বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
উঠি চলো, সুদিন আইল
পাঠ ও পাঠভেদ:
উঠি চলো, সুদিন আইল—
আনন্দসৌগন্ধ উচ্ছ্বসিল॥
আজি বসন্ত আগত স্বরগ হতে
ভক্ত হৃদয়পুষ্পনিকুঞ্জ— সুদিন আইল॥
পাণ্ডুলিপির পাঠ: Ms.426 (ii)
পাঠভেদ:
এটি একটি ভাঙা গান
মূল গান
কেদার। সুরফাকতাল (মধ্যগতি)
উঠি চলে সুদিন নাচত রে
আলি হুঁ আই তোহি লেন॥
লালন তেরী আরতি করত
তুম সুন্দর নটনাগর নারী
সুদিন নাচত রে আলি হুঁ আই তোহেলেন। -আশকরণ
সঙ্গীত-মঞ্জরী
দ্র: রবীন্দ্রসঙ্গীত-গবেষণা-গ্রন্থমালা
৩য় খণ্ড/প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ২৮।
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী কেদারা- তাল সুরফাঁকতাল। পৃষ্ঠা: ৩১২] [নমুনা]
গীতবিতান
প্রথম খণ্ড প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)
প্রথম খণ্ড দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: স্বরলিপি নাই।
স্বরলিপিকার: