ভক্তহৃদিবিকাশ প্রাণবিমোহন
নব নব তব প্রকাশ নিত্য নিত্য চিত্তগগনে হৃদীশ্বর ॥
কভু মোহবিনাশ মহারুদ্রজ্বালা,
কভু বিরাজ ভয়হর শান্তিসুধাকর ॥
চঞ্চল হর্ষশোকসঙ্কুল কল্লোল'পরে
স্থির বিরাজে চিরদিন মঙ্গল তব রূপ।
প্রেমমূর্তি নিরুপম প্রকাশ করো নাথ হে,
ধ্যাননয়নে পরিপূর্ণ রূপ তব সুন্দর ॥
ভাঙা গান:
এটি একটি ভাঙা গান।
মূল গান : ছায়ানট । সুরফাঁকতা
শম্ভু হর মহেশ
আদি ত্রিলোচন ভব-ভয় হর ভবেশ
দীননাথ দানব-দলন দীনেশ্বর
॥
জটাজুট পিনাকী ভষ্ম রুণ্ডমালা গরল গরে
ধর হর ওঢ় বাঘাম্বর
॥
নাচত চন্দ্র
ভাল বম্ বম্ বাজে ঘন ঘন
অতি অপূর্ব হরিগুণ গাবত ত্রিপুরেশ্বর।
বীরচন্দ্র নরপতি প্রকাশ করণসোঁ
অধর ধর সুমধুর তান সাঁচ সুন্দর
॥ -রঙ্গনাথ
সঙ্গীত
মঞ্জরী,
দ্র:
রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা,
৩য় খণ্ড/শ্রীপ্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ৩৮।
স্বরলিপি: [নমুনা]
স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন।
[কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপির তালিকা]
সুর ও তাল:
রাগ-ছায়ানট। তাল-সুরফাঁক্তা। [স্বরবিতান
চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২)]
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ:
ধ্রুপদাঙ্গ।
গ্রহস্বর: র্সা।
লয়: মধ্য।