বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: আমার মন তুমি নাথ লবে হ'রে
পাঠ ও পাঠভেদ:

আমার মন তুমি, নাথ, লবে হ'রে

আমি আছি বসে সেই আশা ধরে

নীলাকাশে ওই তারা ভাসে,   নীরব নিশীথে শশী হাসে,

আমার দু নয়নে বারি আসে ভরে—  আছি আশা ধরে

স্থলে জলে তব ধূলিতলে,   তরুলতা তব ফুলে ফলে,

নরনারীদের প্রেমডোরে,

নানা দিকে দিকে নানা কালে নানা সুরে সুরে নানা তালে

নানা মতে তুমি লবে মোরে— আছি আশা ধরে

মন তুমি, নাথ, লবে হ'রে
আছি বসে সেই আশা ধরে ॥

নীলাকাশে ওই তারা ভাসে
,  
       
নীরব নিশীথে শশী হাসে,
         দু' নয়নে বারি আসে ভরে'
                বসে  আছি আশা ধরে

স্থলে জলে তব ধূলিতলে,  
তরুলতা তব ফুলে ফলে
,
       
নরনারীদের প্রেমডোরে—
নানা দিকে দিকে, নানা কালে

নানা সুরে সুরে, নানা তালে
    নানা মতে তুমি লবে মোরে—
    বসে আছি আশা ধরে

 

এছাড়া 'গান' নামক গ্রন্থের দ্বিতীয় সংস্করণ (১৩১৬ বঙ্গাব্দ, ১৯০৯ খ্রিষ্টাব্দ)  ব্রহ্মসঙ্গীত অংশে গানটি ৩৬৩-৩৬৪ [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]এবং ৩৮৩ পৃষ্ঠাসহ [নমুনা] মোট দুটি স্থানে মুদ্রিত হয়েছে। দুটি নমুনার ভিতরে পাঠভেদ লক্ষ্য করা যায়। কাব্যাগ্রন্থ  অষ্টম ও দশম খণ্ডের পাঠ 'গান' নামক গ্রন্থের দ্বিতীয় সংস্করণের অনুরূপ।