বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
চিরদিবস নব মাধুরী,
নব শোভা তব বিশ্বে
পাঠ ও পাঠভেদ:
৫৩৮
চিরদিবস নব মাধুরী, নব শোভা তব বিশ্বে-
নব কুসুমপল্লব, নব গীত, নব আনন্দ ॥
নব জ্যোতি বিভাসিত, নব প্রাণ বিকাশিত
নবপ্রীতিপ্রবাহহিল্লোল ॥
চারি দিকে চিরদিন নবীন লাবণ্য,
তব প্রেমনয়নছটা।
হৃদয়স্বামী, তুমি চিরপ্রবীণ,
তুমি চিরনবীন, চিরমঙ্গল, চিরসুন্দর ॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি Ms.n 434 -তে গানটি আছে।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)
কাব্যগ্রন্থ ১০ম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩)
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। রাগিণী নটমল্লার-তাল চৌতাল। পৃষ্ঠা: ৪৫৮-৪৫৯] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী নটমল্লার-তাল চৌতাল। পৃষ্ঠা: ২৫৭] [নমুনা]
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস। ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী নটমল্লার-তাল চৌতাল। পৃষ্ঠা: ২৭৯ [নমুনা]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। কাব্য-গ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৫১][নমুনা]
প্রথম খণ্ড (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা: ৫৩৮ উপবিভাগ: সুন্দর-২৩।
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (১৩০০ বঙ্গাব্দ)।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি দ্বিতীয় ভাগ (১১ মাঘ ১৩১২ বঙ্গাব্দ)। নটমল্লার-চৌতাল। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান দ্বাবিংশ (বিশ্বভারতী ১৪১৩) খণ্ডের ৯ সংখ্যক গান। পৃষ্ঠা: ২৮-২৯।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৮০৮ শকাব্দ ১২৯৩ বঙ্গাব্দ)। নটমল্লার-চৌতাল। পৃষ্ঠা: ২২০। [নমুনা]
পরিবেশনা:
১১ মাঘ ১২৯৩ বঙ্গাব্দ শনিবার ২৩ ওফয় ১৮৮৬ তারিখে সপ্তপঞ্চাশ সাংবাৎসরিক মাঘোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রাতঃকালীন অধিবেশনে গানটি প্রথম পরিবেশিত হয়েছিল।
নট্ মল্লার । চৌতাল (ধীরে)
নব ভবন নব রাঘব, নব বাস, নব আশ,
নই কিরীট কুণ্ডল, নই নই হৈ, কলঙ্গীরি ॥
নই হরা বনশীর, নই রাস, ভাজন নই,
নই প্রীতি প্রবাহ বাহিরি ॥
নব নেহ, নব গেহ, নবল লাল সোঁ
নই প্রীত প্রগট ভই।
দুঁদিকে প্রভু, তাম ভয়ো নায়ক ;
শামরো সলোন, তো সোঁ রহত উমঙ্গীরি ॥ -
গীতসূত্রসার ২
দ্র: রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা, ৩য় খণ্ড/শ্রীপ্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ১৭।
দ্র: রবীন্দ্রসংগীতের ত্রিবেণীসংগম/ইন্দিরাদেবী চৗধুরানী। গান সংখ্যা-৭৪।
স্বরলিপিকার: কাঙ্গলীচরণ সেন।
সুর: রাগ-নটমল্লার। তাল-চৌতাল। স্বরবিতান-৮, তত্ত্ববোধিনী
রাগ: নট মল্লার। তাল: চৌতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৯০।
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ।
গ্রহস্বর: রা।
লয়: মধ্যলয়।