গীতি -চর্চ্চা

এটি রবীন্দ্রসঙ্গীতের একটিসঙ্গীত -সঙ্কলন। দিনেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় এই গ্রন্থটির প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল- ১৩৩২ বঙ্গাব্দের পৌষ মাসে। এই গ্রন্থটির প্রকাশক ছিল- করুণাবিন্দু বিশ্বাস, বিশ্বভারতী গ্রন্থালয়, ১০ কর্ণওয়ালিস স্ট্রিট, কলিকাতা। শান্তিনকেতন প্রেস, রায়সাহেব জগদানন্দ রায় কর্তৃক মুদ্রিত। মুদ্রণমানের বিচারে এর দুটি সংস্করণ ছিল। সাধারণ কাগজে ছাপানো বইয়ের মূল্য ছিল ১২ আনা। আর এন্টিক কাগজে মুদ্রিত বইয়ের মূল্য ছিল ১ টাকা। এই গ্রন্থের প্রকাশকের নিবেদন ছিল-


এই গ্রন্থের গান সংখ্যা ছিল ২০০। নিচে এই গ্রন্থে গৃহীত গানগুলোর তালিকা তুলে ধরা হলো
  1. অন্তর মম বিকশিত করো অন্তরতর হে [পূজা-১১১ ] [তথ্য] [নমুনা]
  2. অন্ধজনে দেহো আলো, মৃতজনে দেহো প্রাণ [পূজা-১১৪ ] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
  3. অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায় [পূজা-৫৯৫] [তথ্য] [নমুনা]
  4. আকাশ আমায় ভরল আলোয় [প্রকৃতি ২০৫] [তথ্য] [ নমুনা]
  5. আকাশ জুড়ে শুনিনু ওই বাজে [পূজা-৩৫০ ] [তথ্য] [নমুনা প্রথমাংশ , শেষাংশ ]
  6. আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণ [পূজা-২১২] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ, শেষাংশ ]
  7. আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে [পূজা-২৪৮] [তথ্য] [নমুনা]
  8. আজ খেলা ভাঙার খেলা [প্রকৃতি-২৩১] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  9. আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়[প্রকৃতি-১৪৩] [তথ্য] [নমুনা: প্রথমাংশ , শেষাংশ]
  10. আজ প্রথম ফুলের পাব [নমুনা: প্রথমাংশ , দ্বিতীয়াংশ ]
  11. আজ বারি ঝরে ঝরঝর [প্রকৃতি-৩৪] [তথ্য][নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  12. আজ সবার রঙে রঙ মিশাতে হবে [প্রেম-১৩২] [তথ্য][নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  13. আজি নির্ভয়নিদ্রিত ভুবনজাগে, কে জাগে [পূজা-২৬৯] [তথ্য] [নমুনা]
  14. আজি প্রণমি তোমারে চলিব, নাথ [পূজা-৪৯৫] [তথ্য ] [নমুনা: প্রথমাংশ , শেষাংশ]
  15. আজি বহিছে বসন্তপবন সুমন্দ [ পূজা-৩০৮ ] [তথ্য] [নমুনা]
  16. আজি যত তারা তব আকাশে [গান-৭৭] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
  17. আজি শ্রাবণঘনগহন মোহে [প্রকৃতি-৯৪] [তথ্য] [নমুনা]
  18. আনন্দ তুমি স্বামি মঙ্গল তুমি [পূজা-২৪০] [তথ্য] [নমুনা]
  19. আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ [পূজা-৪৭৬] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  20. আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া [ পূজা-৩৫৬ ] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ
  21. আপনাকে এই জানা আমার ফুরাবে না [পূজা-৭৫] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  22. আমায় যে সব দিতে হবে সে ত আমি জানি[পূজা-৪৮২] [তথ্য] [নমুনা: প্রথমাংশ , শেষাংশ]
  23. আমরা চাষ করি আনন্দে [বিচিত্র-১৩০] [তথ্য] [নমুনা ]
  24. আমরা তারেই জানি তারেই জানি সাথের সাথি [পূজা-৮২] [তথ্য] [নমুনা ]
  25. আমরা নূতন প্রাণের চর [প্রকৃতি-১৮১] [তথ্য] [নমুনা ]
  26. আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে [স্বদেশ-১০] [তথ্য] [নমুনা: নমুনা , নমুনা]
  27. আমাদের খেপিয়ে বেড়ায় যে [পূজা-৫৭৫] [তথ্য] [নমুনা প্রথমাংশশেষাংশ ]
  28. আমাদের ভয় কাহারে [বিচিত্র-১১৫] [তথ্য] [নমুনা]
  29. আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার [স্বদেশ-১৩] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  30. আমাদের শান্তিনিকেতন [বিচিত্র-৪১] [তথ্য] [নমুনা]
  31. আমায় বাঁধবে যদি কাজের ডোরে [পূজা-৫২] [তথ্য] [নমুনা]
  32. আমার এ ঘরে আপনার করে [পূজা-১০৬ ] [তথ্য] [নমুনা ]
  33. আমার ঘুর লেগেছে— তাধিন্ তাধিন্ [বিচিত্র ৭ ] [ তথ্য ] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  34. আমার নয়ন-ভুলানো এলে [প্রকৃতি-১৪৬] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  35. আমার নিশীথরাতের বাদলধারা [প্রেম-৬৮] [তথ্য] [নমুনা ]
  36. আমার মাথা নত করে দাও হে [পূজা-৪৯২] [তথ্য] [নমুনা ]
  37. আমার মুখের কথা তোমার [পূজা-১০৮ ] [ তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  38. আমার সকল রসের ধারা [পূজা-৬২ ] তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  39. আমারে দিই তোমার হাতে [ পূজা-৫২৪ ] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  40. আমারে ডাক দিল কে [বিচিত্র-১৯] [তথ্য] [নমুনা ]
  41. আমি পথভোলা এক পথিক এসেছি[প্রকৃতি-২০১ ] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  42. আমি বহু বাসনায় প্রাণপণে চাই [ পূজা-২২৫ ] [তথ্য] [নমুনা]
  43. আমি ভয় করব না ভয় করব না [স্বদেশ-৭] [তথ্য ] [নমুনা ]
  44. আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ [পূজা-৪৭৬] [তথ্য] [নমুনা]
  45. আনন্দ তুমি স্বামি, মঙ্গল তুমি [ পূজা-২৪০ ] [ তথ্য] [নমুনা]
  46. আনন্দেরই সাগর হতে [বিচিত্র-৪৯] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  47. আলো আমার, আলো ওগো [বিচিত্র-৪৬] [তথ্য] [নমুনা: প্রথমাংশ , শেষাংশ]
  48. আলোয় আলোকময় করে হে [ পূজা-৩১৯ ] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  49. উতল-ধারা বাদল ঝরে [প্রকৃতি-৬২] [তথ্য] [নমুনা ]
  50. এ পথ গেছে কোন্‌খানে গো কোন্‌খানে [পূজা-৩৮৯ ] [তথ্য] [নমুনা: প্রথমাংশ , শেষাংশ]
  51. এ দিন আজি কোন্ ঘরে গো খুলে দিল দ্বার [পূজা-৩১০] [তথ্য] [নমুনা ]
  52. এই করেছ ভালো [পূজা-২২৩] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
  53. এই তো তোমার আলোকধেনু [পূজা-৫২০] [ তথ্য] [নমুনা]
  54. এই-যে কালো মাটির বাসা [পূজা-২১০ ] [তথ্য] [নমুনা]
  55. এই-যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ [পূজা-৫২৬] [তথ্য ] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ ]
  56. এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে [প্রকৃতি-৬০] [তথ্য] [নমুনা]
  57. এক হাতে ওর কৃপাণ আছে [পূজা-২১১] [তথ্য] [নমুনা: প্রথমাংশ , শেষাংশ ]
  58. এত আলো জ্বালিয়েছ এই গগনে [পূজা-৪২] [তথ্য] [নমুনা]
  59. এতদিন যে বসেছিলেম [প্রকৃতি ২০৮] [তথ্য] [নমুনা]
  60. এনেছ ওই শিরীষ বকুল [প্রকৃতি-১৯১] [তথ্য] [নমুনা]
  61. এল যে শীতের বেলা [প্রকৃতি-১৭৮] [তথ্য] [নমুনা]
  62. এসো আশ্রমদেবতা [নমুনা:]
  63. এসো হে এসো ঘন বাদল [প্রকৃতি-৫১] [তথ্য] [নমুনা: নমুনা]
  64. ও আমার চাঁদের আলো [প্রকৃতি-২২২] [তথ্য] [নমুনা]
  65. ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা [স্বদেশ-২] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  66. ওই আসনতলের মাটির পরে লুটিয়ে রব [পূজা-৪৯১] [তথ্য ] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ ]
  67. ওই পোহাইল তিমির রাতি [পূজা-৩০৭] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  68. ওগো দখিন হাওয়া [প্রকৃতি-২০৪] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  69. ওঠ ওঠ রে ―বিফলে প্রভাত বহে' যায় যে [ পূজা-২৮৯ ] [তথ্য] [নমুনা]
  70. ওদের সাথে মেলাও যারা চরায় তোমার ধেনু [পূজা-৫৩] [তথ্য] [নমুনা]
  71. ওরে, আগুন আমার ভাই [পূজা-৬১১] [তথ্য ] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  72. ওরে আয় রে তবে, মাত্ রে সবে [প্রকৃতি-২১০] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  73. ওরে ভাই, ফাগুন লেগেছে বনে ব নে [প্রকৃতি-২০৭] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  74. কঠিন লোহা কঠিন ঘুমে [বিচিত্র-১২৯] [তথ্য] [নমুনা: প্রথমাংশ , শেষাংশ]
  75. কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে [পূজা-৩৩] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  76. কর তাঁর নাম গান (দ্বিজেন্দ্রনাথ ঠাকুর) [নমুনা ]
  77. কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা [পূজা-১] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ ]
  78. ক্লান্তি আমার ক্ষমা করো [পূজা-১৫৭] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ ]
  79. কোথা বাইরে দূরে যায় রে উড়ে[প্রেম-৩২৭] [তথ্য] [নমুনা]
  80. কোন্ আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে [পূজা-৫৫৭] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  81. কোন্ খেপা শ্রাবণ ছুটে এল [প্রকৃতি-১৫৫] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ ]
  82. কোন্‌ শুভখনে উদিবে নয়নে [পূজা-১৪৫ ] [তথ্য] [নমুনা: প্রথমাংশ , শেষাংশ]
  83. গাব তোমার সুরে [পূজা-৯৭] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ ]
  84. গায়ে আমার পুলক লাগে [ পূজা-৩১৮ ] [তথ্য] [নমুনা: প্রথমাংশ , শেষাংশ ]
  85. গানগুলি মোর শৈবালেরই দল [গীতবিতান, প্রেম-৫] [তথ্য] [নমুনা]
  86. গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি [পূজা-২৬] [তথ্য ] [নমুনা: প্রথমাংশ , শেষাংশ]
  87. গানের সুরের আসন-খানি পাতি পথের ধারে [পূজা-২৪] [তথ্য ] [নমুনা ]
  88. ঘরেতে ভ্রমর এলো গুন্‌গুনিয়ে [প্রেম -৩২৬][তাসের দেশ] [ তথ্য ] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  89. চলি গো, চলি গো, যাই গো চলে [পূজা-৫৭৬] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  90. চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি [পূজা-৪৫৩] [ তথ্য] [নমুনা ]
  91. জগত জুড়ে উদার সুরে আনন্দগান বাজে [পূজা-১৪৪] [তথ্য] [নমুনা]
  92. জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা [স্বদেশ-১৪] [তথ্য ] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  93. জয় তব বিচিত্র আনন্দ,হে কবি [পূজা-৩৭৬] [তথ্য ] [নমুনা]
  94. জাগ’ জাগ’ রে জাগ’ সঙ্গীত[পূজা-২১] [তথ্য] [নমুনা প্রথমাংশ, শেষাংশ]
  95. জাগো নির্মল নেত্রে রাত্রির পরপারে [পূজা-২৭৫ ] [তথ্য ] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  96. জাগ সকল অমৃতের অধিকারী (দ্বিজেন্দ্রনাথ ঠাকুর) [গীতি-চর্চ্চা নমুনা]
