বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
যে-কেহ মোরে দিয়েছ সুখ দিয়েছ
তাঁরি পরিচয়,
পাঠ ও পাঠভেদ:
যে-কেহ মোরে দিয়েছ সুখ দিয়েছ তাঁরি পরিচয়,
সবারে আমি নমি।
যে-কেহ মোরে দিয়েছ দুখ দিয়েছ তাঁরি পরিচয়,
সবারে আমি নমি ॥
যে কেহ মোরে বেসেছ ভালো জ্বেলেছ ঘরে তাঁহারি আলো,
তাঁহারি মাঝে সবারি আজি পেয়েছি আমি পরিচয়,
সবারে আমি নমি ॥
যা-কিছু কাছে এসেছে, আছে, এনেছে তাঁরে প্রাণে,
সবারে আমি নমি।
যা-কিছু দূরে গিয়েছে ছেড়ে টেনেছে তাঁরি পানি,
সবারে আমি নমি।
জানি বা আমি নাহি বা জানি, মানি বা আমি নাহি বা মানি,
নয়ন মেলি নিখিলে আমি পেয়েছি তাঁরি পরিচয়,
সবারে আমি নমি ॥
পাণ্ডুলিপির পাঠ: [RBVBMS 426 (ii)] [নমুনা প্রথমাংশ, শেষাংশ]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
RBVBMS 426 (ii)
পাণ্ডুলিপিতে লিখিত গানটির
নিচে রচনার স্থান ও তারিখ উল্লেখ আছে-
'২৬শে
জ্যৈষ্ঠ/১৩১১। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৩ বৎসর ২ মাস।
[৪৩ বৎসর
অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
গান, ব্রহ্মসঙ্গীত। (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। পৃষ্ঠা: ৩৪৪।
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ২৩৮-২৩৯] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, ১৩৮০) প্রেম: ৪৯৬, উপবিভাগ: বিবিধ-১২০। পৃষ্ঠা: । [নমুনা: ]
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি দ্বিতীয় ভাগ (১১ মাঘ ১৩১২ বঙ্গাব্দ), কাফি-তেওড়া। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান দ্বাবিংশ (২২) খণ্ডের ২৩ সংখ্যক গান, পৃষ্ঠা ৬২।
পত্রিকা::
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৮২৬ শকাব্দ ১৩১১ বঙ্গাব্দ)। পৃষ্ঠা ১৮২।
বঙ্গদর্শন (শ্রাবণ ১৩১১ বঙ্গাব্দ)। শিরোনাম-নমস্কার। পৃষ্ঠা ২০৯-১০।
রেকর্ডসূত্র: নাই।
প্রকাশের
কালানুক্রম:
গানটি ১৩১১
বঙ্গাব্দের মাঘোত্সবে গানটি প্রথম গীত হয়েছিল।
গানটি
রবীন্দ্রনাথের ৪৩ বৎসর ৫ মাস বয়সে প্রথম প্রকাশিত হয়েছিল।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি:
স্বরলিপিকার: কালীচরণ সেন।
সুর ও তাল:
স্বরবিতান দ্বাবিংশ
(২২) খণ্ডের (
বঙ্গাব্দ)
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের
নাম হিসেবে উল্লেখ রয়েছে
যথাক্রমে
কাফি ও তেওরা।
[ তালে নিবদ্ধ
রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
রাগ:
কাফি। তাল:
তেওরা।
[রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬],
পৃষ্ঠা ৭৬।
[পরজ সুরে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
রাগ: কাফি। তাল: তেওরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা ১৩১।
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ।
গ্রহস্বর: সা।
লয়: ঈষৎ দ্রুত।