মাঘোৎসব পঞ্চসপ্ততিতম (৭৫)
মঙ্গলবার, ১১ মাঘ ১৩১১ বঙ্গাব্দ [২৪ জানুয়ারি ১৯০৫ খ্রিষ্টাব্দ]।

১৩১১ বঙ্গাব্দের ৬ই মাঘ মহর্ষি দেবেন্দ্রনাথের মৃত্যু হয়। এই কারণে আদি ব্রাহ্মসমাজ এই বৎসরে মাঘোৎসব না করার সিদ্ধান্ত গ্রহণ করে। শেষ পর্যন্ত যথারীতি ১১ই মাঘ এই উৎসবের ব্যবস্থা করা হয়েছিল।

এই উৎসবে দুটি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের দুটি এবং রবীন্দ্রনাথের রচিত ৮টি গান পরিবেশিত হয়।  রবীন্দ্রনাথের রচিত গানগুলির ভিতর 'শক্তি হের তাঁর' গানটি এই উৎসব উপলক্ষেই  রচিত হয়েছিল। নিচে রবীন্দ্রনাথের রচিত ৮টি গানের তালিকা তুলে ধরা হলো।

১. শক্তিরূপ হেরো তাঁর [পূজা-৪৫৬] [তথ্য]
২. আমার মন তুমি, নাথ,লবে হ'রে [পূজা-১৭৩] [তথ্য]
৩. গরব মম হরেছ, প্রভু , দিয়েছ বহু লাজ [পূজা-৪৯৩] [তথ্য]
৪. নিশীথশয়নে ভেবে রাখি মনে, ওগো অন্তরযামী [পূজা-১৭৮] [তথ্য]
৫. সকল গর্ব দূর করি দিব [পূজা-৫১৫] [তথ্য]
৬. যে-কেহ মোরে দিয়েছ সুখ দিয়েছ তাঁরি পরিচয় [পূজা-৪৯৬] [তথ্য]
৭. দাঁড়াও আমার আঁখির আগে [পূজা-১০১] [তথ্য]]
৮. আজি যত তারা তব আকাশে [গান-৭৭] [তথ্য]