বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: বহে নিরন্তর অনন্ত আনন্দধারা

পাঠ ও পাঠভেদ:

বহে নিরন্তর অনন্ত আনন্দধারা

বাজে অসীম নভোমাঝে অনাদি রব,

জাগে অগণ্য রবিচন্দ্রতারা

একক অখণ্ড ব্রহ্মাণ্ডরাজ্য

পরম-এক সেই রাজরাজেন্দ্র রাজে

বিস্মিত নিমেষহত বিশ্ব চরণে বিনত,

লক্ষশত ভক্তচিত বাক্যহারা