তুমি আমাদের পিতা,
তোমায় পিতা ব'লে যেন জানি,
তোমায় নত হয়ে যেন মানি,
তুমি কোরো না কোরো না রোষ।
হে পিতা, হে দেব, দূর করে দাও যত পাপ, যত দোষ- যাহা ভালো তাই দাও আমাদের, যাহাতে তোমার তোষ। তোমা হতে সব সুখ হে পিতা, তোমা হতে সব ভালো। তোমাতেই সব দুখ হে পিতা, তোমাতেই সব ভালো। তুমিই ভালো হে তুমিই ভালো সকল-ভালোর সার- তোমারে নমস্কার হে পিতা, তোমারে নমস্কার॥
মূল মন্ত্রটি হলো,- পিতা নাহসি পিতা না বাধি /নমস্তেহস্তু মা মা হিংসীঃ।
		এ মন্ত্রটির সুর 
করেছিলেন ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর।
		বেদমন্ত্রগুলির মধ্যে এটি রবীন্দ্রনাথের দ্বিতীয় অনুবাদ।
		
		প্রথম অনুবাদ ছিল-আত্মদা বলদা যিনি।
		
		মুল মন্ত্রটি হলো-য আত্মদা বলদা যস্য।' 
		
		পিতা নাহসি'
		
		মন্ত্রটি ছিল- ব্রহ্মাচর্যাশ্রমের ছাত্রদের উপাসনার মন্ত্র।
		
		এই অনূদিত মন্ত্রটি সুরারোপিত হয়ে 
১৩১৬ বঙ্গাব্দের মাঘোৎসবের প্রাতঃকালীন অধিবেশনে প্রথম গীত হয়েছিল।
 
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়। গীতলিপি-১, স্বরবিতান-৩৬
রাগ-মিশ্র। তাল-একতাল। স্বরবিতান-৩৬
		গ্রহস্বর-গা। 
		
		লয়-দ্রুত। 
[জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, স্বরলিপি-গীতিমালা]
ব্রহ্মসঙ্গীত।