স্বরবিতান-২২

 

এই গ্রন্থের শ্রাবণ ১৪১০ মুদ্রণের ৭১ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো।

 

   স্বরবিতান দ্বাবিংশ খণ্ড প্রকাশিত হয় ফাল্গুন ১৩৫৮ সালে। এই গ্রন্থের সম্পাদনা করেন ইন্দিরাদেবী চৌধুরানী।
‘আদি ব্রাহ্মসমাজের অন্যতম গায়ক’ কাঙ্গালীচরণ সেন –প্রণিত ‘ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি’র ছয় ভাগে (বাংলা ১৩১১-১৩১৮) রবীন্দ্রনাথের বহু ব্রহ্মসংগীতের স্বরলিপি মুদ্রিত হয়। উক্ত গ্রন্থের প্রথম ভাগ হইতে ৪৬টি এবং দ্বিতীয় ভাগ হইতে ৪টি সংকলন ও সম্পাদনা করিয়া ১৩৪৬ চৈত্রে বিশ্বভারতী-কর্তৃক স্বরবিতানের চতুর্থ খণ্ড প্রকাশিত হয়। বর্তমান দ্বাবিংশ খণ্ডে ২৫টি গানের স্বরলিপি সংকলিত – পূর্বে ‘ব্রহ্মসংগীত-স্বরলিপি’র দ্বিতীয় খণ্ডে প্রকাশিত হইয়াছিল। ‘ব্রহ্মসংগীত-স্বরলিপি’র দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠভাগে রবীন্দ্রনাথের অন্য যে-সব গানের স্বরলিপি আছে তাহাও স্বরবিতানের পরবর্তী খণ্ডগুলিতে প্রকাশিত।

   এই গ্রন্থের অন্তর্ভুক্ত গানগুলির সুরভেদ, ছন্দোভেদ, পাঠভেদ ও প্রকাশকাল সম্পর্কে এ যাবৎ সংগৃহীত তথ্য বর্তমান সংস্করণে (আশ্বিন ১৩৮০) সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যাদি সংগ্রহ ও সংকলন করিয়াছেন শ্রীপ্রফুল্লকুমার দাস।

 

   স্বরবিতান  দ্বাবিংশ খণ্ড। ১৩৫৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। ১৩৮০ বঙ্গাব্দের শ্রাবণ মাসে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। গ্রন্থটির সম্পাদনা  করেছিলেন ইন্দিরাদেবী চৌধুরানী। এতে মোট ২৫টি গানের স্বরলিপি গৃহীত হয়েছে।

আশ্বিন ১৩৮৪

 

গানের সূচি

আছ অন্তরে চিরদিন, তবু কেন কাঁদি [পূজা-৪২২] [তথ্য]  [নমুনা]
আজি কোন্ ধন হতে বিশ্বে আমারে [পূজা-২৫১] [তথ্য] [নমুনা]
আজি যত তারা তব আকাশে [পূজা-৬৬] [তথ্য] [নমুনা]
আমায় ছ জনায় মিলে পথ দেখায় [পূজা ও প্রার্থনা ৩৮] [তথ্য] [নমুনা]
আমার মন তুমি, নাথ, লবে হরে [পূজা-১৭৩] [তথ্য] [নমুনা]
আমি কী বলে করিব নিবেদন [পূজা-৪৭৮] [তথ্য] [নমুনা]
আর কত দূরে আছে সে আনন্দধাম [পূজা-৪১৬] [তথ্য] [নমুনা]
গরব মম হরেছ, প্রভু,দিয়েছ বহু লাজ[পূজা-৪৯৩] [তথ্য] [নমুনা]
চিরদিবস নব মাধুরী, নব শোভা তব বিশ্বে [পূজা-৫৩৮] [তথ্য] [নমুনা]
জরজর প্রাণে,নাথ [পূজা-৫১৩] [তথ্য] [নমুনা]
ডাকিছ কে তুমি তাপিত জনে তাপহরণ স্নেহকোলে [পূজা-৪২৪] [তথ্য] [নমুনা]
তাঁহারে আরতি করে চন্দ্র তপন [পূজা-৪৭৫] [তথ্য] [নমুনা]
তোমা লাগি, নাথ, জাগি জাগি হে [পূজা-৪২৯] [তথ্য] [নমুনা]
তোমারি নামে নয়ন মেলিনু [পূজা-৫০৫] [তথ্য] [নমুনা]
তোমারি মধুর রূপে ভরেছ ভুবন [পূজা-৫২৭] [তথ্য] [নমুনা]
দাঁড়াও আমার আঁখির আগে [পূজা-১০১] [তথ্য] [নমুনা]
নাথ হে প্রেমপথে সব [পূজা-৪১৮] [তথ্য] [নমুনা]
নিত্য নব সত্য তব শুভ্র আলোকময় [পূজা-৩৯০] [তথ্য] [নমুনা]
নিশীথশয়নে ভেবে রাখি মনে, ওগো অন্তরযামী [পূজা-১৭৮] [তথ্য] [নমুনা]
পূর্ণ-আনন্দ পূর্ণমঙ্গলরূপে হৃদয়ে এসো [পূজা-৪১৯] [তথ্য] [নমুনা]
প্রভু, খেলেছি অনেক খেলা [পূজা ও প্রার্থনা -৬২] [তথ্য]  [নমুনা]
বহে নিরন্তর অনন্ত আনন্দধারা [পূজা-৩২৪] [তথ্য] [নমুনা]
ভয় হতে তব অভয়মাঝে [পূজা-১২৪] [তথ্য] [নমুনা]
যে-কেহ মোরে দিয়েছ সুখ দিয়েছ তাঁরি পরিচয় [পূজা-৪৯৬] [তথ্য] [নমুনা]
শক্তিরূপ হেরো তাঁর [পূজা-৪৫৬] [তথ্য] [নমুনা]