বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
সুধাসাগরতীরে হে,
এসেছে নরনারী সুধারসপিয়াসে
পাঠ ও পাঠভেদ:
সুধাসাগরতীরে হে,
এসেছে নরনারী সুধারসপিয়াসে॥
শুভ বিভাবরী, শোভাময়ী ধরণী,
নিখিল গাহে আজি আকুল আশ্বাসে॥
গগনে বিকাশে তব প্রেমপূর্ণিমা,
মধুর বহে তব কৃপাসমীরণ।
আনন্দতরঙ্গ উঠে দশ দিকে,
মগ্ন মন প্রাণ অমৃত-উচ্ছ্বাসে॥
গ্রন্থ:
কাব্যগ্রন্থ দশম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩)
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। সাহানা- ধামার। । পৃষ্ঠা: ৪৬৯] [নমুনা]
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী সাহানা-তাল ধামার। পৃষ্ঠা: ৩৮৬। [নমুনা]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩০৩ বঙ্গাব্দে প্রকাশিত 'কাব্যগ্রন্থাবলী'- ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৮২-১৮৩][নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
প্রথম খণ্ড (বিশ্বভারতী, ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২), আনুষ্ঠানিক পর্যায়ের দ্বিতীয় গান।
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩২১)
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি প্রথম ভাগ (১ মাঘ ১৩১১ বঙ্গাব্দ)। নায়েকী কানাড়া-ধামার। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২) (বিশ্বভারতী, মাঘ ১৪১২) ৪০ সংখ্যক গান।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৩০৪)
রেকর্ডসূত্র:
প্রকাশের কালানুক্রম: ১৩০৪ বঙ্গাব্দের
৬৮তম
মাঘোৎসব
গানটি
পরিবেশিত হয়েছিল।
স্বরলিপি: [নমুনা]
স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন।
[কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপির তালিকা]
স্বরবিতান
চতুর্থ
খণ্ডে (বিশ্বভারতী,
চৈত্র ১৪১৩) গৃহীত
গানটির স্বরলিপিতে রাগ-তালের নাম হিসেবে উল্লেখ রয়েছে যথাক্রমে
নায়েকী কানাড়া
ও
ধামার।
[নায়েকী
কানাড়া রাগে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[ধামার
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
রাগ : নায়কী কানাড়া। তাল : ধামার। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮২।
রাগ: নায়কী কানাড়া। তাল : ধামার। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪১।