বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
নিত্য সত্যে
চিন্তন করো রে বিমলহৃদয়ে
পাঠ ও পাঠভেদ:
৩
নিত্য সত্যে চিন্তন করো রে বিমলহৃদয়ে,
নির্মল অচল সুমতি রাখো ধরি সতত॥
সংশয়নৃশংস সংসারে প্রশান্ত রহো,
তাঁর শুভ ইচ্ছা স্মরি বিনয়ে রহো বিনত॥
বাসনা করো জয়, দূর করো ক্ষুদ্র ভয়।
প্রাণধন করিয়া পণ চলো কঠিন শ্রেয়পথে,
ভালো প্রসন্নমুখে স্বার্থসুখ, আত্মদুখ-
প্রেম-আনন্দরসে নিয়ত রহো নিরত॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ক. রচনাকাল ও স্থান: ১৩০৪ বঙ্গাব্দের ১১ মাঘ [রবিবার, ২৩ জানুয়ারি ১৮৯৮ খ্রিষ্টাব্দ] আদি ব্রাহ্মসমাজের সাংবৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়েছিল। এই উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ এই গানটি-সহ ৪টি নতুন গান রচনা করেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৬ বৎসর ৯ মাস।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)
গীতবিতান
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)। পরিশিষ্ট ৩ এর তৃতীয় গান।
স্বরলিপিকার:
রাগ ও তাল: