বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
বহে নিরন্তর অনন্ত আনন্দধারা
পাঠ ও পাঠভেদ:
বহে নিরন্তর অনন্ত আনন্দধারা ॥
বাজে অসীম নভোমাঝে অনাদি রব,
জাগে অগণ্য রবিচন্দ্রতারা ॥
একক অখণ্ড ব্রহ্মাণ্ডরাজ্য
পরম-এক সেই রাজরাজেন্দ্র রাজে।
বিস্মিত নিমেষহত বিশ্ব চরণে বিনত,
লক্ষশত ভক্তচিত
বাক্যহারা
॥
RBVBMS 426 (i)
[নমুনা]
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
১৩০৪ বঙ্গাব্দের শ্রাবণ ও ভাদ্র মাসে কলকাতায় ছিলেন।
RBVBMS 426 (i)
পাণ্ডুলিপিতে, ২৮ ভাদ্র
[রবিবার ১২ সেপ্টেম্বর ১৮৯৭ খ্রিষ্টাব্দ] তারিখের তিনি লিখেছিলেন 'বৃথা গেয়েছি
বহু গান'। পাণ্ডুলিপিতে এর আগে পাওয়া যায় আরও কয়েকটি গান পাওয়া যায়। এই সূত্রে
ধারণা করা হয়, এই গানগুলো হয়তো ২৮ ভাদ্রের কিছু আগে লেখা। এই সময় রবীন্দ্রনাথের
বয়স ছিল ৪-৫ মাস।
[৩৬
বৎসর অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ২৩৯-২৪০][নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ [বিশ্বভারতী, মাঘ ১৩৪৮। পর্যায়: পূজা, উপবিভাগ: আনন্দ ১৬। পৃষ্ঠা: ১৩২][নমুনা]
স্বরবিতান দ্বাবিংশ (২২) খণ্ডের ২৪ সংখ্যক গান। লচ্ছাসার-ঝাঁপতাল। পৃষ্ঠা ৬৫-৬৬] [নমুনা]
তত্ত্ববোধিনী [ফাল্গুন ১৩০৪ বঙ্গাব্দ। রাগিণী লচ্ছাসার-তাল ঝাঁপতাল। পৃষ্ঠা ১৮০] [নমুনা]
বীণাবাদিনী
(বৈশাখ ১৩০৫
বঙ্গাব্দ)।
ইন্দিরাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
রেকর্ডসূত্র:
১৯০৮-১৯১২ খ্রিষ্টাব্দের ভিতরে প্যাথে এইচ. বোসেজ রেকর্ড কোম্পানি এই
গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। শিল্পী ছিলেন সুরেন্দ্রনাথ মৈত্র।
রেকর্ড নম্বর ছিল-
৩৩০৪৪/৩৩০৪৫।
প্রকাশের কালানুক্রম: ১৩০৪
বঙ্গাব্দের
১১ই মাঘ
৬৮তম মাঘোৎসবের অধিবেশনে গানটি প্রথম গীত হয়েছিল।
এই সূত্রে গানটি তত্ত্ববোধিনী পত্রিকার 'ফাল্গুন
১৩০৪
বঙ্গাব্দ' সংখ্যায় প্রকাশিত হয়েছিল।এরপর
যে সকল পত্রিকা ও গ্রন্থাদিতে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
বীণাবাদিনী 'বৈশাখ ১৩০৫
বঙ্গাব্দ' সংখ্যা,
কাব্যগ্রন্থ
অষ্টম খণ্ড
(১৩১০ বঙ্গাব্দ),
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি দ্বিতীয় ভাগ (মাঘ ১৩১২ বঙ্গাব্দ),
গান
প্রথম সংস্করণ
'১৩১৫
বঙ্গাব্দ),
গান
দ্বিতীয় সংস্করণ
(১৩১৬ বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থ
দশম খণ্ড (১৩২৩
বঙ্গাব্দ) ও
গীতিচর্চ্চা (১৩৩২ বঙ্গাব্দ।
এ সকল
গ্রন্থাদির পরে
১৩৩৮ বঙ্গাব্দে গানটি
গীতবিতান
--এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল।
১৩৪৮
বঙ্গাব্দের মাঘ মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল পূজা পর্যায়ের
উপবিভাগ
আনন্দ-এর
১৬
সংখ্যক গান হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন
মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের
৩২৪ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি একইভাবে অখণ্ড
গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
ভাঙা গান:
এটি একটি ভাঙা গান। মূল
গানটি তুলসীদাস-এর রচিত।
RBVBMS 426 (i)
পাণ্ডুলিপিতে লিখিত
মূল গানের প্রথম সাতটি ছত্র লিখে- সেই ছত্রগুলি উপরেই কথা
বসিয়েছিলেন।
মূল গান: নিশাসাগ । ঝাঁপতাল।
দুসহ দোখ-দুখ দলনি, করু দবি দয়া ॥
বিশ্ব মূলা হসি জম সালুকুলসি
করশূলধারিণি মহামূলমায়া ॥
তড়িত গর্ভাঙ্গ সর্বাঙ্গ সুন্দর লাসিত
দিব্য পট ভব্য ভূখন বিরাজেঁ ।
বাল মৃগ মঞ্জু খঞ্জনি বিলোচনি
চন্দ্রবদনি লখি কোট রতি মার লাজেঁ ॥
রূপ-সুখ-শীল সীমাহসি ভীমা হাসি
রামা হসি বামাহসি বর বুদ্ধি বাণী।
ছমুখ হেরম্ব অম্বাসি জগদম্বিকে
শম্ভু জায়সি জয় জয় ভবানি ॥
চণ্ড ভুজ দণ্ড খণ্ডানি বিহগুনি মুণ্ড
মহিখ মদ ভঙ্গ করি অঙ্গ তারে।
শুম্ভ নিশুম্ভ কুম্ভীশ রণ কেশারিন
ক্রোধ বারিধ বৈরী বৃন্দ বায়ে ॥
নিগম আগম অগম গুর্বি তব গুণ কখন
উর্বিধর ভণত দোহে সহস জিহ্বা।
দেহি মা মাহে প্রাণ প্রেম নিত নেম রহ
রাম ঘনশ্যাম তুলসী পপীহা ॥
সঙ্গীত মঞ্জরী :
দ্র : রবীন্দ্র্রসঙ্গীত গবেষণা গ্রন্থমালা/ ৩য় খণ্ড। প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ৪৮।
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন। স্বরবিতান-২২
সুর ও তাল:
রাগ-লচ্ছাসার। তাল-ঝাঁপতাল। [স্বরবিতান-২২]
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ।
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।