  97. জানি জানি কোন্ আদি কাল হতে [পূজা-২৯৭ ] [তথ্য] [নমুনা]
  98. তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে [পূজা-২৯৫] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  99. তব অমল পরশরস, তব শীতল শান্ত [ পূজা-৪০৮ ] [তথ্য] [নমুনা]
  100. তমীশ্বরাণাং পরমং মহেশ্বরং তং দেবতানাং পরমঞ্চ দৈবতম্ (দেবেন্দ্রনাথ ঠাকুর) [নমুনা: প্রথমাংশ , শেষাংশ]
  101. তাই তোমার আনন্দ আমার' পর [পূজা-২৯৪] [তথ্য] [নমুনা]
  102. তাঁহারে আরতি করে চন্দ্র তপন [পূজা-৪৭৫] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  103. তিমিরদুয়ার খোলো- এসো [পূজা-৪৬৫] [তথ্য ] [নমুনা]
  104. তুমি এবার আমায় লহো হে নাথ [পূজা-১২০ ] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  105. তুমি আমাদের পিতা [পূজা-৩৯২] [তথ] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  106. তুমি কেমন করে গান করো হে গুণী না [পূজা-৪] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  107. তুমি কোন্ পথে যে এলে [প্রকৃতি-২৫৫] [তথ্য] [নমুনা
  108. তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার [পূজা-৬৯] [তথ্য] [নমুনা]
  109. তুমি নব নব রূপে এসো প্রাণ [পূজা-১৬৭] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  110. তুমি যে চেয়ে আছ আকাশ ভ'রে [পূজা-৭৭ ] [ তথ্য ] [নমুনা: প্রথমাংশ , শেষাংশ ]
  111. তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে [পূজা-৬] [তথ্য] [নমুনা ]
  112. তোমার অসীমে প্রাণমন লয়ে [পূজা-৫৯৬] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  113. তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে [পূজা-৭৩] [তথ্য] [নমুনা]
  114. তোমার কাছে শান্তি চাব না [পূজা-২১৯] [তথ্য] [নমুনা]
  115. তোমার পতাকা যারে দাও [পূজা-২৩১ ] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  116. তোমার বাস কোথা যে পথিক [প্রকৃতি-২২৫] [তথ্য] [নমুনা]
  117. তোমার মোহন রূপে [প্রকৃতি-১৫২] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  118. তোমারি ইচ্ছা হউক পূর্ণ করুণাময় স্বামী [পূজা-১১৩] [তথ্য] [নমুনা]
  119. তোমারি গেহে পালিছ স্নেহে।[ পূজা-৫০০] [তথ্য ] [নমুনা ]
  120. তোমারি নাম বলব নানা ছলে [পূজা-১০৫] [তথ্য] [নমুনা: প্রথমাংশ , শেষাংশ]
  121. তোমারি নামে নয়ন মেলিনু [পূজা-৫০৫] [তথ্য] [নমুনা ]
  122. তোমারি রাগিণী জীবনকুঞ্জে [পূজা-১০৩ ] [তথ্য] [নমুনা ]
  123. তোরা যে যা বলিস ভাই [প্রেম-১৮৪] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  124. দারুণ অগ্নিবাণে রে [প্রকৃতি-১১] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  125. দাঁড়াও আমার আঁখির আগে [পূজা-১০১ ] [তথ্য] [নমুনা: প্রথমাংশ , দ্বিতীয়াংশ]
  126. দুয়ারে দাও মোরে রাখিয়া [পূজা-১১৭ ] [তথ্য] [নমুনা: প্রথমাংশ , দ্বিতীয়াংশ]
  127. দেশ দেশ নন্দিত করি মন্দ্রিত তব ভেরী [স্বদেশ-১৬] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ, শেষাংশ]
  128. নমি নমি চরণ [পূজা-৫০৩] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  129. নয় এ মধুর খেলা [পূজা-২৩৫ ] [তথ্য ] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  130. নয়ন তোমারে পায় না দেখিতে [পূজা-৪৮৭ , পূজা ও প্রার্থনা-৬৭] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  131. নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে [প্রকৃতি-২৭৯] [তথ্য] [নমুনা]
