বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:চিরদিবস নব মাধুরী, নব শোভা তব বিশ্বে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: পূজা: ৫৩৮
চিরদিবস নব মাধুরী,
নব শোভা তব বিশ্বে-
নব কুসুমপল্লব,
নব গীত,
নব আনন্দ
॥
নব জ্যোতি
বিভাসিত,
নব প্রাণ বিকাশিত
নবপ্রীতিপ্রবাহহিল্লোল
॥
চারি দিকে
চিরদিন নবীন লাবণ্য,
তব প্রেমনয়নছটা।
হৃদয়স্বামী,
তুমি চিরপ্রবীণ,
তুমি চিরনবীন,
চিরমঙ্গল,
চিরসুন্দর
॥
-
পাণ্ডুলিপির
পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি
Ms.n 434
-তে গানটি আছে।
তথ্যানুসন্ধান
-
ক.
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১১ মাঘ ১২৯৩ বঙ্গাব্দ শনিবার ২৩ জানুয়ারি ১৮৮৬ তারিখে
সপ্তপঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ এই গানটিসহ ২৬টি
নতুন গান পরিবেশিত হয়েছিল। ধারণা করা হয়, রবীন্দ্রনাথ এই অনুষ্ঠান উপলক্ষে
এই গানগুলো রচনা করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৫ বৎসর ৯ মাস।
[রবীন্দ্রনাথের
২৫ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
- পত্রিকা:
-
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৮০৮
শকাব্দ ১২৯৩ বঙ্গাব্দ)। নটমল্লার-চৌতাল। পৃষ্ঠা: ২২০।
[নমুনা]
-
পরিবেশনা:
১১ মাঘ ১২৯৩ বঙ্গাব্দ
শনিবার ২৩ ওফয় ১৮৮৬ তারিখে
সপ্তপঞ্চাশ সাংবাৎসরিক মাঘোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রাতঃকালীন
অধিবেশনে গানটি প্রথম পরিবেশিত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- ভাঙা গান:
এটি একটি ভাঙা
গান। মূল গানটি দুদি খাঁ'র রচনা।
নট্ মল্লার ।
চৌতাল (ধীরে)
নব ভবন নব রাঘব,
নব বাস,
নব আশ,
নই কিরীট কুণ্ডল,
নই নই হৈ,
কলঙ্গীরি ॥
নই হরা বনশীর,
নই রাস,
ভাজন নই,
নই প্রীতি প্রবাহ
বাহিরি
॥
নব
নেহ,
নব গেহ,
নবল লাল সোঁ
নই প্রীত প্রগট ভই।
দুঁদিকে প্রভু,
তাম ভয়ো নায়ক
;
শামরো সলোন,
তো সোঁ রহত উমঙ্গীরি
॥
-
গীতসূত্রসার
২
দ্র:
রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা,
৩য় খণ্ড/শ্রীপ্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ১৭।
দ্র: রবীন্দ্রসংগীতের ত্রিবেণীসংগম/ইন্দিরাদেবী চৗধুরানী। গান সংখ্যা-৭৪।
-
স্বরলিপিকার:
কাঙ্গলীচরণ সেন।
-
সুর:
রাগ-নটমল্লার। তাল-চৌতাল। স্বরবিতান-৮,
তত্ত্ববোধিনী
-
রাগ: নট মল্লার।
তাল:চৌতাল [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।]
পৃষ্ঠা: ৫০।
-
রাগ: নট মল্লার।
তাল:
চৌতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৯০।
-
বিষয়াঙ্গ:
ব্রহ্মসঙ্গীত।
-
সুরাঙ্গ:
ধ্রুপদাঙ্গ।
-
গ্রহস্বর: রা।
-
লয়: মধ্যলয়।