মাঘোৎসব অষ্টষষ্টি (৬৮)
রবিবার,
১১ মাঘ ১৩০৪ বঙ্গাব্দ [২৩ জানুয়ারি ১৮৯৮ খ্রিষ্টাব্দ]
এই মাঘোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথের ৭টি ব্রহ্মসঙ্গীত পরিবেশিত হয়েছিল। এর ভিতর পূর্বে রচিত গান ছিল তিনটি। এই তিনটি গান হলো—
১. সুধাসাগরতীরে হে, তীরে [আনুষ্ঠানিক-২] [তথ্য]
২. ভক্তহৃদিবিকাশ প্রাণবিমোহন [পূজা-৪৬৮] [তথ্য]
৩. বহে নিরন্তর অনন্ত আনন্দধারা [পূজা-৩২৪] [তথ্য]
এই উৎসবে রবীন্দ্রনাথের ৪টি নতুন গান পরিবেশিত হয়েছিল। এই গানগুলো হলো—
১. নিত্য সত্যে চিন্তন করো [পরিশিষ্ট-৩, ৩] [তথ্য]
২. কে বসিলে আজি হৃদয়াসনে ভুবনেশ্বর প্রভু [পূজা-৪৪৬] [তথ্য]
৩. উঠি চলো, সুদিন আইল [পূজা ও প্রার্থনা-৫৮] [তথ্য]
৪. লহো লহো তুলি লও হে ভূমিতল হতে [পূজা-৪১২] [তথ্য]