বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
ভক্তহৃদিবিকাশ প্রাণবিমোহন
ভক্তহৃদিবিকাশ প্রাণবিমোহন
নব নব তব প্রকাশ নিত্য নিত্য চিত্তগগনে হৃদীশ্বর ॥
কভু মোহবিনাশ মহারুদ্রজ্বালা,
কভু বিরাজ ভয়হর শান্তিসুধাকর ॥
চঞ্চল হর্ষশোকসঙ্কুল কল্লোল'পরে
স্থির বিরাজে চিরদিন মঙ্গল তব রূপ।
প্রেমমূর্তি নিরুপম প্রকাশ করো নাথ হে,
ধ্যাননয়নে পরিপূর্ণ রূপ তব সুন্দর ॥
- পাণ্ডুলিপির পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপিতে গানটি পাওয়া যায় নি।
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: ১৩০৪ বঙ্গাব্দের ২৮ ভাদ্রের কিছু পূর্বে রচিত হয়েছিল।
রবীন্দ্রনাথের
৩৬ বৎসর ৩-৪ মাস বয়সের রচনা।
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
গান
-
প্রথম সংস্করণ
সিটি বুক সোসাইটি, ১৩১৫
বঙ্গাব্দ।
ব্রহ্মসঙ্গীত। রাগিণী
ছায়ানট-তাল সুরফাঁক্তাল। পৃষ্ঠা: ৩২৮
[নমুনা]
-
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান
প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬
বঙ্গাব্দ) ।
ব্রহ্মসঙ্গীত। রাগিণী ছায়ানট-তাল সুরফাঁক্তাল। পৃষ্ঠা: ৩২৪-৩২৫।
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
গীতবিতান
-
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)। পূজা ৪৬৮। উপ-বিভাগ :
বিবিধ-৯৬।
-
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১ বঙ্গাব্দ)। পৃষ্ঠা: ১৭৭।[নমুনা]
-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি
প্রথম ভাগ (১ মাঘ ১৩১১ বঙ্গাব্দ)। গৌরী-পূরবী-একতালা। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
স্বরবিতান
চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২) ৩৮ সংখ্যক গান। পৃষ্ঠা ৯১। [নমুনা]
-
পত্রিকা:
-
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৩০৪ বঙ্গাব্দ)। ছায়ানট-সুরফাঁকতাল। পৃষ্ঠা: ১৭৯।
[নমুনা]
-
পরিবেশনা: ১১ মাঘ ১৩০৪ বঙ্গাব্দের মাঘোৎসবে গানটি প্রথম গীত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
ভাঙা গান:
এটি একটি ভাঙা গান।
মূল গান : ছায়ানট । সুরফাঁকতা
শম্ভু হর মহেশ
আদি ত্রিলোচন ভব-ভয় হর ভবেশ
দীননাথ দানব-দলন দীনেশ্বর
॥
জটাজুট পিনাকী ভষ্ম রুণ্ডমালা গরল গরে
ধর হর ওঢ় বাঘাম্বর
॥
নাচত চন্দ্র
ভাল বম্ বম্ বাজে ঘন ঘন
অতি অপূর্ব হরিগুণ গাবত ত্রিপুরেশ্বর।
বীরচন্দ্র নরপতি প্রকাশ করণসোঁ
অধর ধর সুমধুর তান সাঁচ সুন্দর
॥ -রঙ্গনাথ
সঙ্গীত
মঞ্জরী,
দ্র:
রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা,
৩য় খণ্ড/শ্রীপ্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ৩৮।
-
স্বরলিপি:
[নমুনা]
-
স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন।
[কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপির তালিকা]
-
সুর ও তাল:
-
রাগ-ছায়ানট। তাল-সুরফাঁক্তা। [স্বরবিতান
চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২)]
- রাগ: ছায়ানট। তাল:
সুরফাঁক্তা
[রবীন্দ্রসংগীত
: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)।
পৃষ্ঠা: ৭০
- রাগ: ছায়ানট। তাল:
সুরফাঁক্তা
[রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য
সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১২২]
-
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
-
সুরাঙ্গ:
ধ্রুপদাঙ্গ।
-
গ্রহস্বর: র্সা।
-
লয়: মধ্য।