বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
লহো লহো তুলি লও হে ভূমিতল হতে ধূলিম্লান এ পরান―
পাঠ ও পাঠভেদ:
লহো লহো তুলি লও হে ভূমিতল হতে ধূলিম্লান এ পরান―
রাখো তব কৃপাচোখে, রাখো তব
স্নেহকরতলে।
রাখো তারে আলোকে, রাখো
তারে অমৃতে,
রাখো তারে নিয়ত কল্যাণে,
রাখো তারে কৃপাচোখে,
রাখো তারে
স্নেহকরতলে॥
- পাণ্ডুলিপির পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি[426i
] গানটি পাওয়া যায়।
[নমুনা]
- পাঠভেদ:
- তথ্যানুসন্ধান:
- ক. রচনাকাল ও স্থান:
১৩০৪ বঙ্গাব্দের ১১ মাঘ [রবিবার, ২৩ জানুয়ারি ১৮৯৮ খ্রিষ্টাব্দ] আদি ব্রাহ্মসমাজের
সাংবৎসরিক উৎসব
অনুষ্ঠিত হয়েছিল। এই উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ এই গানটি-সহ ৪টি নতুন গান রচনা করেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৬ বৎসর ৯ মাস।
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
- পত্রিকা:
-
তত্ত্ববোধিনী
(ফাল্গুন ১৩০৪
বঙ্গাব্দ)। আড়ানা-কাওয়ালি। পৃষ্ঠা: ১৮০।
[নমুনা]
- শান্তিনিকেতন পত্রিকা (ফাল্গুন ১৩৩২)
- প্রকাশের কালানুক্রম:
- গ.সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
- ভাঙা গান: মূল গান: কঙ্গনোবা মোরি।
- স্বরলিপি:
গানটির স্বরলিপি
পাওয়া যায় নি।
- সুর ও তাল:
- রাগ: আড়ানা। তাল: স্বরলিপি নাই।[রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬],
পৃষ্ঠা: ৭৭।
-
রাগ:
আড়ানা।
তাল: কাওয়ালি।
[রাগরাগিণীর এলাকায়
রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি,
জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৩৪।
-
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।