বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম:
সুধাসাগরতীরে হে, এসেছে নরনারী সুধারসপিয়াসে
পাঠ ও পাঠভেদ:

               সুধাসাগরতীরে হে, এসেছে নরনারী সুধারসপিয়াসে
                        শুভ বিভাবরী, শোভাময়ী ধরণী,
                        নিখিল গাহে আজি আকুল আশ্বাসে

                        গগনে বিকাশে তব প্রেমপূর্ণিমা,
                        মধুর বহে তব কৃপাসমীরণ।
                        আনন্দতরঙ্গ উঠে দশ দিকে,
                        মগ্ন মন প্রাণ অমৃত-উচ্ছ্বাসে