ বঙ্গাব্দ) থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৯৮-১৯৯] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮), পর্যায়: পূজা, উপবিভাগ: সাধনা ও সংকল্প: ৪, পৃষ্ঠা: ৭৭-৭৮। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০), পূজা ১৭৮, উপ-বিভাগ : সাধনা ও সংকল্প: ৪।
প্রথম সংস্করণ [আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, আষাঢ় ১৩০৮ বঙ্গাব্দ। ৩ সংখ্যক কবিতা। পৃষ্ঠা: ৩-৪] [নমুনা প্রথমাংশ] [শেষাংশ]
রবীন্দ্ররচনাবলী অষ্টম খণ্ড [বিশ্বভারতী, ফাল্গুন ১৩৯২। প্রথম কবিতা। তৃতীয় কবিতা। পৃষ্ঠা: ৯।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি দ্বিতীয় ভাগ (১১ মাঘ ১৩১২ বঙ্গাব্দ)। বাগেশ্রী-তেওড়া। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান দ্বাবিংশ (২২) খণ্ডের ১৯ সংখ্যক গান। পৃষ্ঠা ৫৩। [নমুনা]
পত্রিকা:
সঙ্গীত প্রকাশিকা, (বৈশাখ ১৩১২ বঙ্গাব্দ)। বাগেশ্রী-তেওরা। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
প্রকাশের
কালানুক্রম: ১৩০৮
বঙ্গাব্দে 'নৈবেদ্য' কাব্যগ্রন্থের তৃতীয় কবিতা হিসেবে অন্তর্ভুক্ত হয়ে
প্রকাশিত হয়েছিল।
১৩১০ বঙ্গাব্দে
কাব্য-গ্রন্থ, ষষ্ঠ খণ্ডে
গানটি
'নৈবেদ্য' অংশে স্থান পেয়েছিল। এরপরএরপর
১৩১১ বঙ্গাব্দের ১১ মাঘ [মঙ্গলবার,২৪
জানুয়ারি ১৯০৫ খ্রিষ্টাব্দ],
পঞ্চসপ্ততিতম (৭৫) সাংবৎসরিক মাঘোৎসব
অনুষ্ঠিত হয়।
এই উৎসবে এই
গানটিসহ রবীন্দ্রনাথের রচিত ৮টি গান পরিবেশিত হয়েছিল। এই
অনুষ্ঠানের বিষয়সহ গানটি প্রকাশিত হয়ে ছিল
তত্ত্ববোধিনী পত্রিকার 'ফাল্গুন ১৩১১ বঙ্গাব্দ'
সংখ্যায়। সঙ্গীত
প্রকাশিকা পত্রিকার 'বৈশাখ ১৩১২
বঙ্গাব্দ'
সংখ্যায়
কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল। এসকল গ্রন্থাদির পরে
'গান'
নামক গ্রন্থের প্রথম সংস্করণ
(১৩১৫
বঙ্গাব্দ) এবং
দ্বিতীয় সংস্করণ
(১৩১৬
বঙ্গাব্দ,
ধর্ম্মসঙ্গীত
(১৩২১ বঙ্গাব্দ) ও
কাব্যগ্রন্থ সপ্তম খণ্ড
(১৩২৩ বঙ্গাব্দ)-এ প্রকাশিত হয়েছিল।
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণে গানটি প্রথম অন্তর্ভুক্ত
হয়েছিল। এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ
প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের
মাঘ মাসে। এই সংস্করণে গানটি
অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা
(উপবিভাগ:
সাধনা ও সংকল্প-
৪)।
১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড
গীতবিতানের
পূজা
পর্যায়ের ১৭৮ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত
হয়েছিল। গানটি একইভাবে অখণ্ড গীতাবিতানের
তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
রাগ: বাগেশ্রী-বাহার। তাল: তেওরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।] পৃষ্ঠা: ৬৩।
রাগ: বাগেশ্রী। তাল: তেওরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ১০৯।