  132. নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে [ পূজা-৩৫৯ ] [তথ্য] [নমুনা: প্রথমাংশ , শেষাংশ]
  133. নিশার স্বপন ছুটল রে, এই ছুটল রে [পূজা-২৭১] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  134. নিশিদিন ভরসা রাখিস [স্বদেশ-৬] [তথ্য ] [নমুনা]
  135. নিশিদিন মোর পরানে প্রিয়তম মম [পূজা-৪২১ ] [তথ্য ] [নমুনা]
  136. পাদপ্রান্তে রাখ সেবকে [পূজা-১২৫ ] [ তথ্য ] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  137. পান্থ, এখনো কেন অলসিত অঙ্গ [পূজা-২৭৯] [তথ্য] [নমুনা]
  138. প্রতিদিন তব গাথা গাব আমি সুমধুর [পূজা-১৭৭] [তথ্য] [নমুনা]
  139. প্রভু, তোমা লাগি আঁখি জাগে [পূজা-১৩৮] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  140. প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে [পূজা-১০৯] [তথ্য] [নমুনা]
  141. প্রেমানন্দে রাখো পূর্ণ আমারে দিবসরাত [ পূজা-৩৯৩ ] [তথ্য] [নমুনা]
  142. পুব-সাগরের পার হতে [প্রকৃতি-৬৮] [তথ্য] [নমুনা]
  143. ফাগুন হাওয়ায় রঙে রঙে পাগল ঝোরা লুকিয়ে ঝরে [প্রকৃতি-২৮২ ] [ তথ্য] [নমুনা]
  144. বল দাও মোরে বল দাও [পূজা- ১১০] [তথ্য] [নমুনা: নমুনা]
  145. বসন্তে আজ ধরার চিত্ত [প্রকৃতি-২৫৪] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  146. বহে নিরন্তর অনন্ত আনন্দধারা [পূজা-৩২৪] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  147. বাজে বাজে রম্যবীণা বাজে[পূজা-৩২১] [তথ্য] [নমুনা]
  148. বাদল-বাউল বাজায় রে একতারা [প্রকৃতি-৭২] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  149. বাদল-মেঘে মাদল বাজে [প্রকৃত-৩৭] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  150. বাদল-ধারা হল সারা [প্রকৃতি-৭৭] [তথ্য] [নমুনা: নমুনা]
  151. বুঝি এল, বুঝি এল [প্রেম ও প্রকৃতি ৬১] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  152. বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা [পূজা-২২৭ ] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  153. বিমল আ নন্দে জাগো রে [ পূজা-২৮৩ ] [ তথ্য] [নমুনা: ১৬ ]
  154. বিশ্বসাথে যোগে যেথায় বিহারো [পূজা-৩৬৩] [তথ্য] [নমুনা: প্রথমাংশ , শেষাংশ]
  155. মধুর মধুর ধ্বনি বাজে [বিচিত্র-১০] [তথ্য] [নমুনা: ১২৫ , ১২৬ ]
  156. মন, জাগ, মঙ্গললোকে [পূজা-২৬৬ ] [ তথ্য] [নমুনা]
  157. মনোমোহন, গহন যামি নীশেষে [পূজা-২৭৮ ] [তথ্য] [নমুনা ]
  158. মম চিত্তে নিতি নৃত্যে [বিচিত্র-৬] [তথ্য] [নমুনা: ১৩৮ ]
  159. মহারাজ, একি সাজে [পূজা-৫২২] [তথ্য ] [নমুনা: ৭২ ]
  160. মাধবী হঠাৎ কোথা হতে [ প্রকৃতি-২৬১] [তথ্য] [নমুনা: ১০৪ , ১০৫ ]
  161. মেঘের কোলে কোলে যায় রে চলে [প্রকৃতি-৬১] [তথ্য] [নমুনা: ৮২ ]
  162. মেঘের কোলে রোদ হেসেছে [প্রকৃতি-১৪২] [তথ্য] [নমুনা: প্রথমাংশ , শেষাংশ]
  163. মেঘের পরে মেঘ জমেছে [প্রকৃতি-৩২] [তথ্য] [নমুনা: ৮৭ ]
  164. মোদের কিছু নাই রে [বিচিত্র ১২১] [তথ্য] [নমুনা: ১৩৬ , ১৩৭ , ১৩৮ ]
  165. মোদের যেমন খেলা তেমনি যে কাজ [বিচিত্র-১২৭] [তথ্য] [নমুনা: ১৩২ ]
  166. মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি [প্রকৃতি-২০৬] [তথ্য] [নমুনা: ১৪৩ , ১৪৪ ]
  167. মোর সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ [পূজা-৫১৯] [তথ্য ] [নমুনা: ৫০ , ৫১ ]
