বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম:
চিরদিবস নব মাধুরী, নব শোভা তব বিশ্বে

পাঠ ও পাঠভেদ:

                  ৫৩৮

চিরদিবস নব মাধুরী, নব শোভা তব বিশ্বে-

নব কুসুমপল্লব, নব গীত, নব আনন্দ

নব জ্যোতি বিভাসিত, নব প্রাণ বিকাশিত

         নবপ্রীতিপ্রবাহহিল্লোল

চারি দিকে চিরদিন নবীন লাবণ্য,

        তব প্রেমনয়নছটা।

হৃদয়স্বামী, তুমি চিরপ্রবীণ,

তুমি চিরনবীন, চিরমঙ্গল, চিরসুন্দর