মাঘোৎসব অশীতি (৮০)
সোমবার, ১১ মাঘ ১৩১৬ বঙ্গাব্দ [২৪ জানুয়ারি ১৯১০ খ্রিষ্টাব্দ] এই মাঘোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথের ২১টি গান পরিবেশিত হয়েছিল। এর ভিতরে প্রাতঃকালীন অধিবেশনে পরিবেশিত হয়েছিল ৮টি গান এবং সায়ংকালীন অধিবেশনে ১৩টি গান পরিবেশিত হয়েছিল। নিচে গানগুলি উল্লেখ করা হলো।

প্রাতঃকালীন অধিবেশনের ৮টি গান

১. তুমি আমাদের পিতা [পূজা-৩৯২] [তথ্য]
২. তিমিরদুয়ার খোলো- এসো [পূজা-৪৬৫] [তথ্য]
৩. আলোয় আলোকময় করে হে[পূজা-৩১৯] [তথ্য]
৪. নিশার স্বপন ছুটল রে, এই ছুটল রে [পূজা-২৭১] [তথ্য]
৫. আবার এরা ঘিরেছে মার মন [পূজা-১৬৬] [তথ্য]
৬. এই-যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ[পূজা-৫২৬] [তথ্য]
৭. জয় তব বিচিত্র আনন্দ, হে কবি[পূজা-৩৭৬] [তথ্য]
৮. প্রভাতে বিমল আনন্দে বিকশিত কুসুমগন্ধে শরতে আজ কোন অতিথি। গানের ঈষৎ পরবর্তিত রূপ]
দ্রষ্টব্য: শরতে আজ কোন্ অতিথি [প্রকৃতি-১৪৭] [তথ্য]
সান্ধ্যকালীন অধিবেশনের ১৩টি গান
১. কার মিলন চাও বিরহী [পূজা-৪২৮] [তথ্য]
২. দাঁড়াও, মন, অনন্ত ব্রহ্মাণ্ড-মাঝে [পূজা-২৬১ [তথ্য]
৩. জগত জুড়ে উদার সুরে আনন্দগান বাজে [পূজা-১৪৪] [তথ্য]
৪. জানি জানি কোন্ আদি কাল হতে [পূজা-২৯৭] [ তথ্য]
|৫.নয়ান ভাসিল পূজা-৪০৫] [তথ্য]
৬. যদি তোমার দেখা না পাই, প্রভু [পূজা-১৩৯]
[তথ্য
]
৭. আমার মিলন লাগি তুমি [পূজা-১২৮] [তথ্য]
৮.
জাগ' জাগ' রে জাগ' সঙ্গীত
' চিত্ত অম্বর কর তরঙ্গিত পূজা -২১
৯. জাগে নাথ জোছনারাতে। পূজা-৫৩৬
১০.
মহারাজ, একি সাজে। পূজা-৫২২
১১. যা হারিয়ে যায় তা আগলে ব’সে রইব কত আর [পূজা ২৩৯] [তথ্য]
১২.
রূপসাগরে ডুব দিয়েছি [পূজা-৬০৭] [তথ্য]
১৩.
ওই আসনতলের মাটির 'পরে লুটিয়ে রব পূজা-৪৯১