  168. মোরা সত্যের ’পরে মন [বিচিত্র-৪০] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ , তৃতীয়াংশ , শেষাংশ ]
  169. মোরে ডাকি লয়ে যাও মুক্তদ্বারে [পূজা-৩৬৮ ] [তথ্য] [নমুনা]
  170. য আত্নদা বলদা যস্য বিশ্ব উপাসতে প্রশিষং যস্য দেবা: [নমুনা: ১৪৯ , ১৫০ ]
  171. যদি এ আমার হৃদয়দুয়ার [পূজা- ১০২ ] [ তথ্য ] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  172. যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই চঞ্চল-অন্তর [ পূজা-৩৯১ ] [তথ্য] [নমুনা]
  173. যদি তোর ডাক শুনে কেউ না আসে [স্বদেশ-৩] [ তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ, শেষাংশ]
  174. যদি তোর ভাবনা থাকে ফিরে যা-না [স্বদেশ-২৮] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  175. যদেমি প্রস্ফুরন্নিব দৃতি র্ন ধ্‌মাতো অদ্রিবঃ। [নমুনা: নমুনা ]
  176. যা ছিল কালো-ধলো [ প্রেম-৮৭ ] [ তথ্য ] [নমুনা: ১৩৮ , ১৩৯ ]
  177. যে-কেহ মোরে দিয়েছ সুখ দিয়েছ তাঁরি পরিচয় [পূজা-৪৯৬] [ তথ্য] [নমুনা: ৭২ , ৭৩ ]
  178. যিনি সকল কাজের কাজী[ পূজা-৮১ ] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, প্রথমাংশ]
  179. রহি রহি আনন্দতরঙ্গ জাগে [পূজা-৫৪৫] [তথ্য] [নমুনা: প্রথমাংশ ]
  180. রিম ঝিম্ ঘন ঘন রে [বাল্মীকি প্রতিভা] [নমুনা: ৮৬ ]
  181. শরতে আজ কোন্ অতিথি [প্রকৃতি-১৪৭] [তথ্য] [নমুনা: ৮৯ , ৯০ ]
  182. শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি [প্রকৃতি-১৫৩] [তথ্য] [নমুনা: ৯২ ]
  183. শান্ত হ রে মম চিত্ত নিরাকুল [ পূজা-২৬৩ ] [তথ্য] [নমুনা: প্রথমাংশ , শেষাংশ]
  184. শান্তি করো বরিষন নীরব ধারে [ পূজা-৪১০] [তথ্য] [নমুনা ]
  185. শিউলি-ফোটা ফুরোলো যেই [ প্রকৃতি-১৭৭ ] [তথ্য] [নমুনা: ৯৯ ]
  186. শীতের হাওয়ায় লাগলো নাচন [প্রকৃতি-১৭৬] [তথ্য] [নমুনা: ৯৯ , ১০০ ]
  187. শুনেছে তোমার নাম অনাথ আ তুর জন [ পূজা-৪৫১ ] [ তথ্য] [নমুনা: ৩১ ]
  188. শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে[পূজা-৯৮] [তথ্য ] [নমুনা]
  189. সব কাজে হাত লাগাই মোরা [বিচিত্র-১২৮] [তথ্য] [নমুনা: ১২৮ ]
  190. সব দিবি কে, সব দিবি পায় [প্রকৃতি-২১৩] [তথ্য] [নমুনা: ১৪০ ]
  191. সবার মাঝারে তোমারে স্বীকার করিব হে [ পূজা-৩৬৭ ] [তথ্য ] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  192. সহসা ডালপালা তোর উতলা যে [প্রকৃতি-২১৯] [তথ্য] [নমুনা: ১১৩ ]
  193. সংসার যবে মন কেড়ে লয় [পূজা-৪৭৯] [ তথ্য ] [নমুনা: ২০ , ২১ ]
  194. সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ [পূজা-৩৫৫ ] [ তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  195. সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর [পূজা-৬৫] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  196. সুন্দর হৃদিরঞ্জন তুমি নন্দনফুলহার [প্রেম-৩২] [তথ্য]  [নমুনা]
  197. হারে রে রে রে রে [বিচিত্র-৪৮] [তথ্য] [নমুনা: ৮৮ ]
  198. হেমন্তে কোন্ বসন্তেরই বাণী [প্রকৃতি-১৭৩] [ তথ্য ] [নমুনা: ৯৭ , ৯৮ ]
  199. হেরি তব বিমলমুখভাতি দূর হল গহন দুখরাতি [ পূজা-৩২৮ ] [ তথ্য ] [নমুনা: ১৯ , ২০ ]
  200. হে সখা, মম হৃদয়ে রহো [ পূজা-৪১১ ] [তথ্য] [নমুনা ]
  201. হ্যাদে গো নন্দরানী [বিচিত্র-৮৮] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]